BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

June 04, 2023

uploads/trade_daily/digest_photo_JNEWS_24__1685858762.jpg
জাগো নিউজ২৪
প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে পোশাক রপ্তানিতে নগদ সহায়তার ওপর ১০ শতাংশ কর প্রত্যাহার চায় দেশের তৈরি পোশাকশিল্প মালিক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ। সংগঠনের নেতারা বলছেন, যেহেতু নগদ সহায়তা কোনো ব্যবসায়িক আয় নয়, তাই এ সহায়তার অর্থকে করের আওতার বাইরে রাখাই যুক্তিসঙ্গত। বিজিএমইএ’র প্রস্তাবিত বাজেট বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি ফারুক হাসান এ কথা জানান। রাজধানীর তেজগাঁওয়ে আজিজ গ্রুপের কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলন করা হয়। এ সময় বিজিএমইএ’র সহ-সভাপতি শহিদুল্লাহ আজিমসহ পোশাকশিল্প উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
uploads/trade_daily/digest_photo_BD_Post__1685858762.jpg

The Bangladesh Post
BGMEA seeks govt policy support to achieve high growth vision of the industry Apparel sector leaders have sought the required policy support from the government to meet the high growth vision of the industry. BGMEA President Faruque Hassan made the call while visited Salman Fazlur Rahman MP, Private Industry and Investment Advisor to the Prime Minister, in Dhaka recently. BGMEA Director M. Ahsanul Hoq, Chair of BGMEA Standing Committee on Trade Fair Mohammed Kamal Uddin, Chair of BGMEA Standing Committee on Schedule Bank Md. Israfil Atique and Chair of BGMEA Standing Committee on Challenged Industry Md. Anisur Rahman were also present at the meeting.

uploads/trade_daily/digest_photo_TBS_Budget__1685858762.jpg

The Business Standard
Budget lacks directives for RMG sector: BGMEA president BGMEA President Faruque Hassan said that the proposed budget for the 2023-24 FY lacks specific directives for the export-oriented textile and ready-made garment (RMG) sector.During a post-budget reaction press conference in the capital, he said the sector proposed to reintroduce a 0.5% source tax on export, which was implemented in FY22, and fix it for the next five years. Furthermore, the president of BGMEA thanked the prime minister for several proposals including the reduction of the total tax incidence to 15% on container imports, the waiver of VAT on waste fabrics, the introduction of new HS codes to facilitate technological advancement, and the establishment of a new customs office at the export processing zone to streamline the export and import processes.Meanwhile, Syed Nazrul Islam, first vice president of BGMEA, stated that the proposed budget aims to promote the establishment of export-oriented information technology-based and environmentally friendly industries, with a focus on the development of the export-oriented industrial sector.

uploads/trade_daily/digest_photo_P_Alo_Source_edit__1685858762.jpg

প্রথম আলো
প্রতিক্রিয়া: উৎসে করে পাঁচ বছর ছাড় চায় বিজিএমইএ চলমান সংকটময় পরিস্থিতি বিবেচনায় নিয়ে উৎসে কর আগামী ৫ বছরের জন্য শূন্য দশমিক ৫০ শতাংশ করার দাবি জানিয়েছে তৈরি পোশাক খাতের ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ। বর্তমানে এ হার ১ শতাংশ। গতকাল শুক্রবার তেজগাঁও বাণিজ্যিক এলাকায় ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এই দাবি জানানো হয়।

uploads/trade_daily/digest_photo_D_mail__1685858762.jpg

ঢাকা মেইল
পাঁচ বছর পর্যন্ত উৎসে কর দশমিক ৫ শতাংশ করার দাবি চলমান সংকটময় পরিস্থিতি বিবেচনায় আগামী পাঁচ বছর পর্যন্ত উৎসে কর দশমিক ৫ শতাংশ করার দাবি জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির সভাপতি ফারুক হাসান। বিজিএমইএ সভাপতি বলেন, ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে পোশাক খাতে অগ্রাধিকার ভিত্তিতে সহায়তা খুবই জরুরি। পোশাক শিল্পের উন্নয়নের মাধ্যমে অর্থনীতিকে বেগবান করে দেশের উন্নয়ন করা সম্ভব। চলমান সংকটময় পরিস্থিতি বিবেচনায় নিয়ে উৎসে কর ২০২১-২২ অর্থবছরের মতো দশমিক ৫ শতাংশ ধার্য করার দাবি জানাচ্ছি। এটি আগামী ৫ বছর পর্যন্ত কার্যকর করার জন্য পুনরায় সরকারের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। রাজধানীর তেজগাঁওয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাজেট পরবর্তী প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।

uploads/trade_daily/digest_photo_D_Tri_Budget__1685858762.jpeg

The Dhaka Tribune
Budget FY24: BGMEA president calls for more focus on RMG sector Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) President Faruque Hassan has urged the government to give greater priority to the textile and readymade garment industries.Mentioning the absence of specific directives in the budget speech for the 2023-24 fiscal year, he highlighted the sector's struggle to survive amidst the ongoing global economic crisis, leading to reduced export earnings. Faruque Hassan made the remarks during a post-budget reaction event organized by BGMEA in the capital city.

uploads/trade_daily/digest_photo_UNBPress_edit__1685858762.jpg

ইউএনবি
শিল্পের প্রবৃদ্ধি ছাড়া ৭.৫% জিডিপি প্রবৃদ্ধি অর্জন অসম্ভব: বিজিএমইএ সভাপতি বর্তমান সংকটকালীন বৈশ্বিক পরিস্থিতিতে সাম্প্রতিক রপ্তানি আয়, রেমিট্যান্স এবং বৈদেশিক মুদ্রা রিজার্ভের নিম্নমুখী ধারায় সরকার আগামী অর্থবছরে ৭ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধির হার অর্জনের লক্ষ্যমাত্রা অর্জনের ঘোষণা দিয়েছে, তা শিল্পের প্রবৃদ্ধি ছাড়া জিডিপি প্রবৃদ্ধির লক্ষমাত্রা অর্জন সম্ভব নয় বলে জানিয়েছেন বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসান ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বাজেটের ইতিবাচক দিক তুলে ধরে তিনি বলেন, এবারের বাজেটের মূল লক্ষ্য হচ্ছে দেশের চলমান উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, উচ্চতর জিডিপি প্রবৃদ্ধি অব্যাহত রাখা ও রাজস্ব বাড়ানো।

uploads/trade_daily/digest_photo_B_Post_No_edit__1685858762.jpg

The Business Post
No guideline on textile, RMG sectors in budget: BGMEA Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) President Faruque Hassan says there are no guidelines on the textile and readymade garment (RMG) sectors in the proposed FY24 budget though those are struggling due to low export earnings caused by the ongoing global economic crisis. He made the comments at a budget reaction programme organised by the BGMEA in the capital. Faruque said remittance and export earnings had declined in the last two months year-on-year while the country’s forex reserves dipped by $18 billion in the last 21 months, though the export sector fetched an additional $14.73 billion during the 21-month period.

uploads/trade_daily/digest_photo_UNB_BD_edit__1685858762.jpg

UNB
Bangladesh working to secure strong position as high-value garments sourcing hub: BGMEA chief Bangladesh is working to secure a strong position as a trusted sourcing hub of high-value garments in the world, said Faruque Hassan, President of Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA).“The transition from volume to value and quantity to quality will not only increase our export earnings but also will enhance image of Bangladesh in the world,” he observed. He made the remarks while addressing at the annual general meeting and get-together of Bangladesh Garments Washing Technologist Foundation (BGWTF) in Dhaka. Md. Abdus Samad, President of BGWTF, presided over the program.

uploads/trade_daily/digest_photo_BD__1685858762.jpg

বাংলাদেশ প্রতিদিন
নগদ সহায়তার ওপর ১০ শতাংশ কর প্রত্যাহার চাই ---- বিজিএমইএ প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে পোশাক রপ্তানিতে নগদ সহায়তার ওপর ১০ শতাংশ কর প্রত্যাহার চায় দেশের তৈরি পোশাকশিল্প মালিক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ। সংগঠনের নেতারা বলছেন, যেহেতু নগদ সহায়তা কোনো ব্যবসায়িক আয় নয়, তাই এ সহায়তার অর্থকে করের আওতার বাইরে রাখাই যুক্তিসংগত। বিজিএমইএর প্রস্তাবিত বাজেট বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি ফারুক হাসান এ কথা জানান। রাজধানীর তেজগাঁওয়ে আজিজ গ্রুপের কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলন করা হয়। এ সময় বিজিএমইএর সহ-সভাপতি শহিদুল্লাহ আজিমসহ পোশাকশিল্প উদ্যোক্তারা উপস্থিত ছিলো।

uploads/trade_daily/digest_photo_Samakal_BGMEA__1685858762.jpg

সমকাল
বাজেটে পোশাক খাতের জন্য সুনির্দিষ্ট দিকনির্দেশনা নেই: বিজিএমইএ প্রস্তাবিত বাজেটে রপ্তানিমুখী বস্ত্র ও তৈরি পোশাক খাতের জন্য সুনির্দিষ্ট কোনো দিকনির্দেশনা পাওয়া যায়নি বলে জানিয়েছে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ। সংগঠনটি বলেছে, পোশাক শিল্পের চলমান সংকট মোকাবিলায় আগামী পাঁচ বছরের জন্য উৎসে কর ০.৫০ শতাংশ বহাল রাখা জরুরি। একই সঙ্গে নগদ সহায়তার ওপর ১০ শতাংশ কর প্রত্যাহার করার আবেদন জানিয়েছে বিজিএমইএ। শুক্রবার রাজধানীতে বাজেট বিষয়ে প্রতিক্রিয়া জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠনটির সভাপতি ফারুক হাসান। এ সময় সংগঠনের সহসভাপতি শহিদুল্লাহ আজিমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

uploads/trade_daily/digest_photo_FE_BGMEA__1685858762.jpg

The Financial Express
BGMEA warns RMG factories against business dealings with Hapa Fashion Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) has issued a warning to its member factories, asking them to refrain from conducting any business dealings with a specific foreign company, namely Hapa Fashion Pvt Ltd. In a circular, the trade body alleged that the company has issued faulty letter of credit (L/C) or work orders to some members, forcing them to purchase essential fabrics, accessories, yarn and other raw materials exclusively from its designated suppliers. Talking to the FE, BGMEA vice president Mr Azim on Saturday said the company's claims are not correct and it is yet to make full payments to the factories, despite making repeated commitments.