BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

May 14, 2022

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2022-05-12_at_3.27.57_PM__1652504336.jpeg
The New Nation
A delegation of Huawei Technologies (Bangladesh) Ltd paid a call on BGMEA President Faruque Hassan at its PR office in Gulshan recently. Chinese telecommunications giant Huawei Technologies is willing to provide technical solutions and support to the RMG industry of Bangladesh in increasing capacity of renewable energy generation in the sector. A delegation of Huawei Technologies (Bangladesh) Ltd expressed the interest when they paid a call on BGMEA President Faruque Hassan at BGMEA's PR office in Gulshan. The Huawei delegation included Li Zongsheng (Jason), Board Member;  Liang Weixing, Managing Director for Digital Power Business Group; Najia Samantha Islam, Manager, Public Affairs and Communications; and MdNurAlam, Account Manager, Bangladesh Digital Power Business. BGMEA Vice President Miran Ali was also present at the meeting.
uploads/trade_daily/digest_photo_Janakantha_bajumat__1652504336.jpg

জনকন্ঠ
গার্মেন্টসে বাজিমাত ॥ অর্থবছরের ১০ মাসেই টার্গেট পূরণ পোশাক রফতানিতে বাংলাদেশ নতুন রেকর্ড করতে যাচ্ছে। চলতি অর্থবছরের প্রথম দশ মাসে রফতানি হয়েছে ৪ হাজার ৩৩৪ কোটি মার্কিন ডলারের পণ্য। এ প্রসঙ্গে পোশাক উৎপাদন ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএর প্রথম সহ সভাপতি সৈয়দ নজরুল ইসলাম জনকণ্ঠকে বলেন, অর্থবছরের দুই মাস বাকি থাকতে লক্ষ্যমাত্রা অর্জন করে ফেলাটা নিঃসন্দহে উদ্দীপনামূলক। বাকি সময়ে যা অর্জিত হবে তাতে এবার পোশাক রফতানি থেকে মোট আয় দাঁড়াতে পারে ৪২ থেকে ৪৫ বিলিয়ন মার্কিন ডলার। এ অগ্রগতি অব্যাহত থাকবে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও বেশকিছু ইতিবাচক দিক রয়েছে, যার ফলে বাংলাদেশের পোশাক খাতের আন্তর্জাতিক পর্যায়ে শক্ত অবস্থান করে নেয়ার সুযোগ রয়েছে।

uploads/trade_daily/digest_photo_B_I_Apparel_edit__1652504336.jpg

The Business Insider
Apparel exports to USA grow geometrically Bangladesh’s apparel export has risen by 62.23 percent year on year in the first quarter of the current year as the “Made in Bangladesh” brand has been well sought-after trademark across the globe. According to the OTEXA, USA, in the first quarter of January-March of 2022, apparel export jumped to $2.47 billion from $1.52 billion during the same period of 2021.“We have built a strong relationship with the USA buyers. Our supply chain also looks prospective. Therefore, we are quite optimistic about accruing more revenue from the US market,” said Shahidullah Azim, vice president of BGMEA.

uploads/trade_daily/digest_photo_DS_labour-law-will-be-amended__1652504336.jpg

The Daily Star
Labour law to be amended by this year: Secretary says The government has formed two committees which will bring amendments to the labour law by December 31 this year, said a top government official yesterday. "It will be a good law…it will be a better law that will help all of us to maintain decent work in the industrial sectors," said Md Ehsan-E-Elahi, secretary to the labour and employment ministry. He made the comments at a daylong programme titled "First Industrial Safety Forum in Bangladesh" jointly organised by the Center for Policy Dialogue (CPD) and International Labour Organization (ILO) at Dhaka Sheraton Hotel.

uploads/trade_daily/digest_photo_KK_Direct__1652504336.jpg

কালের কন্ঠ
ইউরোপে দ্রুত রপ্তানিতে আরেকটি নতুন রুট: সরাসরি পণ্য যাবে নেদারল্যান্ডসে ইউরোপে পণ্য পরিবহনের হাব হচ্ছে নেদারল্যান্ডসের রটারডাম বন্দর। এবার চট্টগ্রাম বন্দর থেকে ইউরোপের সেই ব্যস্ততম বন্দরে সরাসরি কনটেইনার জাহাজ সার্ভিস চালু হচ্ছে। ১৫ মে চট্টগ্রাম বন্দর থেকে প্রথম জাহাজটি রটারডামের উদ্দেশে রওনা দেবে; ২০-২১ দিনে সেই বন্দরে পৌঁছবে। এরপর জাহাজটি যাবে ইংল্যান্ডের আরেক ব্যস্ততম বন্দর লিভারপুরে। নতুন সার্ভিসের স্থানীয় শিপিং এজেন্ট হিসেবে কাজ করছে ফনিক্স শিপিং লিমিটেড।

uploads/trade_daily/digest_photo_BD-Pratidin_edit__1652504336.jpg

বাংলাদেশ প্রতিদিন
পোশাক খাতে ব্যবসা রমরমা তৈরি পোশাকশিল্প মালিকদের প্রধান সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি-বিজিএমইএ সহসভাপতি মো. শহিদুল্লাহ আজিম বলেন- এটা সত্য যে, পোশাকশিল্পের ব্যবসা এখন রমরমা। রেকর্ড পরিমাণ ক্রয়াদেশ ঠিকই আছে। তবে লাভ সঠিক মাত্রায় নেই। যদিও সব কিছুর খরচ বেড়েছে। জ্বালানি তেলের দাম বাড়ছে। জাহাজ ভাড়া বেড়েছে। তুলা ও অন্যান্য কাঁচামালের দাম বেড়েছে। তারপরও মালিকরা এত দিন ক্রেতা ধরে রাখতে ক্রয়াদেশ নিয়েছেন। কিন্তু এখন আর সেই দিন নেই। এখন পোশাক পণ্যের মূল্য না বাড়ালে ক্রেতাদের ক্রয়াদেশ নিচ্ছেন না মালিকরা। প্রত্যাশিত লাভ না হলে ক্রয়াদেশ ফিরিয়ে দেওয়া হচ্ছে। 

uploads/trade_daily/digest_photo_KK_CPD_ILO__1652504336.jpg

কালের কন্ঠ
অভিন্ন নিরাপত্তাকাঠামোতে আনতে হবে সব কারখানা: সিপিডি-আইএলও কর্মশালা রানা প্লাজা দুর্ঘটনার পর দেশের পোশাক কারখানাগুলোর কর্মপরিবেশ উন্নত হলেও অন্য খাতে এখনো তেমন কোনো অগ্রগতি নেই। ফলে দেশের শিল্প-কারখানায় নিরাপত্তাঝুঁকি বাড়ছে। এ অবস্থা থেকে বের হয়ে আসতে সব কারখানা অভিন্ন নিরাপত্তাকাঠামোর আওতায় আনতে হবে। এ জন্য সমন্বিত উদ্যোগ নিতে হবে বলে মনে করেন কর্মশালায় বক্তারা। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশের শিল্প খাতে নিরাপত্তা’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।

uploads/trade_daily/digest_photo_Bonikbarta_Jordan__1652504336.jpg

বণিক বার্তা
জর্ডানে পোশাক খাত নিয়ে সেমিনার অনুষ্ঠিত জর্ডানের পোশাক মালিকদের সংগঠন (জেজিএটিই), পোশাক কারখানার মালিক, নিয়োগকারী এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে এক সেমিনারের আয়োজন করে জর্ডানের বাংলাদেশ দূতাবাস। সম্প্রতি দূতাবাসের সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। জেজিএটিইর চেয়ারম্যান, সিইও, পরিচালনা পর্ষদের সদস্য, বিভিন্ন পোশাক কারখানার মালিক ও তাদের প্রতিনিধি এবং নিয়োগকারীরা সেমিনারে অংশগ্রহণ করেন।

uploads/trade_daily/digest_photo_FE_EU__1652504336.jpg

The Financial Express
Availing GSP Plus trade facility in European markets: EU presses BD on labour issues Fulfilling the commitments on labour-rights issues under the National Action Plan on Labour Sector is urgent for Bangladesh to access the GSP Plus trade facility, the European Commission reminds.Many of the commitments made by the country, including the amendment of various rules under Bangladesh Labour Act and EPZ Labour Act, remained unmet and the timelines have already passed for months, the commission wrote in a letter Tuesday, sources say.

uploads/trade_daily/digest_photo_bonikbaeta_sloly__1652504336.jpg

বণিক বার্তা
বিদেশী বিনিয়োগকারীদের পর্যবেক্ষণ: ধীরগতিতে বাস্তবায়ন হচ্ছে অর্থনৈতিক অঞ্চল দেশের আর্থসামাজিক উন্নয়নকে ত্বরান্বিত করতে পরিকল্পিত শিল্পায়ন বাস্তবায়নের পথে রয়েছে বাংলাদেশ। সরকারের লক্ষ্য আছে ২০৩০ সালের মধ্যে ১০০ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার। এসব অঞ্চলে স্থানীয় বিনিয়োগের পাশাপাশি বিদেশী বিনিয়োগের প্রত্যাশা রয়েছে। তবে এসব অর্থনৈতিক অঞ্চলের অগ্রগতি নিয়ে খুব একটা সন্তুষ্ট নন বিদেশী বিনিয়োগকারীরা। দেশের অর্থনৈতিক অঞ্চলগুলো ধীরগতিতে বাস্তবায়ন হচ্ছে বলে সম্প্রতি তাদের পক্ষ থেকে পর্যবেক্ষণ দেয়া হয়েছে।

uploads/trade_daily/digest_photo_D_tribune_Dr__1652504336.jpeg

The Dhaka Tribune
Dr Debapriya: National debt increasing faster than the GDP According to data, Bangladesh's total national debt is increasing at a faster rate than Gross Domestic Product (GDP), according to noted economist Dr Debapriya Bhattacharya. In 2021 Bangladesh’s per capita debt was $432 or Tk37,584 and the country's total debt was $131.14 billion in FY21. The broader estimate of Bangladesh's current debt is 46% of its total Gross Domestic Product (2005-2006 as a base year), which was 44.10% in FY21. As a result of this, the share of debt in GDP will increase in the foreseeable future, he observed.

uploads/trade_daily/digest_photo_Bonikbarta_5__1652504336.jpeg

বণিক বার্তা
পাঁচ বছরে ব্যবসা দ্বিগুণ করার পরিকল্পনা দ্বিতীয় প্রজন্মের বিশ্ববাজারে ডেনিম কাপড়ে তৈরি পোশাকের ক্ষেত্রে বাংলাদেশের যে প্রতিষ্ঠানটির নাম উল্লেখ করতেই হয়, সেটি হলো প্যাসিফিক জিন্স গ্রুপ। ১ দ্বিতীয় প্রজন্মের হাতে পরিচালিত এ প্রতিষ্ঠানের বার্ষিক টার্নওভার এখন ৪৫০ মিলিয়ন ডলার। আর আগামী পাঁচ বছরে এ সংখ্যাকে দ্বিগুণ করতে চান প্যাসিফিক জিন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও চট্টগ্রাম চেম্বারের সহসভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর। বাবার কাছ থেকে শেখা ব্যবসায়িক শিক্ষা নিয়েই তিনিসহ গ্রুপের ৩৫ হাজার সদস্য পথ চলছেন বলে জানালেন তিনি।