BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

February 23, 2021

uploads/trade_daily/digest_photo_N_Digonta__1614060738.jpg
নয়া দিগন্ত
বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক গত জানুয়ারি মাসে গণমাধ্যমে পাঠানো এক খোলা চিঠিতে উল্লেখ করেন, বাংলাদেশ ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোকে ২০২১ সালের জানুয়ারির তৃতীয় সপ্তাহের মধ্যে প্রণোদনা প্যাকেজের অর্থ পরিশোধের ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশনা দেয়া হয়। লক্ষণীয় বিষয় হলো, এই নির্দেশনা এমন সময়ে দেয়া হলো, যখন করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে শিল্প গভীর অনিশ্চয়তায় হাবুডুবু খাচ্ছে। এ পরিস্থিতিতে প্রণোদনা প্যাকেজের ঋণের সুদ অন্ততপক্ষে ছয় মাসের জন্য স্থগিতকরণ অথবা প্রণোদনা পরিশোধের মেয়াদ অন্ততপক্ষে আরো এক বছর (বর্তমানে ২৪ মাস) সম্প্রসারিত করা না হলে শিল্প টিকিয়ে রাখা দুরূহ হবে। রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ২০২০ সালের ডিসেম্বর মাসের যে রফতানি প্রতিবেদন প্রকাশ করেছে, সেখানেও রফতানির উদ্বেগজনক চিত্র বহাল আছে। এরপর বিষয়টি বিবেচনার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে যোগাযোগ করে বিজিএমইএ। শেষ পর্যন্ত ঋণের গ্রেস পিরিয়ড আরো ছয় মাস বাড়ানোর প্রস্তাব অনুমোদন করা হয়।
uploads/trade_daily/digest_photo_Samakal_Export__1614060738.jpg

সমকাল
রপ্তানিতে নগদ সহায়তার ১৬৮৩ কোটি টাকা ছাড় চলতি অর্থবছরে রপ্তানি খাতে নগদ সহায়তা বা প্রণোদনার এক হাজার ৬৮৩ কোটি টাকা অর্থ ছাড় করেছে অর্থ মন্ত্রণালয়। রপ্তানিমুখী দেশীয় বস্ত্র, হিমায়িত চিংড়ি ও অন্যান্য মাছ, চামড়াজাত দ্রব্য, পাট ও পাটজাত দ্রব্যসহ অনুমোদিত অন্যান্য খাতে এবং তৈরি পোশাক রপ্তানির বিপরীতে ১ শতাংশ বিশেষ নগদ সহায়তা দিতে তৃতীয় কিস্তির (জানুয়ারি-মার্চ) এ অর্থ বাংলাদেশ ব্যাংকের অনুকূলে ছাড় করা হয়েছে। এখন কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ব্যাংকের গ্রাহকের আবেদনের ভিত্তিতে নগদ সহায়তা বিতরণ করবে। অর্থ মন্ত্রণালয় গতকাল সোমবার প্রধান হিসাব ও অর্থ কর্মকর্তাকে এ বিষয়ে চিঠি দিয়েছে।

uploads/trade_daily/digest_photo_DS_Small__1614060738.jpg

The Daily Star
Small garment factories struggling to stay afloat Rubana Huq, president of the BGMEA, said the SMEs were the worst-affected when it comes to managing finance and business since they worked for buyers having relatively smaller turnovers. When asked whether there was a gap when it came to a single policy serving both the big units and SMEs, she said, "Absolutely yes." "Therefore, they require different policy measures to survive in this crisis period," she said. The government has provided an additional working capital scheme for the SMEs during the pandemic, she said. However, the working capital loan support was difficult to access as far as readymade garment factories are concerned because of stringent processes requiring due diligence, she said. Another factor is the nature of business and the modality of financial assistance required for the RMG enterprises which differ from any other sector, she added. "For the immediate term, special assistance to SMEs with regard to accessing finance to turn around and reconstruct themselves would be critical for continuing the growth journey of the industry and economy at large," said Huq

uploads/trade_daily/digest_photo_Kholakagoj__1614060738.jpg

খোলা কাগজ
ঈদ আতঙ্কে পোশাক শিল্প মালিকরা করোনা মহামারীর দ্বিতীয় ঢেউয়ে তৈরি পোশাক রপ্তানিতে শ্লথগতি চলছে। এতে কারখানা চালিয়ে নেওয়া অধিকাংশ উদ্যোক্তার জন্য কঠিন হচ্ছে। এ অবস্থায় ঈদের মাসের বেতনের বাইরেও বোনাস দিতে হবে। এটা তৈরি পোশাক শিল্পের জন্য বোঝা হবে বলে মনে করেন তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সহসভাপতি এমএ রহিম ফিরোজ। তিনি খোলা কাগজকে বলেন, করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে ইউরোপ-আমেরিকার বিভিন্ন দেশে নতুন করে লকডাউন চলছে। পরিস্থিতি সামাল দিতে বিদেশি তৈরি পোশাকের উদ্যোক্তারা কার্যাদেশ কমিয়ে দিয়েছে। এ সময় দেশে কার্যাদেশ স্থগিতের হার প্রায় ২০ শতাংশ। ফলে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হচ্ছে। কার্যাদেশ বা পোশাক প্রস্তুত করার পর সময়মতো রপ্তানিমূল্য পাওয়া যাচ্ছে না। করোনার অভিঘাত মোকাবিলা করার পরবর্তী পরিস্থিতি কঠিন হয়ে যাচ্ছে।

uploads/trade_daily/digest_photo_DS_rubana-huq__1614060738.jpg

The Daily Star
ROUNDTABLE: EduSummit 2021;Rubana Huq, President, Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) Learning is a continuous process and it is very important to engage in lifelong learning. If you stop learning, in a way, you cease to exist. Therefore, learning new skills and gaining knowledge is an integral part of the evolutionary process. The demand for education exists at every level in our country regardless of the socio-economic condition of the people. The weaknesses lie at the supply side further aggravated by the new challenges induced by the pandemic. It's incredibly important to surround ourselves with critical peers and mentors. We must be humble and have great eagerness to learn.

uploads/trade_daily/digest_photo_DS_apparel-suppliers__1614060738.jpg

The Daily Star
Apparel suppliers must do due diligence on ailing brands As we all know, the past 12 months have seen many apparel retailers go bust, leaving a trail of financial destruction in their wake. Often, their creditors are owed millions, and by far the most significant creditors in most cases reside in the ready-made garment sector. This is a serious global issue which we, as suppliers, need to address as a matter of urgency. My question is, are suppliers learning from the mistakes of the past? The underlying issue I am driving at here is one of due diligence. Are we as suppliers doing enough research on our potential customers? Could some of the situations we have seen of late, when suppliers have been left out of pocket to the tune of hundreds of thousands of dollars, have been avoided with better due diligence?

uploads/trade_daily/digest_photo_FE_Recovery__1614060738.jpg

The Financial Express
Recovery of manufacturing and services industries during pandemic period It is to be noted that the pace of recovery is different for different categories of enterprises. In case of the RMG industry, capacity utilisation for all types of enterprises has increased during April-September, 2020 period. However, the pace of growth has varied widely between small scale enterprises, vis-à-vis medium and large scale enterprises. Indeed, this gap has been widening over recent months. In other words, small scale enterprises are lagging behind in terms of recovery in capacity utilisation compared to medium and large-scale enterprises. The RMG industry, in general, is lagging behind in terms of resilience and within RMG smaller enterprises are in a more disadvantageous situation.

uploads/trade_daily/digest_photo_Samakal_Incentive__1614060738.jpg

সমকাল
প্রণোদনার এসএমই ঋণ তদারকিতে ড্যাশবোর্ড প্রণোদনার আওতায় বিতরণ করা এসএমই ঋণ বিতরণ ও অনুমোদন তদারকিতে আলাদা ড্যাশবোর্ড করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১ মার্চ থেকে এই ড্যাশবোর্ডে ব্যাংকের সব শাখা থেকে সরাসরি তথ্য দিতে হবে। গতকাল বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির ড্যাশবোর্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

uploads/trade_daily/digest_photo_TBS_BD_to__1614060738.jpg

The Business Standard
Bangladesh to sign Tifa with Australia Officials of Bangladesh and Australia will meet in Dhaka in March to finalise the draft of a Trade and Investment Framework Agreement (Tifa) – a deal establishing a framework for the expansion of trade and removal of investment barriers between the two countries. According to Commerce Secretary Md Jafar Uddin, Bangladesh has proposed some changes to the initial draft prepared by Australia – the 14th largest economy in the world. Under the terms of the draft, the two countries will seek strengthened trade and investment through bilateral cooperation in mutually arranged sectors, such as textiles and apparels, manufacturing, information and communication technology, skills development and education services.

uploads/trade_daily/digest_photo_Janakantho__1614060738.jpg

দৈনিক জনকন্ঠ
বঙ্গবন্ধু শিল্পনগরে হচ্ছে প্রথম পোশাকপল্লী চট্টগ্রামের মীরসরাইয়ে বঙ্গবন্ধু শিল্পনগরে হতে যাচ্ছে দেশের প্রথম পোশাকপল্লী। এরই মধ্যে পোশাকশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতিকে (বিজিএমইএ) বরাদ্দ দেয়া জমিতে শুরু হয়েছে এ পোশাকপল্লী করার প্রক্রিয়া। বঙ্গবন্ধু শিল্পনগরের পোশাকপল্লীতে সবচেয়ে বেশি জমি পাচ্ছে ইপিলিয়ন স্টাইল লিমিটেড। এর মধ্যে ইপিলিয়ন ৫ কোটি ডলার বিনিয়োগ করবে। ইপিলিয়ন স্টাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রিয়াজ উদ্দিন আল মামুন জানান, তাদের কারখানায় ৭ হাজার মানুষের কর্মসংস্থান হবে। বঙ্গবন্ধু শিল্পনগরে যেতে আগ্রহী অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে গ্রাফিকস টেক্সটাইল, কলম্বিয়া গার্মেন্টস, ক্লিপটন কটন মিল, ভিজুয়াল নিটওয়্যার, প্যাসিফিক কটন ইত্যাদি।

uploads/trade_daily/digest_photo_A_Arthonity__1614060738.jpg

দৈনিক আমাদের অর্থনীতি
২৫ দেশের মধ্যে কাগজবিহীন ক্রস-বর্ডার বাণিজ্য শুরু বাংলাদেশের ব্যয় প্রায় ৩৩ ভাগ কমার সম্ভাবনা এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ‘এসকাপ’ভুক্ত দেশগুলোর মধ্যে আন্তঃদেশীয় বাণিজ্য দ্রæত সম্পাদনের লক্ষ্যে ডিজিটাল পদ্ধতিতে কাগজবিহীন ক্রসবর্ডার বাণিজ্য শনিবার থেকে শুরু হয়েছে। ‘ফ্রেম-ওয়ার্ক এগ্রিমেন্ট অন ফ্যাসিলিটেশন অব ক্রস-বর্ডার পেপারলেস ট্রেড ইন এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক’ শীর্ষক চুক্তির আওতায় এ বাণিজ্য শুরু হয়েছে। এ চুক্তি বাস্তবায়নের ফলে আন্তঃদেশীয় বাণিজ্য সম্পাদনের সময় ও ব্যয় হ্রাস পাবে। ‘ইউনেসকাপ’-এর মতে, এ চুক্তির বাস্তবায়ন এবং বিশ্ববাণিজ্য সংস্থার ‘বাণিজ্য সহজিকরণ চুক্তি’ বাস্তবায়নের মাধ্যমে বাণিজ্য ব্যয় প্রায় ৩৩ শতাংশ কমিয়ে আনতে পারে বাংলাদেশ। যার আর্থিক মূল্য বছরে প্রায় ৭০ কোটি ডলার।