BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

April 30, 2024

uploads/trade_daily/digest_photo_FE_Heat__1714459741.jpg
The Financial Express
A double jeopardy of the highest temperature and a record power load-shedding made life a misery and slowed economic activity as the mercury heated up to 43 degrees Celsius in Bangladesh on Monday. As the government opened schools and colleges after a short closure, with hope against hope of a letup in the blistering heat, the High Court took into cognizance appeals for campus closure and issued an order Monday for extending the shutdown until Thursday that will lead to a two-day weekend. Met forecasts signal rain from early May, and the month starts Thursday.
uploads/trade_daily/digest_photo_Messenger__1714459741.jpg

The Daily Messenger
Intense heatwave : Low worker presence cuts production by 25pc Bangladesh Garment Manufacturers and Exporters Association President SM Mannan Kochi said that though the temperature is increasing due to the heatwave, apparel factories are trying to maintain cool environments to keep production normal. He said workers at some of the factories that do not have enough power supply are suffering due to the heatwave but the giant ones have arrangements to keep the indoor environment normal.

uploads/trade_daily/digest_photo_BDNEWs_ration__1714459741.jpg

বিডিনিউজ২৪
‘শ্রমিকদের ওপর থেকে মূল্যস্ফীতির চাপ কমাবে রেশন’ উচ্চ মূল্যস্ফীতির প্রভাব কাটাতে পোশাক শ্রমিকদের রেশনিংয়ের আওতায় আনার প্রস্তাব করেছেন রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক বিনায়ক সেন। সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক গোলটেবিল বৈঠকে তিনি এমন প্রস্তাব করেন। বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র আয়োজিত এ বৈঠকে অর্থনীতিবিদ, তৈরি পোশাক খাতের উদ্যোক্তা, শ্রমজীবী মানুষ ও শ্রমিক নেতারা আলোচনা করেন।‘গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা নিশ্চিত করতে আসন্ন বাজেটে বরাদ্দ’ শীর্ষক আলোচনায় বিনায়ক সেন বলেন, এই চাপ কমাতে রেশনিং ব্যবস্থা কার্যকর পদক্ষেপ হতে পারে।আলোচনায় অংশ নিয়ে তৈরি পোশাক খাতের উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ নজরুল ইসলাম বলেন, “কোভিড-১৯ এর পর ও বৈশ্বিক যুদ্ধাবস্থার কারণে কারখানা মালিকদের সক্ষমতা নেই রেশন দেওয়ার। সরকারকেই এগিয়ে আসতে হবে। কারখানা মালিকরা তো মুনাফার একটি অংশ প্রতিবছর সরকারের শ্রমিক উন্নয়ন তহবিলে জমা করছে।”

uploads/trade_daily/digest_photo_Ajker__1714459741.jpg

আজকের পত্রিকা
করছাড় প্রত্যাহারে শিল্পের টিকে থাকা নিয়ে সংশয় আইএমএফের পরামর্শে আসছে বাজেটে করছাড় কমানোর ঝুঁকিতে রয়েছে আইসিটি, রপ্তানিমুখী পোশাক, চামড়া, এলপিজি ও মোবাইল ফোনশিল্প। সংস্থাটির পরামর্শ অনুযায়ী এসব খাতে করারোপ করা হলে শিল্পের বিকাশ এবং টিকে থাকা নিয়ে সংশয় তৈরি হবে বলে মনে করেন খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা। খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এতে প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে হবে। রপ্তানি সংকুচিত হবে। এতে করে দীর্ঘ মেয়াদে বিনিয়োগ, কর্মসংস্থান, রপ্তানি আয় হ্রাস পাবে। এ বিষয়ে বিজিএমইএর সহসভাপতি আরশাদ জামাল দীপু বলেন, এই মুহূর্তে তৈরি পোশাকের অর্ডার কম পাচ্ছি। করছাড় তুলে নিলে টিকে থাকা আরও কষ্টকর হয়ে যাবে।

uploads/trade_daily/digest_photo_P_alo_load__1714459741.jpg

প্রথম আলো
ঘন ঘন লোডশেডিংয়ে শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত শিল্প অধ্যুষিত গাজীপুরে বিদ্যুতের অব্যাহত ঘন ঘন লোডশেডিংয়ের কারণে বিভিন্ন শিল্পকারখানায় ব্যয় বৃদ্ধির পাশাপাশি উৎপাদন মারাত্মকভাবে হ্রাস পেয়েছে। ফলে শিল্পমালিকেরা সময়মতো পণ্য রপ্তানি করতে পারছেন না। এসব কারণে লোকসান ও বায়ার হারানোর শঙ্কায় শিল্পমালিকেরা।গাজীপুরের কালিয়াকৈরের সাদমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএর সহসভাপতি নাসির উদ্দিন বলেন, ‘বিদ্যুৎ-সংকটে কারখানা চালু রাখা কঠিন হয়ে পড়েছে। আমরা দিনে কারখানায় গড়ে ৮ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ পাই। বাকি সময় উচ্চ মূল্যের জ্বালানি তেল দিয়ে জেনারেটর দিয়ে কারখানা চালু রাখতে হয়। ফলে আমাদের উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। এদিকে উৎপাদন কমে যাচ্ছে। আগে যেখানে এক দিনে ৩০ মেট্রিকটন পণ্য উৎপাদন হতো, সেখানে এখন হচ্ছে ১৫-১৬ মেট্রিকটন। এসব কারণে আমরা বিদেশি বায়ারদের কাছে সময়মতো পণ্য রপ্তানি করতে পারছি না। কিন্তু মাস শেষ হলেই ব্যাংকের টাকা, কর্মীর বেতনসহ সবকিছুই সময়মতো দিতে হচ্ছে।’

uploads/trade_daily/digest_photo_S_Alo_poshak__1714459741.jpg

সময়ের আলো
পোশাক শ্রমিকদের স্বাস্থ্য ও পুষ্টি উন্নয়নে জোর দিচ্ছে বিজিএমইএ পোশাক শিল্পে কর্মরত শ্রমিকদের স্বাস্থ্য ও পুষ্টি উন্নয়নে জোর দিচ্ছে বিজিএমইএ। সোমবার (২৯ এপ্রিল) এনএনএস ও গেইন-এর যৌথ উদ্যোগে জাতীয় পুষ্টি সেবা আয়োজিত বিজিএমইএ হাসপাতাল চট্টগ্রামের কর্মীদের চট্টগ্রামস্থ বিজিএমইএ ভবনের সম্মেলন কক্ষে এক প্রশিক্ষণ সভায় সভাপতির বক্তব্যে সংগঠনটির সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী এ তথ্য জানান।প্রশিক্ষণ সভায় আরো উপস্থিত ছিলেন, বিজিএমইএ’র পরিচালক এম. আহসানুল হক, মোহাম্মদ রাকিব আল নাসের ও গার্মেন্টস মালিকরা।

uploads/trade_daily/digest_photo_D_Tri_iri__1714459741.jpg

The Dhaka Tribune
IRI Ltd launches Resource Tracking Information System Intelligent Resources International (IRI) Ltd officially launched its Resource Tracking Information System (RTIS) on Saturday at Sheraton Dhaka. People from different industrial backgrounds starting from brands like Bestseller, Primark, Decathlon, PDS and UNIQLO to RMG factory owners, and many other business leaders, including Dhaka Chamber of Commerce and Industry President Ashraf Ahmed; Metropolitan Chamber of Commerce and Industry President Kamran Rahman; BGMEA Director Shams Mahmud; BKMEA Director Fazlee Shamim Ehsan; Policy Exchange of Bangladesh Chairman and founder Dr M Masrur Reaz; SREDA Director Rezaul Hoq; and many more were present.

uploads/trade_daily/digest_photo_FE_BD__1714459741.jpg

The Financial Express
BD's MMF apparel export likely to double in years Bangladesh has huge potential to double its man-made fibre (MMF) or non-cotton garment shipment within years through providing required policy support and addressing bottlenecks, industry people said. A recent study styled 'Upscaling the RMG Sector' by the Research and Policy Integration for Development (RAPID) identified multiple policy issues and constraints like lack of access to duty-free raw materials.

uploads/trade_daily/digest_photo_Samakal_rmg__1714459741.jpg

সমকাল
পোশাকশিল্প নিয়ে তদন্তে ঢাকায় মার্কিন প্রতিনিধি বাংলাদেশের পোশাকশিল্প নিয়ে তদন্তে নেমেছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে গত মার্চে ওয়াশিংটনে একটি শুনানিও অনুষ্ঠিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে এবার সরেজমিন পরিস্থিতি দেখতে এসেছে দেশটির আন্তর্জাতিক বাণিজ্য কমিশনের (ইউএসআইটিসি) প্রতিনিধি দল। দলটি খতিয়ে দেখবে বাংলাদেশের শ্রম পরিস্থিতি, শ্রম অধিকার, শিল্প মালিকদের আয়, কারখানা স্বয়ংক্রিয় হওয়ায় শ্রমিকের ওপর প্রভাবসহ সার্বিক বিষয়। গত ডিসেম্বরে মার্কিন বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) অনুরোধে বাংলাদেশ নিয়ে তদন্ত শুরু করেছে ইউএসআইটিসি। শুধু বাংলাদেশ নয়; তাদের তদন্তের আওতায় পড়েছে কম্বোডিয়া, ভারত, ইন্দোনেশিয়া ও পাকিস্তান। এ তদন্তে দেখা হবে, কীভাবে এ দেশগুলো যুক্তরাষ্ট্রের পোশাকের বাজারের বিশাল অংশ দখল করে রেখেছে। এই পাঁচটি দেশের কেউ অসুস্থ প্রতিযোগিতার মাধ্যমে বাজার দখল করছে কিনা, তা খুঁজে বের করাই প্রধান উদ্দেশ্য এ কমিশনের।গত ১১ মার্চ ওয়াশিংটনে বাংলাদেশের পোশাকশিল্প নিয়ে শুনানি অনুষ্ঠিত হয়। এ শুনানিতে বাংলাদেশ সরকারের প্রতিনিধি ছাড়াও তৈরি পোশাক উৎপাদক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ অংশ নেয়। শুনানিতে বিভিন্ন প্রশ্নে নিজ অবস্থান তুলে ধরে বাংলাদেশ।

uploads/trade_daily/digest_photo_Bonikbarta__1714459741.jpg

বণিক বার্তা
যুক্তরাষ্ট্র থেকে লোহিত সাগর দিয়ে তুলা আমদানি ব্যাহত যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে তুলা আমদানির প্রধান রুটটি গড়ে উঠেছিল ভূমধ্যসাগরের মধ্য দিয়ে। এজন্য যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল থেকে আটলান্টিক পাড়ি দিয়ে জিব্রাল্টার প্রণালি-সুয়েজ খাল ও লোহিত সাগরের বাব-এল-মানদেব প্রণালি হয়ে আরব সাগর তথা ভারত মহাসাগরে প্রবেশ করত তুলাবাহী জাহাজ। কিন্তু কয়েক মাস ধরে এ পথে পণ্য পরিবহন বিপজ্জনক হয়ে উঠেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের পতাকাবাহী বা দেশটির সঙ্গে বাণিজ্যে ব্যবহৃত জাহাজে আক্রমণ চালাচ্ছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।বস্ত্র খাতসংশ্লিষ্টরা বলছেন, চাইলেই যুক্তরাষ্ট্রের বিকল্প উৎস বেছে নেয়া সম্ভব হচ্ছে না তাদের। কারণ বাংলাদেশী পোশাকের ক্রেতাদের মধ্যে পরিচ্ছন্ন ও দূষণমুক্ত তুলাজাত সুতা-কাপড়ের চাহিদা রয়েছে। যুক্তরাষ্ট্রের তুলা গোটা বিশ্বেই সর্বোৎকৃষ্ট, পরিচ্ছন্ন ও দূষণমুক্ত হিসেবে স্বীকৃত। এজন্য পরিমাণে কমিয়ে এবং বাড়তি ব্যয় করে হলেও দেশটি থেকে তুলা আনতে হচ্ছে তাদের।

uploads/trade_daily/digest_photo_TBS_global__1714459741.jpg

The Business Standard
Global apparel industry moving towards sustainability: Brands, experts The global apparel industry is moving towards sustainability to make it more environmentally friendly through traceability and circularity, which is also guided by a number of legislative initiatives, said brand representatives and experts at a programme. They, however, said there are some challenges to increasing awareness among consumers and expanding circularity initiatives – passing costs to customers, understanding and capabilities of implementing a circular model, and the price of recycled textile materials. Most brands and importer countries have also set targets to make their supply chains traceable, the speakers said at the discussion organised by the Cotton Council International (CCI) at the International Convention City Bashundhara in Dhaka.