April 07, 2021
বাংলাদেশ প্রতিদিন
ভাবমূর্তি অক্ষুণ্ন রাখা খুব জরুরি
বিজিএমইএ নির্বাচনে জয়ী সম্মিলিত পরিষদের দলনেতা হিসেবে সভাপতির আসনে বসার অপেক্ষায় থাকা ফারুক হাসান বলেছেন, পোশাকশিল্পের ওপর করোনা মহামারীর প্রভাব সুদূরপ্রসারী। জাতীয় অর্থনীতির সিংহভাগই পোশাকশিল্পের ওপর নির্ভর করে। সুতরাং এ শিল্পকে সক্রিয় রাখা জাতীয় দায়িত্ব। এ শিল্প একদিকে জাতীয় অর্থনীতির চাকা সচল রাখছে, অন্যদিকে বিশ্ববাজারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে প্রতিনিয়ত। সে ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে আমাদের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন হওয়া খুব জরুরি। এ অঙ্গীকার পালনে সর্বোচ্চ সচেষ্ট থাকব এবং দেশের পোশাকশিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার সব ধরনের চেষ্টা অব্যাহত রাখব। সবাই মিলেই দেশের পোশাকশিল্পের উন্নয়নযাত্রা শানিত করতে চাই। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ২০ এপ্রিল বিজিএমইএ সভাপতির আসনে বসতে যাওয়া সংগঠনটির সাবেক সিনিয়র সহসভাপতি ফারুক হাসান।
The Daily Star
Exports rebound in March
Rubana Huq, the outgoing president of the BGMEA, termed the July-March earnings from apparel shipment "depressing". A year-over-year comparison of monthly exports between 2020 and 2021 would be misleading and any growth in export for the months of 2021 has to be calculated with the corresponding months of 2019, she said. The price trend continues to worsen as the month of March 2021 posts a 5.11 per cent decline in unit price compared to March 2019. The average decline in unit price for July-March 2020-21 compared to July-March 2018-19 is 3.58 per cent in the negative. "Such consecutive declines in unit price do not require further analysis to understand the magnitude of vulnerability the industry is dwelling with. The export markets are still struggling to contain the spread of the virus, the third wave has only added to the woes," Huq also said. "Until recently Bangladesh was faring well in containing the infection; however the present lockdown, which is a timely move by the government, would further impact the already depressed performance of the industry," Huq told The Daily Star.
চ্যানেল আই
নতুন নেতৃত্ব তৈরি পোশাক খাতে নতুন সংকল্প ও সম্ভাবনা
৪ এপ্রিল স্বতঃস্ফুর্ত বিজিএমইএ নির্বাচন হয়েছে। সেই নির্বাচনের পরে জনাব ফারুক হাসান যিনি প্রেসিডেন্ট হতে যাচ্ছেন এবং জনাব নাভিদুল হক যিনি নতুন প্রজন্মের পরিচালক হিসেবে বোর্ডে থাকবেন। তাদেরকে নিয়ে চ্যানেল আই আয়োজন করেছে ‘‘নতুন নেতৃত্ব তৈরি পোশাক খাতে নতুন সংকল্প ও সম্ভাবনা’’।
দেশ রুপান্তর
অর্থবছরের প্রথম ৯ মাসের রপ্তানি আয়: মহামারীতেও প্রবৃদ্ধিতে নিটওয়্যার খাত
মহামারী করোনাভাইরাস সংক্রমণের মধ্যে দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাকশিল্প কিছুটা হোঁচট খেলেও লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আয় আসছে নিটওয়্যার খাত থেকে। চলতি ২০২০-২১ অর্থবছরের শুরু থেকেই এ খাতটির রপ্তানিতে প্রবৃদ্ধি রয়েছে। তবে বিপরীত চিত্র দেখা গেছে তৈরি পোশাকশিল্পের ওভেন খাতে। এ খাতটির রপ্তানি আয় প্রতি মাসেই কমে যাচ্ছে। ইপিবির হালনাগাদ তথ্য বিশ্লেষণ করে এমন চিত্র মিলেছে। ইপিবির দেওয়া তথ্যানুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে সামগ্রিক পণ্য রপ্তানিতে তৈরি পোশাকশিল্পের অবদান ৮১ দশমিক ১৬ শতাংশ। এই সময়ে ২ হাজার ৩৪৯ কোটি ডলারের পোশাক রপ্তানি হলেও গত বছরের প্রথম ৯ মাসের চেয়ে আড়াই শতাংশ কম। তৈরি পোশাক খাতের আয় কমে যাওয়ার প্রধান কারণ ওভেন পোশাকের রপ্তানি কমে যাওয়া। আগের অর্থবছরের প্রথম ৯ মাসের তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে ওভেন পোশাকের রপ্তানি আয় প্রায় ১১ শতাংশের মতো কমেছে। যদিও এ সময়ে নিট পোশাকের রপ্তানি বেড়েছে প্রায় ৬ শতাংশ।
দৈনিক আমাদের সময়
বন্ড কমিশনারেট শর্তে বন্ধ পোশাক রপ্তানি
ইপিজেডের ভেতরে এবং বাইরে অবস্থিত বন্ডেড প্রতিষ্ঠানের সঙ্গে নন-বন্ডেড সাব-কন্ট্রাক্ট করার অনুমোদনের ক্ষেত্রে কিছু অতিরিক্ত শর্ত জুড়ে দিয়ে তৈরি পোশাক রপ্তানি বাণিজ্যকে বাধাগ্রস্ত করার অভিযোগ উঠেছে চট্টগ্রাম বন্ড কমিশনারেটের বিরুদ্ধে। এ ছাড়া নন-বন্ডেড সহায়ক শিল্প প্রতিষ্ঠানে ওয়াশিং ও এমব্রয়ডারি করতে পাঠানোর সময় রপ্তানি চালান আটক করা হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে। এতে করোনা মহামারীর কারণে বিশ^ব্যাপী অর্থনৈতিক মন্দাবস্থায় হুমকির মুখে পড়েছে রপ্তানি খাত। বিজিএমইএর সদ্য বিদায়ী পরিচালক অঞ্জন শেখর দাশ বলেন, এ বিষয়ে বিজিএমইএ থেকে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু কমিশনার কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছেন না। এমনিতেই করোনা মহামারীর কারণে বিশ^ব্যাপী অর্থনৈতিক মন্দাবস্থা চলছে। রপ্তানিতে নেতিবাচক প্রবৃদ্ধি থেকে ঘুরে দাঁড়ানোর স্বার্থে বিদেশি ক্রেতার নির্ধারিত সময়ের মধ্যে রপ্তানি কার্যক্রম সম্পন্ন করতে এ বিষয়ে নমনীয় মনোভাব পোষণ করা উচিত।
The Daily Star
Low gas pressure hurts over 300 large factories
More than 300 factories, especially textile, spinning and garment industries in Kanchpur, Narayanganj and Narsingdi have been facing a massive production loss every day because of a disruption in gas supply since March 13. Industry owners feared that they might face the cancellation of work orders from international retailers and brands or expensive air shipment because of the sudden disruption in the gas supply.
The New Age
Trade deficit widens by 9.49pc in July-Feb
The country’s trade deficit rose by 9.49 per cent or $1.02 billion in the July-February period of the current fiscal year 2020-21 mainly due to export earnings contraction. Trade deficit rose to $11.8 billion in July-February of FY21 from $10.77 billion in the same period of FY20, the latest Bangladesh Bank data showed.
সময়ের আলো
আমদানি পুনঃঅর্থায়নে বিডার অনুমোদন লাগবে
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ডের (বিডা) অনুমোদন ছাড়া আমদানির পুনঃঅর্থায়ন কিংবা সময় বৃদ্ধি করা যাবে না। আমদানি দায় পরিশোধ সময় পূর্তির এক মাস পূর্বে বিডাতে আবেদন করতে হবে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক বিলম্ব পরিশোধ ব্যবস্থায় আমদানির ক্ষেত্রে পুনঃঅর্থায়ন কিংবা সময় বৃদ্ধির জন্য অনুমোদন বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের পাঠানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, সার্কুলারের ভাষ্য অনুযায়ী বিলম্ব মূল্য পরিশোধ ব্যবস্থায় সাপ্লায়ার্স-বায়ার্স ক্রেডিটের আওতায় নির্ধারিত পণ্য আমদানির ক্ষেত্রে পরিশোধ সময় বৃদ্ধি কিংবা পুনঃঅর্থায়নের ক্ষেত্রে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদনের প্রয়োজন হবে। বিডাতে এবং বস্ত্র অধিদফতরে নিবন্ধিত প্রতিষ্ঠানের জন্য এ ব্যবস্থা প্রযোজ্য হবে।