BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

September 19, 2023

uploads/trade_daily/digest_photo_B_News__1695119384.jpg
বাংলা নিউজ২৪
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান পোশাক শিল্পের জন্য দ্রুততর ও মসৃণ সেবা প্রদান নিশ্চিত করতে কাস্টমস সংশ্লিষ্ট পদ্ধতিগুলো সহজীকরণ এবং বাধা অপসারণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন। সোমবার (১৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমানের সঙ্গে বৈঠককালে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান বিষয়টি তুলে ধরেন। কাস্টম হাউসে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন বিজিএমইএর প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী, পরিচালক মো. এম মহিউদ্দিন চৌধুরী, পরিচালক এএম শফিউল করিম (খোকন), পরিচালক এম এহসানুল হক, সাবেক পরিচালক অঞ্জন শেখর দাস এবং হেলাল উদ্দিন চৌধুরী, বিজিএমইএ স্ট্যান্ডিং কমিটি অন ট্রেড ফেয়ারের চেয়ারম্যান মোহাম্মদ কামাল উদ্দিন, বিজিএমইএ স্ট্যান্ডিং কমিটি অন ক্যাশ ইনসেনটিভের চেয়ারম্যান হুমায়ুন কবির সেলিম। সভায় উপস্থিত ছিলেন কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার মো. জাকির হোসেন, যুগ্ম কমিশনার তফসীর উদ্দিন ভূঁইয়া প্রমুখ। উপস্থিত ছিলেন চট্টগ্রাম কাস্টম এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি একেএম আখতার হোসেন, সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম ও বন্দর বিষয়ক সম্পাদক লিয়াকত আলী হাওলাদার।
uploads/trade_daily/digest_photo_TBS_Bond__1695119384.jpg

The Business Standard
BGMEA calls for streamlined bond services The Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) has urged the Customs Bond Commissionerate in Chattogram to enhance the speed and simplicity of custom bond-related services to boost the competitiveness of the RMG industry. The call was made when a delegation of BGMEA, headed by President Faruque Hassan, held a meeting with AKM Mahbubur Rahman, Commissioner of Customs Bond Commissionerate, Chattogram. BGMEA First Vice President Syed Nazrul Islam, Vice President Rakibul Alam Chowdhury, former First Vice President Moinuddin Ahmed Mintu, Directors AM Shafiul Karim (Khokon) and M Ahsanul Hoq, former Directors Helal Uddin Chowdhury, Anjan Shekhar Das, Khondaker Belayet Hossain, Mohammad Atique and, Chair of BGMEA Standing Committee on Trade Fair Mohammed Kamal Uddin, and Chair of BGMEA Standing Committee on Cash Incentive Humayun Kabir Salim were present at the meeting held at the Customs Bond Commissionerate office in Chattogram. The meeting was also attended by Joint Commissioners Kamona Sheesh and Md. Mizanur Rahman, Deputy Commissioners Tapan Chandra Dey, Suman Chakma and Mohammad Kawsar Alam Patwary.

uploads/trade_daily/digest_photo_FE_CPA__1695119384.jpg

The Financial Express
BGMEA urges Chattogram Port Authority to continue capacity development efforts The Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) has called for enhancing the capacity of the Chittagong Port in line with the growing demand of export-import sector of Bangladesh, particularly the export-oriented readymade garment industry. The trade association also laid emphasis on enhancing the port efficiency to handle export-import cargoes within the shortest possible time to reduce lead times, reports UNB. BGMEA President Faruque Hassan made the call during a meeting with Chairman of Chittagong Port Authority (CPA) Rear Admiral Mohammad Sohail.BGMEA First Vice President Syed Nazrul Islam, Vice President Rakibul Alam Chowdhury, Directors A.M. Shafiul Karim (Khokon), M. Ahsanul Hoq, former Directors Helal Uddin Chowdhury and Anjan Shekhar Das, and, Chair of BGMEA Standing Committee on Trade Fair Mohammed Kamal Uddin, and Chair of BGMEA Standing Committee on Cash Incentive Humayun Kabir Salim were also present at the meeting held at CPA office in Chattogram on September 18. Commodore Mohammad Mahbubur Rahman, Member (Engineering); Md Habibur Rahman, Joint Secretary, Member (Admin and Planning); Commodore M Fazlar Rahman, Member (Harbour and Marine); Mohammad Shahidul Alam, Additional Secretary, Member (Finance); and other high officials of the CPA were present at the meeting.

uploads/trade_daily/digest_photo_BSS_Cutom_House__1695119384.jpg

BSS
BGMEA urges Custom House to make services faster, simpler Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) President Faruque Hassan today called for simplifying customs-related procedures and removing all obstacles to facilitate faster and smoother services for the RMG sector.The BGMEA president made the call while leading a delegation in a meeting with Mohammad Fyzur Rahman, Commissioner of Custom House, Chattogram.BGMEA First Vice President Syed Nazrul Islam, Vice President Rakibul Alam Chowdhury, Directors Md. M. Mohiuddin Chowdhury, A.M. Shafiul Karim (Khokon) and M. Ahsanul Hoq, former Directors Anjan Shekhar Das and Helal Uddin Chowdhury, Chair of BGMEA Standing Committee on Trade Fair Mohammed Kamal Uddin, and Chair of BGMEA Standing Committee on Cash Incentive Humayun Kabir Salim were present at the meeting held at the Custom House in Chattogram. Md. Zakir Hossain, Additional Commissioner, Tafsir Uddin Bhuiyan, Joint Commissioner and other high officials of the Custom House, Chattogram were also present at the meeting which was attended by President of Chattogram Custom Agents Association AKM Akhtar Hossain, Secretary General Kazi Mahmud Imam and port related secretary Liakat Ali Howlader.

uploads/trade_daily/digest_photo_Bonikbarta_CTG__1695119385.jpg

বণিক বার্তা
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির আহ্বান বিজিএমইএর বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) বাংলাদেশের রফতানি-আমদানি খাত, বিশেষ করে রফতানিমুখী তৈরি পোশাক শিল্পের ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর জন্য আহ্বান জানিয়েছে। বাণিজ্য সংগঠনটি লিড টাইম কমাতে স্বল্পতম সময়ের মধ্যে রফতানি-আমদানি কার্গো পরিচালনা করার জন্য বন্দরের দক্ষতা বাড়ানোর ওপরও জোর দিয়েছে। গতকাল বিজিএমইএ সভাপতি ফারুক হাসান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েলের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান। বিজিএমইএ সভাপতির নেতৃত্বে বিজিএমইএর একটি প্রতিনিধি দল কাস্টমস বন্ড কমিশনারেট, চট্টগ্রামের একেএম মাহবুবুর রহমান সঙ্গে বৈঠককালে এ আহ্বান জানানো হয়। গতকালের সভায় কাস্টমস বন্ড কমিশনারেট, চট্টগ্রামের পক্ষে যুগ্ম কমিশনার কামনাশীষ, যুগ্ম কমিশনার মো. মিজানুর রহমান, উপকমিশনার তপন চন্দ্র দে, উপকমিশনার সুমন চাকমা এবং উপকমিশনার মোহাম্মদ কাওসার আলম পাটওয়ারি উপস্থিত ছিলেন।

uploads/trade_daily/digest_photo_S_Alo_dengu__1695119385.jpg

সময়ের আলো
পোশাক কারখানায় ডেঙ্গু প্রতিরোধে নির্দেশনা দেশে ভয়াবহ আকার ধারণ করছে ডেঙ্গু। শহর থেকে গ্রাম পর্যন্ত বিস্তৃতি লাভ করেছে ডেঙ্গু। এ জন্য ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা নিতে কারখানার মালিকদের নির্দেশ দিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)। বিজিএমইএ সভাপতি ফারুক হাসান স্বাক্ষরিত একটি চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।বিজিএমইএর সদস্যদের উদ্দেশে চিঠিতে বলা হয়, আপনি হয়তো জানেন যে, বাংলাদেশে ডেঙ্গু সংক্রমণের হার সবচেয়ে বেশি থাকে এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত। গত এক দশকের মধ্যে এ বছরের জুলাই মাসে দেশে সর্বোচ্চ ডেঙ্গু সংক্রমণ হয়েছে।

uploads/trade_daily/digest_photo_Bonik_mamata__1695119385.jpg

বণিক বার্তা
পোশাক পণ্যের বৈশ্বিক জায়ান্ট জারাকে আমন্ত্রণ : পশ্চিমবঙ্গকে গার্মেন্ট হাব বানাতে চায় মমতা বানার্জি বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ড জারা। এর মালিকানায় রয়েছে স্প্যানিশ কোম্পানি ইন্ডিটেক্স। ২০১৯ সালে অনুষ্ঠিত বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে বহুজাতিক এ জায়ান্টের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের একটি পিইউ কারখানা স্থাপনের আলোচনার সূত্রপাত হয়। পরবর্তীতে এর ধারাবাহিকতায় চলতি মাসে জারা’র সঙ্গে বৈঠক করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৈঠকে বহুজাতিক এ জায়ান্টকে জমি ও অন্যান্য সুযোগ-সুবিধার আশ্বাস দিয়েছেন তিনি। চলতি বছরের বড়দিনের আগেই উৎপাদন শুরু হবে বলে আশা মুখ্যমন্ত্রীর। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, পশ্চিমবঙ্গে পোশাক খাত কেন্দ্রিক নতুন ম্যানুফ্যাকচারিং হাব গড়ে তোলার লক্ষ্যেই স্পেন সফরে ইন্ডিটেক্সকে এ প্রস্তাব দিয়েছেন মমতা। খবরটি দৃষ্টি আকর্ষণ করেছে বাংলাদেশী উদ্যোক্তাদেরও। কেননা বিশ্ববাজারের জন্য বাংলাদেশ থেকে প্রায় ২ বিলিয়ন ডলারের পোশাক কেনে ইন্ডিটেক্স। পোশাক প্রস্তুত ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ সহসভাপতি শহিদউল্লাহ আজিম বণিক বার্তাকে বলেন, ‘ইন্ডিটেক্স যদি পশ্চিমবঙ্গে ম্যানুফ্যাকচারিং ইউনিট করে, তাহলে তা বাংলাদেশের আসা ক্রয়াদেশের কিছুটা হয়তো নিতে পারবে। কিন্তু বাংলাদেশের সক্ষমতা অনেক বড়, সেই স্থানটি দখলে নেয়া সময়সাপেক্ষ বিষয়। তাছাড়া পশ্চিমবঙ্গে শিল্প পরিচালনায় নানা রকম প্রতিবন্ধকতা রয়েছে। কাজেই প্রস্তাব, সিদ্ধান্ত ও বাস্তবায়ন সব বিষয়ই বেশ সময়সাপেক্ষ। বড় ধরনের উদ্বেগের এখনই কারণ নেই।’

uploads/trade_daily/digest_photo_B_Post_bd__1695119385.jpg

The Business Post
Bangladesh wants tax only on value addition In the seventh US-Bangladesh Trade and Investment Cooperation Forum Agreement (TICFA) council meeting, Bangladesh will urge the US to impose tax only on the value addition of RMG products made of US cotton instead of FoB prices. In FY2023, Bangladesh exported $9.7 billion worth apparel goods to the US market, the single largest export destination for clothing items. Besides, Bangladesh will again seek the duty-free market access to the American market and call for simplifying the registration process for pharmaceuticals products.

uploads/trade_daily/digest_photo_KK_TIFCA__1695119753.jpg

কালের কন্ঠ
টিকফার বৈঠক কাল : যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা চাইবে বাংলাদেশ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তি (টিকফা) বৈঠক আগামীকাল বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের বাজারে অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা (জিএসপি), তৈরি পোশাকসহ রপ্তানি পণ্যের শুল্কছাড়ের বিষয়গুলো আসন্ন বৈঠকে উপস্থাপন করা হতে পারে। মন্ত্রণালয় সূত্রে আরো জানা যায়, বিশেষ করে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে যে তুলা আমদানি করে, আমদানি করা ওই তুলা দিয়ে উৎপাদিত তৈরি পোশাক যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি করতে শুল্কমুক্ত সুবিধা চায় ঢাকা।

uploads/trade_daily/digest_photo_P_Alo_Import__1695119753.jpg

প্রথম আলো
আমদানিতে নতুন নির্দেশনা, ঋণপত্র খুলতে আরও তথ্য দিতে হবে ডলার–সংকট কাটাতে আমদানি কড়াকড়ির পাশাপাশি আমদানি পণ্যের মূল্য যাচাই করছে বাংলাদেশ ব্যাংক। এর ধারাবাহিকতায় আমদানি পণ্যের আরও বিস্তারিত তথ্য জমা দেওয়ার শর্ত আরোপ করা হয়েছে। এতে পণ্যের পূর্ণাঙ্গ বিবরণ, মান, ব্র্যান্ড, উৎপাদনের তারিখ, প্যাকেজিং–সংক্রান্ত তথ্য ও গ্রেডের পাশাপাশি আরও নানা তথ্য জমা দিতে বলা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ সোমবার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে। আমদানিকারকেরা যাতে এসব শর্ত মানেন, সে জন্য বিভিন্ন ব্যাংককে নির্দেশনা দেওয়া হয়েছে।

uploads/trade_daily/digest_photo_D_Ru_shud__1695119753.jpg

দেশ রুপান্তর
সুদের হার না বাড়াতে ব্যবসায়ীদের অনুরোধ বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে বিদেশি বাজারে বাংলাদেশি পণ্যের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে সুদের হার না বাড়াতে অনুরোধ জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদারের সঙ্গে সাক্ষাৎকালে এ অনুরোধ জানান এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম। এ সময় এফবিসিসিআইয়ের সহসভাপতি খায়রুল হুদা চপল, শমী কায়সার, মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার, ড. যশোদা জীবন দেবনাথ, মুনির হোসেন, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান, আবু ফারাহ মো. নাছের, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

uploads/trade_daily/digest_photo_D_Tri__1695119753.jpg

The Dhaka Tribune
Innovations to be the new competitiveness for the industry to achieve $100B export target As panel discussants at the seminar on ‘Road to $100bn Export by 2023’, said the objective-oriented systematic change in the product, process, people and culture within a business can reduce its cost and boost its profit. Textile Today Innovation Hub and CEMS-Global organized the seminar TexTIMe Episode -23 on September 14 concurrently with the 22nd Textech Bangladesh 2023 International Expo at Bangabandhu Bangladesh-China Friendship Exhibition Center, Purbachal, Dhaka. The seminar aimed to dive into the journey towards achieving a remarkable $100 billion in exports in the textile industry.

uploads/trade_daily/digest_photo_Bhoka__1695119753.jpg

ভোরের কাগজ
রপ্তানিতে এগিয়ে নিট পোশাক, গত অর্থবছর ওভেনের তুলনায় বেড়েছে ৪৩৫ কোটি ডলার ২০১৯-২০ অর্থবছরে নিট পোশাকের চেয়ে ওভেনের রপ্তানি বেশি ছিল ১৪ কোটি ডলার। ওই বছর এক হাজার ৪০৪ কোটি ডলারের বা ১৪ বিলিয়ন ডলারের ওভেন পোশাকের বিপরীতে নিট পোশাক রপ্তানির পরিমাণ ছিল এক হাজার ৩৯০ কোটি ডলার বা ১৩ বিলিয়ন ডলার। এরপর থেকেই ধীরে ধীরে বাড়তে শুরু করে নিট পোশাক রপ্তানি। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য থেকে এসব জানা গেছে। তথ্য মতে- ২০২০-২১ অর্থবছরে নিট থেকে আসে প্রায় ১৭ বিলিয়ন ডলার। আর ওভেন থেকে আসে ১৪ দশমিক ৫০ বিলিয়ন ডলার। পোশাক খাত থেকে মোট আয় হয় ৩১ দশমিক ৪৫ বিলিয়ন ডলার। ২০২২-২৩ অর্থবছরে পোশাক রপ্তানি থেকে আসে চার হাজার ৬৯৯ কোটি ১৬ লাখ ডলার বা ৪৬ বিলিয়ন ডলার। যা তার আগের অর্থবছরের (২০২১-২২) তুলনায় ১০ দশমিক ২৭ শতাংশ বেশি। ২০২১-২২ অর্থবছরে পোশাক রপ্তানির আয় ছিল চার হাজার ২৬১ কোটি ৩১ লাখ ডলার বা ৪২ বিলিয়ন ডলার।