BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

July 28, 2022

uploads/trade_daily/digest_photo_Bonikbarta_tomo__1658983564.jpg
বণিক বার্তা
আগামী দশকের মধ্যে একটি শক্তিশালী ডি৮ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সফল ডি৮-এর জন্য গুরুত্বপূর্ণ হলো অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির (পিটিএ) বাস্তবায়ন। এটি আমাদের ব্যবসার সম্ভাবনা এবং সুযোগগুলো ত্বরান্বিত করতে সাহায্য করবে। আগামী দশকে আমাদের লক্ষ্য হওয়া উচিত ১২৯ বিলিয়ন ডলার থেকে ডি৮ দেশগুলোর মধ্যকার বাণিজ্য দ্বিগুণ করা। আমরা যদি এখনই এ প্রক্রিয়া শুরু করি, তাহলে এ সময়ের মধ্যে একটি শক্তিশালী ডি৮ অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তুলতে সক্ষম হব। গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত অর্থনৈতিক সহযোগিতামূলক আন্তর্জাতিক জোট ডি৮-এর মন্ত্রী পর্যায়ের ২০তম অধিবেশনের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন সরকারপ্রধান।
uploads/trade_daily/digest_photo_BDNews_BD_edit__1658983564.jpg

bdnews24
Bangladesh's garments exporters brace for slowdown after Walmart warning Walmart, a US bellwether for the retail sector that caters to cost-conscious shoppers, cut its full-year profit forecast on Monday and pledged to reduce prices of clothing and general merchandise more aggressively than it did in May to reduce a spring backlog. "Orders have slowed down," said Faruque Hassan, president of BGMEA."Western countries are raising bank interest rates. That's why people are giving priority to food and mortgages. Demand for clothing is less. This will hamper our export." "Of course there are some price cuts, some discounting and some orders on hold - it's a part of business," said Abdus Salam Murshedy, managing director of the Envoy Group that sells to Walmart, VF Corp VFC.N, Zara, American Eagle Outfitters AEO.N and others. "It will depend on the war, how long it lasts. Our growth will be challenged. We will have to become more efficient, automate more."

uploads/trade_daily/digest_photo_B_I_Average_eit__1658983564.jpg

The Business Insider
Average apparel exports in July declines $20mn daily Apparel exporters of the country saw an unexpectedly low export in the first month of the new fiscal year due to the looming global stagflation. In the first 25 days of July 2022, Bangladesh fetched $2.58 billion from apparel exports, down from over $4 billion in June, according to data from the Bangladesh Garment Manufacturers and Experts Association (BGMEA). "Our apparel exports grew very fast in the last fiscal year, but July’s export made us concerned," Shahidullah Azim, vice president of BGMEA, told Business Insider Bangladesh on Wednesday. He said: Export declined at least an average of $20 million to $100 million per day in July.

uploads/trade_daily/digest_photo_FE_55__1658983564.jpg

The Financial Express
55pc US apparel buyers want to increase sourcing from Bangladesh: Study A recent US study has suggested that top American apparel buyers are more interested in sourcing their products from Bangladesh than from Vietnam, Indonesia, China, Cambodia and other competitors in the course of the next two years. The news came on the back of the Reuters report which suggested that Bangladeshi garment manufacturers have been bracing for a slowdown as sales at key customers such as Walmart are hit by a spike in inflation, reports bdnews24.com citing Apparel Resources.

uploads/trade_daily/digest_photo_T_F__1658983564.jpg

Textile Focus
Crony Group achieves Compliance award by Tom Tailor Bangladesh-based one of the largest apparel manufacturers and exporters, Crony Group achieved Compliance Award from German Buyer Tom Tailor. For 10 years, Crony Group is working with Tom Tailor successfully and they are the biggest knit supplier in BD. In 2019. Crony also achieved another award for costing and now its compliance audit for 2021. Neela Hosna Ara, Chairman, and AH Aslam Sunny, Managing Director of Crony Group, received this prestigious award from Ms. Kicki (Country Manager) and Mr. Sabbir (BU Head) Tom Tailor. Our Crony family always maintains 100% Compliance issues like social, environmental, Friendly working areas, and sustainability. As a result, we achieved honor from German Buyer Tom Tailor, said Neela Hosna Ara, Chairman, Crony Group and Director, BGMEA.

uploads/trade_daily/digest_photo_P_Alo_monda_edit__1658983564.jpg

প্রথম আলো
রয়টার্সের প্রতিবেদন: বিশ্বজুড়ে মন্দার আশঙ্কা বাড়ছে বিশ্বজুড়ে বাড়ছে মূল্যস্ফীতি। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়িয়ে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংকগুলো। ঋণের সুদ বাড়লে ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে ঋণ গ্রহণের হার কমবে—এই রীতির আলোকে চলছে সুদহার বৃদ্ধির হিড়িক। বিশ্বব্যাপী অর্থনীতির সূচকগুলো নিম্নমুখী। জীবনযাত্রার উচ্চ ব্যয় অন্ধকারে ঠেলে দিচ্ছে অর্থনীতিকে। এ অবস্থায় সামগ্রিকভাবে বিশ্ব অর্থনীতি বড় ধরনের মন্দার দিকে যাচ্ছে বলে মনে করছেন অর্থনীতিবিদেরা। রয়টার্সের একটি প্রতিবেদন অনুসারে, চলতি মাসে যুক্তরাষ্ট্রে ব্যবসায়িক কার্যক্রম সংকুচিত হয়েছে। বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে এ সংকোচন প্রায় দুই বছরের মধ্যে প্রথম। ইউরো অঞ্চলের কার্যক্রম এক বছরের বেশি সময়ের মধ্যে এই প্রথম পিছিয়েছে। এ সময়ে যুক্তরাজ্যে ব্যবসায়িক কার্যক্রমের প্রসার হলেও তা ১৭ মাসের মধ্যে সর্বনিম্ন। পারচেজিং ম্যানেজারস ইনডেক্সে (পিএমআই) এ তথ্য উঠে এসেছে।

uploads/trade_daily/digest_photo_KK_Amcham__1658983564.jpg

কালের কন্ঠ
অ্যামচেমের আলোচনায় বক্তারা: লজিস্টিক সেবার উন্নতিতে ২০% বাড়বে রপ্তানি দেশের লজিস্টিক খাতের উন্নয়ন করা গেলে বিদ্যমান রপ্তানি আরো ২০ শতাংশ বাড়ানো সম্ভব বলে মনে করেন এ খাতের বিশেষজ্ঞরা। এ জন্য বন্দরে কনটেইনার জট কমানো, লজিস্টিক খরচ কমানোসহ বাণিজ্যিক পরিবহনে দক্ষতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন তাঁরা।‘বাংলাদেশের লজিস্টিক খাত সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক আলোচনায় বক্তারা এসব কথা বলেন। গতকাল বুধবার রাজধানীর শেরাটন হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।

uploads/trade_daily/digest_photo_DS_BD__1658983564.jpg

The Daily Star
Bangladesh moves to join RCEP Bangladesh has taken up the initiative to join Regional Comprehensive Economic Partnership (RCEP) to retain duty benefits once it makes the United Nations status graduation from a least developed country to a developing one in 2026. An inter-ministerial meeting agreed that the county will join the RCEP, an agreement comprising the world's largest trade bloc led by China, if an opportunity is created after negotiations, said the commerce ministry.

uploads/trade_daily/digest_photo_Bonikbarta_bb__1658983564.jpg

বণিক বার্তা
দেশে আসছে না বড় অংকের রফতানি আয়: বাংলাদেশ ব্যাংক কার্যকর পদক্ষেপ নিক রফতানি আয় প্রত্যাবাসনে বাংলাদেশ ব্যাংকের বেশকিছু নিয়ম, শর্ত ও নির্দেশনা রয়েছে। বিদ্যমান নিয়মে রফতানি পণ্য জাহাজীকরণের পর নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থ দেশে আনতে হয়। কারো অর্থ না এলে তিনি নগদ সহায়তা ও ব্যাংকিং সুবিধা পান না। কিন্তু নিয়মটি খুব বেশি কড়াকড়ি করে পালন করা হয় না। তাছাড়া রফতানির আড়ালে দেশ থেকে অর্থ পাচার ঠেকাতে রফতানি পণ্যবাহী যানগুলো ট্র্যাকিং ও স্ক্রিনিং করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রফতানি পণ্য পাঠাতে ব্যবহূত জাহাজ ও কনটেইনারের ওপর বিশেষ নজর দিতে বৈদেশিক লেনদেনে জড়িত অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে এসব নির্দেশনা দেয়া হয়েছে। এসব পদক্ষেপেও সুফল মিলছে না। এক্ষেত্রে রফতানি আয়ের প্রকৃত হিসাব পেতে সেন্ট্রাল ডাটাবেজ তৈরি করা যেতে পারে, যাতে বাংলাদেশ ব্যাংক, এনবিআর, ইপিবি ও উদ্যোক্তাদের তথ্য সন্নিবেশ ও যাচাইয়ের সুবিধা থাকবে। তবে প্রতিটি ইস্যুই যথাযথভাবে যাচাই হতে হবে।

uploads/trade_daily/digest_photo_P_Ao_BD_edit__1658983564.jpg

প্রথম আলো
বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত আইএমএফ: রয়টার্স সংকট কাটাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে ঋণ চেয়েছে বাংলাদেশ। এ বিষয়ে দাতা সংস্থাটির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। তবে আইএমএফের এক মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বাংলাদেশকে সহায়তা দিতে প্রস্তুত তারা।

uploads/trade_daily/digest_photo_Samakal_10_edit__1658983564.jpg

সমকাল
১০ বিলিয়ন ডলার ছাড়াল বৈদেশিক ঋণ ও অনুদান নতুন মাইলফলকে পৌঁছাল উন্নয়ন সহযোগীদের অর্থ ছাড়। গত ২০২১-২২ অর্থবছর বিদেশি ঋণ ও অনুদান প্রথমবারের মতো ১০ বিলিয়ন বা এক হাজার কোটি ডলার ছাড়িয়েছে। এটি আগের অর্থবছরের তুলনায় প্রায় দুই বিলিয়ন ডলার বেশি। ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশকে ৭ দশমিক ৯৬ বিলিয়ন বা ৭৯৬ কোটি ডলারের ঋণ ও অনুদান দিয়েছিল উন্নয়ন সহযোগীরা। গতকাল বুধবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) প্রকাশিত প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।