September 21, 2023
প্রথম আলো
বিজিএমইএ সভাপতির সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ
যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল গতকাল মঙ্গলবার বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসানের সঙ্গে সাক্ষাৎ করেছে। মার্কিন প্রতিনিধিদলে দেশটির বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) ও শ্রম মন্ত্রণালয়ের প্রতিনিধিত্বকারী সদস্যরা ছিলেন। রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে অনুষ্ঠিত এই বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্যের সুযোগ, পরিবেশ সুরক্ষা, কর্মক্ষেত্রের নিরাপত্তা, শ্রমিকদের অধিকার, কল্যাণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। খবর বিজ্ঞপ্তি।বৈঠকে বিজিএমইএর পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি শহিদউল্লাহ আজিম, সহসভাপতি মো. নাসির উদ্দিন, পরিচালক ব্যারিস্টার শেহরিন সালাম, পরিচালক ফয়সাল সামাদ, পরিচালক আবদুল্লাহ হিল রাকিব, পরিচালক হারুন অর রশিদ, আইএলও–সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির সভাপতি আ ন ম সাইফুদ্দিন, ফরেন মিশন সেল–সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির সভাপতি শামস মাহমুদ এবং প্রচার ও প্রকাশনাসংক্রান্তÍকমিটির চেয়ারম্যান শোভন ইসলাম। মার্কিন প্রতিনিধিদলে ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়ার জন্য ভারপ্রাপ্ত সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ, ইউএসটিআরের দক্ষিণ এশিয়া কার্যালয়ের পরিচালক মাহনাজ খান, মার্কিন শ্রম বিভাগের বাণিজ্য ও শ্রমবিষয়ক কার্যালয়ের উপপরিচালক ক্রিস্টোফার কাজলাউসকাস, জাতীয় নিরাপত্তা পরিষদের দক্ষিণ এশিয়া আঞ্চলিকবিষয়ক পরিচালক সিমাস হোয়াইটসেল ও মার্কিন দূতাবাসের লেবার অ্যাটাচে লীনা খান।
The Daily Sun
BGMEA wants Nepal cooperation in apparel export
The Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) has sought cooperation from Government of Nepal to boost apparel export. A delegation representing the Ministry of Industry, Commerce and Supplies of Nepal held a meeting with BGMEA president Faruque Hassan at latter’s office in Dhaka on Wednesday. Both parties discussed issues of mutual interests, potential areas of collaboration, and trade and investment opportunities between the two countries. Nepal Department of Industry director general Baburam Gautam exchanged ideas and information with BGMEA president Faruque Hassan.
সমকাল
গার্মেন্ট কর্মীদের প্রতিনিয়ত স্বাস্থ্য পরীক্ষা জরুরি
দেশের তৈরি পোশাক খাতে কর্মশক্তির স্বাস্থ্য ও সুস্থতার জন্য গৃহীত পদক্ষেপগুলোকে টেকসই করতে বিভিন্ন সংস্থার পারস্পরিক সহযোগিতা খুবই জরুরি বলে মন্তব্য করেছেন বিশিষ্টজন। তারা বলেছেন, পোশাক খাতের কর্মীদের প্রতিনিয়ত স্বাস্থ্য পরীক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ। বুধবার রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ‘কর্মশক্তির স্বাস্থ্য ও সুস্থতা বৃদ্ধিকরণ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তারা এসব কথা বলেন। ইন্টিগ্রাল গ্লোবাল, বিজিএমইএ ও জেসিএম ফাউন্ডেশনের সহায়তায় আয়াত এডুকেশন এ গোলবৈঠকের আয়োজন করে। বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, কর্মীদের সাস্থ্য ও সুস্থতা আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তৈরি পোশাক খাতের শিল্প কলকারখানায় গত এক দশকে আমরা বড় পরিবর্তন এনেছি। বিশ্বের অন্যতম গ্রিন ফ্যাক্টরির পাশাপাশি শতাধিক উন্নতমানের কারখানাও আমাদের দেশে এখন প্রতিষ্ঠিত হয়েছে।
The Business Standard
US to consider including Bangladesh apparel in new GSP
A good number of RMG items could be included in the new GSP programme of the United States, officials of the Office of the United States Trade Representative (USTR) have informed the Bangladesh government, adding that if Bangladesh is included in the programme and meets the specified conditions, it could export RMG products under duty-free facilities. The revelation came in the Seventh US-Bangladesh Trade Investment Cooperation Forum Agreement (Ticfa) meeting held at a hotel in Dhaka on Wednesday. Shahidullah Azim, vice president of the BGMEA, echoed the sentiment, highlighting the competitive advantage such access would provide.
ইনকিলাব
নেপাল সরকারের প্রতিনিধিদলের বাণিজ্যের সুযোগ নিয়ে বিজিএমইএ সভাপতির সঙ্গে বৈঠক
নেপালের শিল্প, বাণিজ্য ও সরবরাহ মন্ত্রনালয়ের একটি প্রতিনিধিদল বুধবার (২০ সেপ্টেম্বর) ঢাকায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এর সভাপতি ফারুক হাসানের সঙ্গে বৈঠক করেন। উত্তরাস্থ বিজিএমইএ কমপ্লেক্সে অনুষ্ঠিত বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থ, সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা করেন। নেপাল সরকারের শিল্প অধিদফতরের মহাপরিচালক বাবুরাম গৌতমের নেতৃত্বে¡ নেপালি প্রতিনিধিদলটি বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের সঙ্গে শিল্প ও বানিজ্য বিষয়ে বিভিন্ন ধারণা ও তথ্য বিনিময় করেন।
বাংলাদেশ প্রতিদিন
পরিবেশ রক্ষা করেই হচ্ছে বঙ্গবন্ধু শিল্পনগর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া বলেছেন, ‘পরিবেশ রক্ষা করেই মিরসরাইয়ে বঙ্গবন্ধু শিল্পনগর গড়ে তোলা হচ্ছে। ইতোমধ্যে এ অর্থনৈতিক অঞ্চলে যাবতীয় সুযোগ-সুবিধা প্রস্তুত করা হয়েছে। পাঁচটি প্রতিষ্ঠান উৎপাদনে এসেছে, আগামী বছরের শুরুতে আরও কিছু প্রতিষ্ঠান উৎপাদনে যাবে। তবে যা কিছুই হবে, পরিবেশের প্রতি খেয়াল রাখা হবে। আমরা উন্নয়নও চাই, পরিবেশও চাই।’ গতকাল সকালে বঙ্গবন্ধু শিল্পনগর পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।