BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

March 16, 2023

uploads/trade_daily/digest_photo_B_Post_BGMEA-president-and-Lidl-CEO_edt__1678946386.jpg
The Business Post
BGMEA President Faruque Hassan stressed the need for stepping up the collaboration between Bangladesh and “Lidl and Kaufland Asia” to expand business cooperation, on Wednesday. Lidl and Kaufland Asia Chief Financial Officer, Stefan Erhart, paid a courtesy visit to BGMEA president Faruque Hassan, on Wednesday to discuss issues in the BGMEA sector said. During the meeting, they discussed the current business landscape in the RMG industry of Bangladesh, its prospects, challenges and how the industry is working to address the issues.
uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2023-03-16_at_11.38.27_AM__1678946386.jpeg

দৈনিক বাংলা
ভারতে রপ্তানি দেড় বিলিয়ন ডলার ছাড়াল বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ জনসংখ্যার দেশ ভারতে রপ্তানি বাড়ছেই। চলতি ২০২২-২৩ অর্থবছরের আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) পাশের দেশটিতে ১৫২ কোটি ৭৪ লাখ (১.৫৩ বিলিয়ন) ডলারের পণ্য রপ্তানি করেছেন বাংলাদেশের রপ্তানিকারকরা। এই অঙ্ক গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১২ দশমিক ২৩ শতাংশ বেশি। অর্থবছরের বাকি চার মাসে (মার্চ-জুন) রপ্তানি আরও বাড়বে বলে আশার কথা শুনিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, এবার বছর শেষে ভারতে রপ্তানি আড়াই বিলিয়ন (২৫০ কোটি) ডলার ছাড়িয়ে যাবে । বিজিএমইএর সভাপতি ফারুক হাসান বলেন, ‘আমরা প্রচলিত বাজারের পাশাপাশি অপ্রচলিত (নতুন) বাজারেও রপ্তানি বাড়ানোর দিকে জোর দিয়েছি। তারই ইতিবাচক ফল পাওয়া যাচ্ছে। ভারতের পাশাপাশি অন্যান্য অপ্রচলিত বাজারেও আমাদের রপ্তানি বাড়ছে।’ তিনি বলেন, ‘গত অর্থবছরের ধারাবাহিকতায় চলতি অর্থবছরেও ভারতে রপ্তানি আয়ের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে আমাদের জন্য এটা খুবই ভালো।

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2023-03-15_at_2.55.59_PM__1678946386.jpeg

কালবেলা
বৈশ্বিক পোশাকের দুই খেলোয়াড়ের বৈঠক পারস্পরিক বাণিজ্য সুবিধা গ্রহণের জন্য বাংলাদেশ ও ভিয়েতনামের তৈরি পোশাক ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছেন। গতকাল বুধবার ঢাকায় বিজিএমইএর সভাপতি ফারুক হাসানের সঙ্গে ভিয়েতনামের পোশাক ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দলের আলোচনায় তারা এ আশাবাদ ব্যক্ত করেন। এ সময় দুই দেশের ব্যবসায়ীরা পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণে সম্ভাব্য অংশীদারত্ব নিয়ে আলোচনা করেন। উভয়পক্ষই আগামী দিনে বাণিজ্য সম্পর্ক জোরদারে আরও বৈঠক আয়োজনের বিষয়ে ইচ্ছা প্রকাশ করেন।প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত ফাম ভিয়েত চিয়েন। অন্য সদস্যরা হলেন ডো কোওক হাং, ডো ভ্যান ট্রং, ফাম আন ডং, নগুয়েন থি হিয়েন, ফাম থি ফুয়াং হোয়া এবং লে ফুক তিয়েন। বৈঠকে বিজিএমইএর পরিচালক রাজীব চৌধুরী ও উর্মি গ্রুপের চেয়ারম্যান আশফাক আহমেদ উপস্থিত ছিলেন।

uploads/trade_daily/digest_photo_TBS_Water_bgmea_pr__1678946386.jpg

The Business Standard
BGMEA-WaterAid to collaborate on improving workers' health A meeting was held between a WaterAid delegation and BGMEA President Faruque Hassan in Dhaka on 15 March to discuss sustainable water management in the RMG industry of Bangladesh. The delegation included Ruairidh McCarthy, senior strategic partnerships manager, Strategic Parterships, WaterAid; Hannah Kennedy, head of Business Development and Fund Raising, WaterAid Bangladesh Azman Ahmed Chowdhury, head of Business Development and Fund Raising, WaterAid Bangladesh and Solveig Berntsen, Strategic Partnerships Manager, WaterAidSweden. Ambassador of Denmark to Bangladesh Winnie Estrup Petersen hosted the meeting at her residence, which was also attended by Anders Karlsen, Deputy Head of Mission, and Ali Asraf Khan, Suppply chain specialist at the Embassy of Denmark in Bangladesh.

uploads/trade_daily/digest_photo_B_Proti__1678946386.jpg

প্রতিদিনের বাংলাদেশ
এইও তালিকাভুক্তির প্রক্রিয়া সহজ চায় বিজিএমইএ বাণিজ্য সহজীকরণ এবং পণ্য খালাস প্রক্রিয়া দ্রুততর করার লক্ষ্যে চালান কায়িক পরীক্ষা ছাড়াই সরাসরি খালাস প্রদানের জন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অথোরাইজড ইকনোমিক অপারেটর (এইও) সুবিধা চালু করেছে। তবে এই সুবিধা গ্রহণের ক্ষেত্রে জটিল শর্ত আরোপের ফলে অনেকেই এই সুবিধার বিপরীতে যোগ্যতা অর্জন করতে সক্ষম হচ্ছে না বলে মনে করে বিজিএমইএ। আবেদন প্রক্রিয়া ও শর্তগুলো সহজীকরণ চেয়ে এনবিআরকে চিঠি দিয়েছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।

uploads/trade_daily/digest_photo_Samakal_BD__1678946386.jpg

সমকাল
বাংলাদেশে বিনিয়োগে যুক্তরাষ্ট্র এক নম্বরে আছে, ভবিষ্যতেও থাকবে: পিটার হাস বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এক নম্বরে আছে এবং ভবিষ্যতেও এই স্থান ধরে রাখবে। এ কথা বলেছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত পিটার হাস। তিনি বলেন, ‘আমরা বাংলাদেশে বিদেশি বিনিয়োগে নম্বর ওয়ান। আগামীতেও আমাদের বিনিয়োগের এই ধারা অব্যাহত থাকবে। আমরা এ দেশে বিদেশি বিনিয়োগে এক নম্বরই থাকবো।’ বুধবার নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ইউনিক মেঘনাঘাট পাওয়ার লিমিটেডের (ইউএমপিএল) ৫৮৪ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন গ্যাসভিত্তিক কম্বাইন্ড সাইকেলের বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে গিয়ে মার্কিন রাষ্ট্রদূত এ কথা বলেন।

uploads/trade_daily/digest_photo_Bonikbarta_green__1678946386.jpeg

বণিক বার্তা
পরিবেশবান্ধব সবুজ শিল্পায়নের জন্য কাজ করছি: শিল্পমন্ত্রী পরিবেশবান্ধব সবুজ শিল্পায়নের জন্য শিল্প মন্ত্রণালয় করছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাকে বাস্তবে রূপদানে শিল্প মন্ত্রণালয় পরিবেশবান্ধব সবুজ শিল্পায়নের জন্য কাজ করে যাচ্ছে।বুধবার রাজধানীর সিক্স সিজন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। দেশের নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন এবং নারী-উদ্যোক্তা সংগঠনকে শক্তিশালী করতে এসএমই ফাউন্ডেশন এবং ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারের (আইটিসি) সমঝোতা চুক্তি স্বাক্ষর উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসএমই ফাউন্ডেশনের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান এবং আইটিসি’র পক্ষে টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক বাণিজ্য বিভাগের পরিচালক ফিওনা শেরা সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।

uploads/trade_daily/digest_photo_Samakal_latin__1678946386.jpg

সমকাল
বাংলাদেশ ও লাতিন আমেরিকার মধ্যে বাণিজ্য বাড়াতে সমঝোতা বাংলাদেশের সঙ্গে লাতিন আমেরিকাভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। এই উদ্যোগের অংশ হিসেবে লাতিন আমেরিকা-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এলএবিসিসিআই) ও  বিডার মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। বুধবার ঢাকার আগারগাঁওয়ে বিডার সম্মেলন কক্ষে এ সমঝোতা স্মারক সই হয়। এতে সভাপতিত্ব করেন বিডার নির্বাহী সদস্য (অতিরিক্ত সচিব) মো. মতিউর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এলএবিসিসিআইর সভাপতি মো. আনোয়ার শওকাত আফসার, বাংলাদেশে ব্রাজিল দূতাবাসের কমার্শিয়াল স্পেশালিস্ট নাহিদ ফেরদৌসী।

uploads/trade_daily/digest_photo_Banglanews_Liddle__1678946386.jpg

বাংলা নিউজ২৪
লিডল’কে বাংলাদেশে ব্যবসা বাড়ানোর অনুরোধ বিজিএমইএ’র জার্মান পোশাক ব্র্যান্ড লিডল’কে বাংলাদেশে ব্যবসা বাড়ানো এবং রিসার্চ সেন্টারে সহায়তা করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। লিডল এবং কাউফল্যান্ড এশিয়া-এর প্রধান অর্থনৈতিক কর্মকর্তা (সিএফও) স্টিফেন এরহার্ট বুধবার (১৫ মার্চ) ঢাকার উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে সাক্ষাৎ করতে এলে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান এ অনুরোধ জানান। বৈঠকে তারা বাংলাদেশের পোশাক শিল্পের বর্তমান ব্যবসায়িক প্রেক্ষিত, সম্ভাবনা ও চ্যালেঞ্জ এবং সমস্যা সমাধানে পোশাক শিল্প কীভাবে কাজ করছে, তা নিয়ে আলোচনা করেন।

uploads/trade_daily/digest_photo_B_post_China_edit__1678946386.jpg

The Business Post
China will keep duty free access for post-LDC Bangladesh: Envoy Bangladesh will continue to enjoy “Zero-Tariff” access in the Chinese market after finally graduating from the least developed country (LDC) status in 2026, Chinese ambassador Yao Wen has said. Responding to journalists at an event titled “Spring Dialogue with China,” organised by the Chinese Embassy in Dhaka on Tuesday evening, he added, “The arrangement of 98 per cent duty free and quota free access for Bangladesh in China became effective in September last year.

uploads/trade_daily/digest_photo_D_sun_BD_Viet_edit__1678946386.jpg

The Daily Sun
Bangladesh-Vietnam eyes collaboration for mutual trade benefits A business delegation of Vietnamese led by Pham Viet Chien, Ambassador of Vietnam to Bangladesh, today called on Faruque Hassan, President of the BGMEA to discuss business opportunities and potential partnerships to promote mutual trade growth. Other members of the delegation were-Do Quoc Hung, Deputy Director-General, Asia -Africa Market Department, Do Van Trong, Executive Board, Pham Anh Dong, Managing Director, Viet Giang Garment Jsc, Ms. Nguyen Thi Hien, Director, Vietnam Textile & Garment Sustainable Development Solutions Ltd. Co, Ms. Pham Thi Phuong Hoa, Director, Hung Yen Garment Corporation - Joint Stock Company and Le Phuc Tien, Director, Bac Giang LGG Garment Corporation Jsc. BGMEA Director Rajiv Chowdhury and Urmi Group Chairman Ashfaque Ahmed were also present at the meeting, said a press release.

uploads/trade_daily/digest_photo_ittefaq_Banijjo__1678946386.jpg

দৈনিক ইত্তেফাক
বাণিজ্যসুবিধা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ভিয়েতনাম বিজিএমইএ-র সভাপতি ফারুক হাসানের সঙ্গে ভিয়েতনামের পোশাক ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে তারা বিভিন্ন বাণিজ্য সুযোগ ও পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণে সম্ভাব্য অংশীদারিত্ব নিয়ে আলোচনা করেন। প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত ফাম ভিয়েত চিয়েন। গতকাল বুধবার এ বৈঠক অনুষ্ঠিত হয়। ভিয়েতনাম প্রতিনিধিদলের এ সফরটি ছিল মূলত দক্ষিণ এশিয়ার দেশ দুটির মধ্যে বাণিজ্য সম্ভাবনাকে কাজে লাগাতে পোশাক খাতে বিজনেস টু বিজনেস সংযোগ স্থাপন ও সহযোগিতা সম্প্রসারণের দিকে একটি পদক্ষেপ গ্রহণ।

uploads/trade_daily/digest_photo_N_Age_First__1678946386.jpg

The New Age
First 100pc recycled textile fashion brand launched in Dhaka Re/DRESS, designed and made in Bangladesh, is available as of 15 March at FRIENDSHIP COLOURS OF THE CHARS, YELLOW and soon at the TAAGA shop-in-shop inside Aarong Tejgaon multi-brand outlet. Re/DRESS is a unisex collection made from soft, breathable woven and knit textile produced in Bangladesh from plastic bottles and cotton waste, said a press release on Wednesday. Re/DRESS is a social enterprise—all profits promote responsible fashion. The brand has been designed to promote Bangladesh as one of the largest cotton recycling hubs in the world.