BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

April 18, 2024

uploads/trade_daily/digest_photo_unb__1713420056.jpg
UNB
Jahanara Begum, mother of Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) President SM Mannan Kochi, has passed away. She was 85. Jahanara Begum breathed her last at 4:30 pm on Wednesday due to old age complications at Bangladesh Specialized Hospital in Dhaka’s Shyamoli. The BGMEA family has expressed deep condolence and sympathy to the president of the organisation and his family members. BGMEA also prayed eternal salvation of the departed soul, it said
uploads/trade_daily/digest_photo_BD_Pra__1713420056.jpg

বাংলাদেশ প্রতিদিন
বিজিএমইএ সভাপতির মায়ের ইন্তেকাল ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি এস এম মান্নান কচির মা জাহানারা বেগম (৮৫) আর নেই। গতকাল বিকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ছয় ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য কর্নেল (অব.) ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম গভীর শোক প্রকাশ করেছেন। গতকাল বাদ এশা মিরপুর বাংলা স্কুলে জানাজা শেষে তাকে মিরপুর-১০ নম্বর কবরস্থানে দাফন করা হয়েছে।

uploads/trade_daily/digest_photo_S_Alo__1713420056.jpg

সময়ের আলো
পরিবেশবান্ধব গার্মেন্টস কারখানায় সবার ওপরে বাংলাদেশ এ বিষয়ে তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির পরিচালক মহিউদ্দিন রুবেল গতকাল বুধবার সময়ের আলোকে বলেন, দেশের গার্মেন্টস খাতে সবুজ কারখানার সংখ্যা বৃদ্ধি পাওয়ার সুফল পাচ্ছি আমরা। সবচেয়ে বড় কথা হলো, আমাদের এই সবুজ কারখানাগুলো বিশ্ববাজারে বাংলাদেশের পোশাক শিল্পের ব্র্যান্ডিংয়ের কাজ করছে। এর মাধ্যমে বিশ্বদরবারে আমাদের পোশাক শিল্পের সক্ষমতা তুলে ধরা যাচ্ছে। সবুজ গার্মেন্টস কারখানায় বিশ্বে বাংলাদেশ এখন চ্যাম্পিয়ন। সবুজ কারখানার ক্ষেত্রে আমাদের ধারে-কাছেও নেই কোনো দেশ। চীন বিশ্বের এক নম্বর পোশাক উৎপাদন ও রফতানিকারক দেশ, কিন্তু এ ক্ষেত্রে তারাও আমাদের চেয়ে পিছিয়ে আছে। আসলে এতগুলো সবুজ কারখানা আর কোনো দেশে নেই। তিনি আরও বলেন, অনেকে মনে করে সবুজ কারখানা স্থাপনে অনেক জায়গার দরকার হয়, অনেক টাকা খরচ হয়। এ বিষয়ে আমি বলব-বিদেশি ক্রেতারা অনেক সচেতন। এখন হয়তো সবুজ কারখানার বিষয়ে ক্রেতারা খুব বেশি কথা বলছে না, কিন্তু আগামীতে তারা এ বিষয়টি খুবই গুরুত্ব দেবে।

uploads/trade_daily/digest_photo_FE_rmg__1713420056.jpg

The Financial Express
RMG industry's transition to circular economy The ready-made garment (RMG) industry of Bangladesh has made considerable strides in increasing the number of green garment factories. So far with 213 factories certified by the U.S. Green Building Council (USGBC) in the Leadership in Energy and Environmental Design (LEED) category, Bangladesh can boast of being home to the highest number of green factories in the world. Moreover, five hundred more garment factories are also in the pipeline of receiving the LEED certification, which is a manifestation of the fact that an increasing number of apparel manufacturers are embracing environmentally sustainable and energy-efficient practices in their manufacturing process. Now the bustling and vibrant industry, with an annual export turnover of nearly $ 47 billion that is about 84 per cent of the country's total export earnings, is well positioned to take its sustainability practices up a notch by embracing circular transformation of the industry.

uploads/trade_daily/digest_photo_Bhoka__1713420056.jpg

ভোরের কাগজ
আওয়ামী লীগ নেতা এস এম মান্নানের মায়ের মৃত্যু ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিজিএমইএ সভাপতি এবং সাবেক ছাত্রনেতা এস এম মান্নান কচির মা জাহানারা বেগম (৮৫) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৭ মার্চ) বিকেল ৪টা ৩০ মিনিটে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জাহানারা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান। পৃথক শোক বিজ্ঞপ্তিতে তারা শোক প্রকাশের পাশাপাশি মরহুমার পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন।

uploads/trade_daily/digest_photo_P_Alo_Greenn__1713420056.jpg

প্রথম আলো
দেশের আরেকটি পোশাক কারখানা পেল পরিবেশবান্ধব সনদ গাজীপুরের শ্রীপুরের ফ্যাশন মেকারস লিমিটেড নামে আরেকটি রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা পরিবেশবান্ধব সনদ পেয়েছে। এতে দেশে তৈরি পোশাক ও বস্ত্র খাতে পরিবেশবান্ধব কারখানার সংখ্যা বেড়ে দাঁড়াল ২১৫টিতে। বিজিএমইএর পরিচালক মহিউদ্দিন রুবেল বুধবার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সব মিলিয়ে বিশ্বের শীর্ষস্থানীয় ১০০টি পরিবেশবান্ধব কারখানার মধ্যে এখন বাংলাদেশেরই ৫৫টি।

uploads/trade_daily/digest_photo_DS_US__1713420056.jpg

The Daily Star
US trade bodies oppose tariff hike idea for garments from Bangladesh Four major American trade bodies have strongly opposed the suggestion aimed at imposing higher tariffs on apparel items imported from Bangladesh and four other countries since it is the end-consumers who bear the additional prices ultimately. The American Apparel and Footwear Association (AAFA), the National Retail Federation (NRF), the Retail Industry Leaders Association (RILA), and the United States Fashion Industry Association (USFIA), collectively made the observation in a letter to David Johanson, chair of the US International Trade Commission (USITC), on March 25.

uploads/trade_daily/digest_photo_D_Tri__1713420056.jpg

The Dhaka Tribune
Another Bangladesh RMG factory gets Leed green certificate Another readymade garment (RMG) factory unit obtained the United States Green Building Council’s (USGBC) Leed certification (certificate for green factories), according to the BGMEA. Talking to Dhaka Tribune, BGMEA Director Mohiuddin Rubel said they are leading the green revolution worldwide. “Every month the number of green factories is increasing. We are moving forward with compliance in mind. This journey of Bangladesh as the safest RMG destination will continue,” he added. He also said global buyers and brands are increasingly focusing on the environment, which is why eco-friendly factories will no longer be an option but will become mandatory. 

uploads/trade_daily/digest_photo_kk_potenga__1713420056.jpg

কালের কন্ঠ
পণ্য পরিবহনে নতুন দুয়ার খুলবে পতেঙ্গা কনটেইনার টার্মিনাল চট্টগ্রাম বন্দরে নবনির্মিত পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি) অপারেশনে যাওয়ার কথা ছিল চলতি বছরের মার্চের শুরুর দিকে। কিন্তু মার্চ শেষ হয়ে এপ্রিলের ১৮ তারিখেও কার্যক্রম শুরু করতে পারেনি সৌদি আরবের রাষ্ট্রীয় অপারেটর প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনাল। প্রতিষ্ঠানটি অপারেশনে যাওয়ার জন্য প্রাথমিক যন্ত্রপাতি আনলেও এখনো বিভিন্ন সংস্থার ছাত্রপত্র সংগ্রহ করতে পারেনি। ফলে অপারেশন কার্যক্রম শুরু করতে সময় লাগছে।তবে আগামী মাসের মধ্যেই এটির কার্যক্রম শুরুর আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে সব ধরনের প্রস্তুতি শেষ করতে আরো তিন মাস সময় বাড়িয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। যদিও কর্তৃপক্ষের প্রত্যাশা, মে মাসেই কাজ শেষ করে পতেঙ্গা কনটেইনার টার্মিনালের অপারেশন কার্যক্রম শুরু হবে।

uploads/trade_daily/digest_photo_P_Alo_USA__1713420056.jpg

প্রথম আলো
জানুয়ারি-ফেব্রুয়ারি : যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাকের রপ্তানি কমছেই যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ধারাবাহিকভাবে কমছে। গত বছর রপ্তানি কমেছিল ২৫ শতাংশ। চলতি বছরেও কমছে। গত ফেব্রুয়ারি শেষে রপ্তানি কমার হার দাঁড়ায় ১৯ শতাংশ। বাংলাদেশ নেতিবাচক ধারা থেকে বেরোতে না পারলেও অপর দুই প্রতিযোগী চীন ও ভিয়েতনাম এই বাজারে পোশাক রপ্তানিতে ইতিবাচক ধারায় ফিরেছে। ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের আওতাধীন অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের (অটেক্সা) হালনাগাদ পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা চলতি বছরের প্রথম দুই মাস জানুয়ারি-ফেব্রুয়ারিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১ হাজার ২১৮ কোটি মার্কিন ডলারের তৈরি পোশাক আমদানি করেছেন। এই আমদানি গত বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৭৮ শতাংশ কম।

uploads/trade_daily/digest_photo_manabzamin__1713420056.jpg

মানবজমিন
পোশাক খাতে নয়া উদ্বেগ ইরান-ইসরাইল সংকট বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে নতুন করে উদ্বেগ হিসেবে আবির্ভূত হয়েছে। এ ছাড়া চলমান দ্বন্দ্ব দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়ায় সম্ভাব্য হুমকি তৈরি করেছে। বলা হচ্ছে বৈশ্বিক জ্বালানি বাজার অস্থিতিশীল হলে বাড়তে পারে জ্বালানি তেলের দাম। বেশি দামে জ্বালানি আমদানিতে ব্যর্থ হলে লোডশেডিং ও অর্থনৈতিক ক্ষতি বাড়তে পারে। সুয়েজ খাল বন্ধ থাকলে বাড়বে পণ্য পরিবহন ও আমদানি ব্যয়। বাড়বে পণ্য পৌঁছানোর সময়ও। এমন পরিস্থিতিতে ক্রেতারা পোশাকের জন্য বিকল্প উৎস খুঁজবে। এতে বাংলাদেশের রপ্তানি অর্ডার হারানোর শঙ্কা রয়েছে। যদি এ সংঘর্ষ দীর্ঘায়িত হয়, তাহলে বাংলাদেশের অর্থনীতিতে এর বিভিন্ন প্রভাব পড়তে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। তাদের মতে, ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর যেমনটা ঘটেছিল, ঠিক সেই পরিস্থিতি সৃষ্টি হতে পারে। সংশ্লিষ্টরা সতর্ক করে বলছেন, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত লোহিত সাগরের শিপিং রুট বাড়তি বাধার সম্মুখীন হয়েছে।