BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

January 18, 2021

uploads/trade_daily/digest_photo__ণ।শর্ঢ_edit__1610947430.jpg
The Financial Express
"The second wave of Covid-19 has already started disrupting the retail market and global clothing trade including exports from Bangladesh," the letter read. Following the surge in new cases in major importing countries, buyers instead of cancelling orders were deferring order placements and splitting those into batches with shorter lead time, the BGMEA chief said in the letter. "This has an adverse impact on our industry, since factories are not being able to make a forecast and plan their capacity," Ms Huq said. More than 1100 BGMEA member factories reportedly faced cancellation of work orders worth US$ 3.18 billion during last March-April due to the pandemic, according to the trade body. Against this backdrop of multipronged crisis, it was becoming increasingly difficult for the factories to stay on course without additional fiscal support by the government, she noted
uploads/trade_daily/digest_photo_KK_Poshak__1610947430.jpg

কালেরকন্ঠ
পোশাকে আশা জাগাচ্ছে রাশিয়া কভিড-১৯-এর প্রভাবে বিশ্ববাজারে দেশের তৈরি পোশাক রপ্তানি কমলেও অপ্রচলিত বাজার রাশিয়ায় সাফল্য মিলেছে। চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ১৫ শতাংশের বেশি। পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএ জানায়, এই সময় আয় হয়েছে ২৪ কোটি ৭০ লাখ ডলার। গত অর্থবছর এ আয় ছিল ২১ কোটি ৪৪ লাখ ডলার। সেই হিসাবে গত ছয় মাসে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ১৫.২৪ শতাংশ। বিজিএমইএর রপ্তানি আয় পর্যালোচনায় দেখা যায়, রাশিয়ার বাজারে এ সময় নিট পোশাকে প্রবৃদ্ধি হয়েছে ২০.৫২ শতাংশ। আর ওভেন পোশাকে প্রবৃদ্ধি হয়েছে ৬.৪০ শতাংশ।

uploads/trade_daily/digest_photo_DS_Dhaka_D__1610947430.jpeg

The Daily Star
Dhaka, Delhi conducting study to sign trade deal Dhaka and New Delhi are preparing a joint study report to sign a comprehensive economic partnership agreement (CEPA) to boost bilateral trade and investment once Bangladesh becomes a developing nation. The government has taken the initiative to ink the deal to safeguard duty privileges in international trade after the country graduates from the grouping of the least-developed country (LDC) in 2024. Bangladesh Foreign Trade Institute (BFTI) and Indian Foreign Trade Institute are preparing the study report, said Commerce Secretary Md Jafar Uddin.

uploads/trade_daily/digest_photo_DS_Key__1610947430.jpg

The Daily Star
Key sustainability issues for 2021 Issues around sustainability come and go, but some topics will remain as important now as they were before the current global pandemic began. Three issues I am confident will remain prominent in 2021—and in years to come—are carbon emissions, circular economy, and renewable energy. I follow the global fashion industry very closely and these are subjects which brands of all sizes and types are coming back to time and again.

uploads/trade_daily/digest_photo_D_Rupantor_2_hajar__1610947430.jpg

দেশ রুপান্তর
২ হাজার ৭০০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ আসছে করোনা মহামারীর প্রভাব মোকাবিলায় ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প (এসএমই) এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণে ২ হাজার ৭০০ কোটি টাকার আরও দুটি প্রণোদনা প্যাকেজ আসছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন প্রণোদনা প্যাকেজগুলো অনুমোদন করেছেন। এগুলোর বাস্তবায়ন খুব শিগগির শুরু হবে বলে গতকাল অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বিজ্ঞপ্তিতে বলেন, করোনাভাইরাস মহামারীর প্রভাব মোকাবিলায় এসএমই খাতে গতি সঞ্চার, গ্রামীণ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং অতিদরিদ্র বয়স্ক ও বিধবাদের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণে প্রধানমন্ত্রী নতুন দুটি প্রণোদনা কর্মসূচি অনুমোদন করেছেন। কর্মসূচি দুটির মোট বরাদ্দ ২ হাজার ৭০০ কোটি টাকা, যার বাস্তবায়ন অবিলম্বে শুরু হবে।

uploads/trade_daily/digest_photo_DS_Syncing__1610947430.jpg

The Daily Star
Syncing local, int’l laws crucial for LDC graduation Experts have suggested strong collaboration among banking regulators to bring consistency among local laws and regulations and International Financial Reporting Standards (IFRS) and thereby do away with discrepancies faced in the preparation of financial statements. They also identified a number of differences regarding components and presentation, cash and cash equivalents, cash flow statement, investment in debt securities, initial recognition and reclassification, provisioning loans and advances, recovery against impaired loans, etc. The differences prevail because in cases of conflict, the general consensus is for the local laws from primary regulators to prevail, they observed.