April 08, 2021
কালের কন্ঠ
জীবন ও জীবিকার সমন্বয় করতে হবে: ফারুক হাসান, জায়ান্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং বিজিএমইএ নেতা
বিশ্বব্যাপী করোনার প্রভাবে ব্যবসা-বাণিজ্য স্মরণকালের একটি খারাপ সময় পার করছে। এই সময়ে জীবনের জন্য যেমন জীবিকার প্রয়োজন, একই সঙ্গে জীবনকেও প্রাধান্য দিতে হবে। একটি অন্যটির পরিপূরক। এ জন্য সতর্কতার সঙ্গে সরকারের বেঁধে দেওয়া স্বাস্থ্যবিধি মেনেই সমন্বিতভাবে সবাইকে কাজ করতে হবে। তবে সংকটেও সম্ভাবনা আছে। অনেকটা যেন আঁধারের পর আলো। তাই সংকট উত্তরণে উদ্যোগ নিতে হবে। সরকারি-বেসরকারি খাতকে একসঙ্গে কাজ করতে হবে। কার্যাদেশ পাওয়ার জন্য ক্রেতাদের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে দিতে হবে। কারখানাগুলো আরো সুন্দর ও সুষ্ঠুভাবে চালাতে হবে। সরকারের বেঁধে দেওয়া স্বাস্থ্যবিধি মেনেই কারখানা চালাতে হবে। তবেই জীবন ও জীবিকার সমন্বয় থাকবে।
The Financial Express
US-Bangladesh Business Council launched
US-Bangladesh Business Council was launched Wednesday by The U.S. Chamber of Commerce. It was inaugurated during the Prime Minister of Bangladesh Sheikh Hasina govt’s celebration of Bangladesh's 50th Year of Independence and to mark the birth centenary of Bangabandhu Sheikh Mujibur Rahman, said a statement. With the presence of Senior Government officials, Business Community, Industry Leaders of U.S. and Bangladesh, the event explored the progress and potential of the economic, trade, commercial and investment relationship between US and Bangladesh.
অর্থসূচক
দেশে প্রথম গ্রিন বন্ডের অনুমোদন
দেশে প্রথম গ্রিন বন্ডের অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশন সাজেদা ফাউন্ডেশনের ১০০ কোটি টাকার গ্রীণ বন্ড অনুমোদন দিয়েছে। বুধবার কমিশনের ৭৬৯ তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। জানা গেছে, সাজিদা ফাউন্ডেশনের ১০০ কোটি টাকার দুই বছর মেয়াদী আনসিকিউরড, নন-কনভারটিবল, সম্পূর্ণরূপে অবসায়নযোগ্য প্রথম গ্রিন জিরো কপন বন্ডের প্রস্তাব অনুমোদন করা হয়েছে বিএসইসির কমিশন সভায়। বন্ডটি আর্থিক প্রতিষ্ঠান ইন্সুরেন্স কোম্পানি, কর্পোরেট ও উচ্চ সম্পদশালী ব্যক্তিদের প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।
দৈনিক ইত্তেফাক
শিল্পাঞ্চলে গ্যাসের তীব্র সংকট, বিপুল ক্ষতির মুখে উদ্যোক্তারা
গাজীপুর, নারায়ণগঞ্জ ও সাভারের বিভিন্ন শিল্প এলাকায় গ্যাসের তীব্র সংকটে শিল্পোত্পাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কোনো কোনো এলাকায় গত প্রায় এক মাস ধরে এ সমস্যা চললেও তা সমাধানের কার্যকর উদ্যোগ নেই। উপরন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে দায় এড়ানোর অভিযোগও উঠেছে। উদ্যোক্তারা জানিয়েছেন, যেখানে শিল্প কারখানায় স্বাভাবিক গ্যাসের চাপ ২০ পিএসআইয়ের ওপরে থাকার কথা, সেখানে তা নেমে এসেছে দুই-তিন পিএসআইতে। এ অবস্থায় প্রতিদিন ছোট-বড় স্পিনিং, উইভিং, ডায়িং, প্রিন্টিং, ফিনিশিং মিলের পাশাপাশি অন্যান্য খাতের কারখানায় উত্পাদন মারাত্মকভাবে কমে গেছে। এ পরিস্থিতিতে নিজেদের উদ্বেগের কথা জানিয়ে বিটিএমএ দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়ে গতকাল তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালককে চিঠি পাঠিয়েছে।
কালের কন্ঠ
বেপজার সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী পাকিস্তান
ইপিজেডে পাকিস্তানি বিনিয়োগ বাড়াতে বেপজার সঙ্গে যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী। গতকাল বুধবার ঢাকায় বেপজা কমপ্লেক্স পরিদর্শনকালে এ কথা জানান হাইকমিশনার। ইমরান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বেপজা আরো সাফল্য লাভ করবে।’ বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মো. নজরুল ইসলাম পাকিস্তানের হাইকমিশনারকে তাঁর অফিসে স্বাগত জনিয়ে ইপিজেডের সার্বিক কর্মকাণ্ড, শ্রমিকদের অধিকার ও সুবিধা এবং অন্যান্য অপারেশনাল বিষয়ে তাঁকে অবহিত করেন।
দৈনিক ইত্তেফাক
বাণিজ্যিক সংগঠনগুলোর নির্বাচন আয়োজনের সময় শিথিল
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে বাণিজ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্ত বাণিজ্যিক সংগঠনগুলোর নির্বাচনের সময় শিথিল করেছে সরকার। সমিতিগুলো বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন আগামী ডিসেম্বর পর্যন্ত পেছাতে পারবে। তবে কেউ চাইলে চলমান তপশিল অনুযায়ী নির্বাচন প্রক্রিয়া চালাতে পারবে। বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত দুই দফা বিজ্ঞপ্তি জারি করা হয়।
The Business Standard
FBCCI election 5 May
The commerce ministry has said the Federation of Bangladesh Chambers of Commerce and Industry (FBCCI) will hold an election on 5 May as per the announced schedule. Earlier, on Tuesday, the commerce ministry said in an order that taking the Covid-19 situation into account, trade organizations would be allowed to hold elections by 31 December this year.
বণিক বার্তা
এফবিসিসিআই নির্বাচন: প্রার্থীদের ঋণখেলাপি তথ্য যাচাই করছে বাণিজ্য মন্ত্রণালয়
শীর্ষ বাণিজ্য সংগঠন এফবিসিসিআই নির্বাচনে পরিচালক প্রার্থীদের ঋণখেলাপি তথ্য যাচাই শুরু করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এ-সংক্রান্ত কেন্দ্রীয় ব্যাংকের সিআইবি প্রতিবেদন চেয়ে গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর একটি চিঠি পাঠিয়েছে মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সৈয়দা নাহিদা হাবিবা স্বাক্ষরিত ৭ এপ্রিলের চিঠিতে বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, এফবিসিসিআই পরিচালনা পর্ষদের ২০২১-২৩ মেয়াদে নির্বাচন আগামী ৫ মে অনুষ্ঠিত হবে। এফবিসিসিআইয়ের সংঘবিধির ১৫(সি) ধারা মোতাবেক এফবিসিসিআই নির্বাচনে ঋণখেলাপিদের অংশগ্রহণ নিষিদ্ধ রয়েছে, যা অনুসরণে প্রার্থীদের ঋণখেলাপি-সংক্রান্ত তথ্যাদি যাচাই করা প্রয়োজন।
যুগান্তর
খেলাপি ঋণ মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ সেল
ঋণখেলাপিদের বিরুদ্ধে আইনি লড়াই চালাতে এবং দ্রুত মামলার নিষ্পত্তি করতে একটি বিশেষ সেল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এ সেল থেকে নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের ঋণখেলাপিদের করা মামলাসংক্রান্ত জটিলতা নিরসনে কাজ করা হবে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে বিভিন্ন রিট, মামলা ও উকিল নোটিশের জবাবও দেয়া হবে এই সেল থেকে। ইতোমধ্যে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে। পরিপত্রে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের নির্দেশে ১ এপ্রিল আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের অধীনে ‘লিগ্যাল অ্যাফেয়ার্স সেল’ নামে একটি নতুন সেল গঠন করা হয়েছে।
The Daily Star
Cambodia starts vaccinating textile factory workers
Cambodia started on Wednesday to vaccinate workers in its textile industry, concentrating on the $7 billion backbone of its economy to help jump-start a post-pandemic recovery. Cambodia still has one of the world's smallest coronavirus caseloads, but an outbreak that started in late February has led to its first 22 COVID-19 deaths and a five-fold increase in total cases to 2,915.