BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

March 28, 2024

uploads/trade_daily/digest_photo_DS_EID__1711604980.jpg
The Daily Star
The government has urged industry owners to pay workers' salaries and festival bonuses before the start of the Eid-ul-Fitr holidays. State Minister for Labour and Employment Nazrul Islam Chowdhury made the call at a press briefing following a meeting with the representatives of the National Tripartite Consultative Council at the labour ministry. No specific date has yet been set, but the payments should be cleared before the start of the government holidays for the upcoming Eid holidays, he said.
uploads/trade_daily/digest_photo_Observer_swedish__1711604980.jpg

The Daily Observer
Swedish delegate sheds light on challenges faced by Bangladesh apparel sector Forssell, Minister of International Development Cooperation AND Foreign Trade, and Alexandra Berg bon Linde, the Swedish Ambassador to Bangladesh and H&M Country Manager Ziaur Rahman recently embarked on a mission to gain insights into the intricate ecosystem of Bangladeshs garment industry.

uploads/trade_daily/digest_photo_Ajker__1711604980.jpg

আজকের পত্রিকা
বাংলাদেশে জ্বালানি খাতে ১৪০ কোটি ডলার বিনিয়োগ করবে সৌদি আরব, চুক্তি স্বাক্ষর বাংলাদেশের জ্বালানি খাতে ১৪০ কোটি মার্কিন ডলার বা ১৫ হাজার ৩৪৮ কোটি টাকা বিনিয়োগ করছে সৌদি আরব। বাংলাদেশের জ্বালানি অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে এরই মধ্যে দুই দেশের সরকারি পর্যায়ে এ সংক্রান্ত চুক্তিও স্বাক্ষর হয়েছে। মঙ্গলবার যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, সৌদির সরকারি আর্থিক প্রতিষ্ঠান ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) বিশেষ প্রকল্প ইসলামিক ট্রেড ফিন্যান্স করপোরেশনের (আইটিএফসি) মাধ্যমে প্রদান করা হবে বিনিয়োগের অর্থ।

uploads/trade_daily/digest_photo_A_shomoy_economy__1711604980.jpg

দৈনিক আমাদের সময়
অর্থনীতিতে থাকবে নানামুখী চাপ সব কিছু ঠিক থাকলে আগামী ২০২৬ সালের নভেম্বরে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশের ক্যাটাগরিতে উন্নীত হবে। এতে অনেক রকম বাণিজ্যিক সুবিধা বন্ধ হয়ে যাবে। তখন একদিকে যেমন বাংলাদেশের ঋণমান বাড়বে; ঠিক তেমন বৈদেশিক ঋণ ও অনুদান প্রাপ্তি সংকুচিত হয়ে আসবে। একই সঙ্গে বৈদেশিক ঋণের সুদও বাড়বে নিয়ম মোতাবেক। অনেক বাজারে হয়তো এখনকার মতো সহজ শুল্কমুক্ত সুবিধাও থাকবে না, যদিও ২০২৬ সালের পরের তিন বছর পর্যন্ত স্বল্পোন্নত দেশের সুবিধাগুলো বহাল রাখার চেষ্টায় আছে বাংলাদেশ। এরই মধ্যে বাংলাদেশের এলডিসি উত্তরণের (গ্র্যাজুয়েশন) আগে আগামী ২০২৪-২৫ অর্থবছর থেকেই বৈদেশিক ঋণের সুদ কিছুটা বাড়াতে চাইছে উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থাগুলো। যদিও বাংলাদেশ তাদের প্রস্তাবে এখনো সাড়া দেয়নি। উল্টো ২০২৬ সালের পর স্বল্পোন্নত দেশ হিসেবে আরও তিন বছরের জন্য সুবিধাদি পেতে লবিং করছে। খবর অর্থবিভাগ সূত্রের।

uploads/trade_daily/digest_photo_D_tri_lc__1711604980.jpg

The Dhaka Tribune
LC openings drop in February The opening of letters of credit for imports declined slightly in February after a rise in January. According to Bangladesh Bank data, LC opening declined to $5.22 billion in February 2024 from $6.33 billion in January 2024 and $5.39 billion in December 2023.January’s LC opening was the highest after the month of September 2022 when it was $6.33 billion. From July to February in FY 2023-24, LC opening totalled at $44.47 billion, nearly matching the $46.43 billion figure recorded in the same period in FY23.

uploads/trade_daily/digest_photo_Samakal_Fakir__1711604980.jpg

সমকাল
ফকির অ্যাপারেল কারখানা পরিদর্শনে সুইডেনের বাণিজ্যমন্ত্রী পোশাকশিল্পের টেকসই উন্নয়ন এবং এ খাতের লাখো শ্রমিকের জীবন-জীবিকা রক্ষায় ‘জিএসপি প্লাস’ সুবিধা নিশ্চিত করার প্রয়োজন রয়েছে। সরকার, কারখানার মালিকপক্ষ, ব্র্যান্ড ও ক্রেতা প্রতিষ্ঠানের সমন্বিত প্রচেষ্টায় স্বল্পোন্নত দেশের (এলডিসি) কাতার থেকে উত্তরণের পর এ সুবিধায় রপ্তানির গতি অব্যাহত রাখা সম্ভব।  ঢাকা সফররত সুইডেনের একটি প্রতিনিধি দল ও ব্র্যান্ড প্রতিষ্ঠান এইচঅ্যান্ডএম প্রতিনিধিদের সঙ্গে ফকির অ্যাপারেলস কর্তৃপক্ষের আলোচনায় এসব পর্যবেক্ষণ উঠে আসে। সম্প্রতি নারায়ণগঞ্জে ফকির অ্যাপারেল কারখানা পরিদর্শন করেন সফরকারীরা।সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী জোহান ফরসেল, ঢাকায় সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ বন লিন্ড, এইচঅ্যান্ডএমের কান্ট্রি ম্যানেজার জিয়াউর রহমান, ফকির অ্যাপারেলসের ব্যবস্থাপনা পরিচালক ফকির মনিরুজ্জামান, উপব্যবস্থাপনা পরিচালক ফকির নাফিজুজ্জামান প্রমুখ আলোচনায় অংশ নেন। শিল্প উৎপাদনে সব ধরনের দূষণ শূন্যের কোঠায় নিয়ে আসা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করাসহ তৈরি পোশাকশিল্পের নানামুখী চ্যালেঞ্জের কথা উঠে আসে আলোচনায়। ফকির অ্যাপারেলসের উৎপাদন কাঠামো ঘুরে দেখেন প্রতিনিধি দলটি।

uploads/trade_daily/digest_photo_A_Shomoy_paaatla__1711604980.jpg

দৈনিক আমাদের সময়
পাতলা সেমিকন্ডাক্টর দিয়ে কাপড় তৈরি পাতলা সেমিকন্ডাক্টরের ফাইবার বা তন্তু তৈরি করেছেন সিঙ্গাপুরের ন্যানইয়াং টেকনোলজিক্যাল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। এ তন্তুর মাধ্যমে কাপড় বোনা যাবে। বিজ্ঞানীরা এই ফাইবার দিয়ে স্মার্ট পরিধানযোগ্য ইলেকট্রনিকস পণ্য তৈরির কাজও শুরু করেছেন। নেচার জার্নালে এ বিষয়ে একটি গবেষণা প্রকাশিত হয়েছে। ন্যানইয়াং টেকনোলজিক্যাল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এরই মধ্যে যান্ত্রিক নকশার মাধ্যমে ১০০ মিটার লম্বা চুলের মতো পাতলা ফাইবার তৈরি করেছেন। এখন এই ফাইবার দিয়ে কাপড় বোনার কাজ চলছে। ফাইবারের মান ও কার্যকারিতা পরীক্ষার জন্য একটি স্মার্ট টুপিও তৈরি করা হয়েছে, যা একজন দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিকে মোবাইল ফোনের মাধ্যমে সংকেত গ্রহণ করে নিরাপদে রাস্তা পার হতে সাহায্য করতে পারে। বিজ্ঞানীদের দাবি, নতুন এই উদ্ভাবন বহুমাত্রিক সেমিকন্ডাক্টর ফাইবার বিকাশে ভূমিকা রাখবে। শুধু তাই নয়, বৈদ্যুতিক ও আলোর মাধ্যমে তথ্য আদান-প্রদানের পাশাপাশি যোগাযোগ প্রযুক্তির বিকাশও ঘটাবে।

uploads/trade_daily/digest_photo_B_I_sik__1711604980.jpg

দি বিজনেস ইনসাইডার
Fashionable silk shopping gains peak in Rajshahi The silk clothes shopping gained momentum on the eve of the holy Eid-ul-Fitr, one of the largest religious festivals for Muslims, as the clothing showrooms are seen buzzing with silk buyers in the region famous for quality silk production. With the eye-catching colour and design of the silk attires, a large number of people especially adolescents are humming towards the showrooms to collect their best choice, reports BSS.