BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

May 09, 2024

uploads/trade_daily/digest_photo_UNB_BGMEA__1715237629.jpg
UNB
A delegation from the Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) led by President S. M. Mannan (Kochi), met with State Minister for Commerce Ahsanul Islam Titu MP at the secretariat on Tuesday. The delegation included BGMEA Senior Vice President Khandoker Rafiqul Islam, Vice President (Finance) Md. Nasir Uddin, Vice President Abdullah Hil Rakib, Directors Md. Imranur Rahman, Mohammad Sohel Sadat, Md. Ashikur Rahman (Tuhin), Shams Mahmud, Md. Nurul Islam, Saifuddin Siddiquie Sagar, and Md. Rezaul Alam (Miru). The delegation discussed pressing issues facing the readymade garment industry, said BGMEA on Wednesday.
uploads/trade_daily/digest_photo_K_Bela__1715237629.jpg

কালবেলা এক্সপ্রেস
বিজিএমইএ সভাপতি পোশাক শিল্পের প্রতিযোগী সক্ষমতা ধরে রাখতেসরকারের নীতি সহায়তা চেয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এর সভাপতি এস এম মান্নান (কচি) এর নেতৃত্বে বিজিএমইএ এর একটি প্রতিনিধিদল ০৭ মে ২০২৪ বানিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এমপি এর সাথে তার সচিবালয়স্থ কার্যালয়ে সাক্ষাৎ করেন। প্রতিনিধিদলে অন্যান্যদের মধ্যে ছিলেন সিনিয়র সহ-সভাপতি খন্দকার রফিকুল ইসলাম, সহ-সভাপতি (অর্থ) মোঃ নাসির উদ্দিন, সহ-সভাপতি আব্দুল্লাহ হিল রাকিব, পরিচালক মোঃ ইমরানুর রহমান, পরিচালক মোহাম্মদ সোহেল সাদাত, পরিচালক মোঃ আশিকুর রহমান (তুহিন), পরিচালক শামস মাহমুদ, পরিচালক মোঃ নুরুল ইসলাম, পরিচালক সাইফুদ্দিন সিদ্দিকী সাগর এবং পরিচালক মোঃ রেজাউল আলম (মিরু)।

uploads/trade_daily/digest_photo_Bonik__1715237629.jpg

বণিক বার্তা
টাকার বড় অবমূল্যায়ন : পণ্যমূল্য বাড়ার ইঙ্গিত আমদানিকারক ব্যবসায়ীদের ডলারের বিনিময় হার নির্ধারণে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে ‘ক্রলিং পেগ’ পদ্ধতি চালুর শুরুতেই টাকার বড় ধরনের দরপতন হয়েছে। এতে পণ্যমূল্য বৃদ্ধিসহ মুদ্রাস্ফীতি আরো খারাপের দিকে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন দেশের বড় আমদানিকারকরা। এক্ষেত্রে সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন তারা। তবে কেন্দ্রীয় ব্যাংকের এ পদক্ষেপের ইতিবাচক দিকও তুলে ধরেছেন কেউ কেউ। বিশেষ করে এ পদ্ধতি চালু করায় স্বস্তি প্রকাশ করেছেন রফতানিকারকরা।শীর্ষ পর্যায়ের রফতানিকারক প্রতিষ্ঠান ওয়েল গ্রুপের পরিচালক ও বিজিএমইএর প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম বণিক বার্তাকে বলেন, ‘আমরা কেন্দ্রীয় ব্যাংকের পদক্ষেপটিকে বেশ ইতিবাচক হিসেবেই দেখছি। কারণ এতে রফতানিতে সুযোগ আরো বাড়বে। বায়ারদের সঙ্গে দরকষাকষির জায়গায় আরো ভালো অবস্থানে যাওয়া যাবে। তবে প্রত্যাশা থাকবে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে গিয়ে মানুষের জীবনধারণে খরচ যেন না বাড়ে। এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো শক্তিশালী তদারকি ব্যবস্থা গড়ে তুলবে বলে আশা রাখছি।’

uploads/trade_daily/digest_photo_TBS_bgmea__1715237629.jpg

The Business Standard
BGMEA president urges policy support for the RMG industry amidst global challenges Policy support is necessary to stimulate industry growth and sustainability, particularly streamlining business procedures, including swift unloading of imported machinery and raw materials, Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) President SM Mannan said yesterday (8 May). The observations came after a delegation from the BGMEA met State Minister for Commerce Ahsanul Islam Titu MP at the Secretariat to address critical issues confronting the readymade garment industry. Comprising prominent figures such as BGMEA Senior Vice President Khandoker Rafiqul Islam, Vice Presidents (Finance) Md. Nasir Uddin, Vice President Abdullah Hil Rakib along with Directors Md. Imranur Rahman, Mohammad Sohel Sadat, Md Ashikur Rahman (Tuhin), Shams Mahmud, Md. Nurul Islam, Saifuddin Siddiquie Sagar, and Md Rezaul Alam (Miru) engaged in a comprehensive discussion on the industry's current challenges.

uploads/trade_daily/digest_photo_AAA_Sh__1715237629.jpg

দৈনিক আমাদের সময়
ব্যবসা-বাণিজ্য জীবনযাত্রায় ব্যয়ের বোঝা বাড়বে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরামর্শে অবশেষে ব্যাংকের সুদের হার পুরোপুরি বাজারের ওপর ছেড়ে দিল বাংলাদেশ ব্যাংক। এর মধ্য দিয়ে তুলে দেওয়া হলো সুদের স্মার্ট পদ্ধতি। সেই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের নীতি সুদহার ৫০ ভিত্তি পয়েন্ট বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। এতে সব ধরনের সুদের হার আগের চেয়ে বাড়বে। অন্যদিকে বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা ফেরাতে ডলারের বিনিময় হার নির্ধারণে ‘ক্রলিং পেগ’ নামে নতুন পদ্ধতি চালু করা হয়েছে। এতে এক লাফে ৭ টাকা বাড়িয়ে ডলারের মধ্যবর্তী দর ১১৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এর ফলে ব্যবসাবাণিজ্য ও মানুষের জীবনযাত্রায় বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদ, ব্যবসায়ীসহ খাত সংশ্লিষ্টরা। বিজিএমইএর সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান আমাদের সময়কে বলেন, সুদহার যখন ৯ শতাংশ থেকে বাড়িয়ে দিয়েছে, তখনই ব্যবসা-বাণিজ্যের ওপর প্রভাব পড়তে শুরু করেছে। যারা ৯ শতাংশ সুদে বিগত দিনগুলোতে ইন্ডাস্ট্রি করেছে, তাদের এখন ১৫ শতাংশের কাছাকাছি সুদ গুনতে হবে। তাহলে এগুলোর পেমেন্ট কীভাবে করবেন ব্যবসায়ীরা? এতে ব্যবসা-বাণিজ্য টিকিয়ে রাখাই কঠিন হবে। কারণ বর্তমান বিশ্বে এমন কী ব্যবসা আছে, যেখানে ১৫ শতাংশ সুদে ঋণ নিয়ে ইন্ডাস্ট্রি করে মুনাফা করা সম্ভব? পণ্যমূল্য ও জীবনযাত্রার ওপর প্রভাব পড়বে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সুদহার বাড়লে উৎপাদন খরচ বাড়বে। আর উৎপাদন খরচ বাড়লে পণ্যমূল্য বাড়াটাই স্বাভাবিক। এর প্রভাব জীবনযাত্রার ওপরও পড়বে।

uploads/trade_daily/digest_photo_DS_exporters__1715237832.jpg

The Daily Star
Exporters to win, consumers to bear the brunt The crawling peg has further devalued the taka. And it is a huge devaluation at one go -- from Tk 110 to Tk 117. This devaluation will leave a significant impact on the economy. The exporters will get Tk 7 more against each dollar as export proceeds thanks to the official recognition of taka's devaluation with the announcement of the crawling peg – a huge benefit for the exporters. One of the main objectives of the government for the introduction of the crawling peg is to make the country's international trade more competitive.

uploads/trade_daily/digest_photo_KK_Smart__1715237832.jpg

কালের কন্ঠ
স্মার্ট সুদহার পদ্ধতি বাতিল ১০ মাসের মাথায় ব্যাংকঋণের সুদহার নির্ধারণ পদ্ধতি সিক্স মান্থ মুভিং অ্যাভারেজ রেট (স্মার্ট) প্রত্যাহার করল বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ঋণের সুদহার নির্ধারিত হবে। ঋণের সুদহার সম্পূর্ণরূপে বাজারভিত্তিক করার জন্য ছয় মাসের ট্রেজারি বিলের গড় সুদভিত্তিক ব্যবস্থা প্রত্যাহার করা হয়েছে। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।এতে বলা হয়, এত দিন ছয় মাসের ট্রেজারি বিলের গড় সুদহারের সঙ্গে নির্ধারিত মার্জিন যোগ করে ঋণের সর্বোচ্চ সুদহার নির্ধারণ করা হতো। কিন্তু এখন আন্তর্জাতিক উত্তম চর্চা অনুসরণের মাধ্যমে ব্যাংকঋণের সুদহার সম্পূর্ণরূপে বাজারভিত্তিক করার লক্ষ্যে ঋণের সুদহার নির্ধারণের ক্ষেত্রে স্মার্টভিত্তিক সুদহার ব্যবস্থা প্রত্যাহার করা হলো। ব্যাংক খাতে ঋণের চাহিদা ও ঋণযোগ্য তহবিলের জোগান সাপেক্ষে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ঋণের সুদহার নির্ধারণ হবে।

uploads/trade_daily/digest_photo_T_fo__1715237832.jpg

Textile Focus
To penetrate the Danish market even more, it is important to ensure high product quality and diversify into new product lines In the process of covering regular conversations and thoughts of different diplomats recently team Textile Focus had a conversation with H. E. Mr. Christian Brix Moller, Ambassador of Denmark to Bangladesh. In the conversation, H. E. Mr. Christian Brix Moller talked about the Economic growth of Bangladesh and the bilateral relations between Bangladesh & Denmark. Key discussion points are mentioned below for our readers-

uploads/trade_daily/digest_photo_D_Ru_cip__1715237832.jpg

দেশ রুপান্তর
সিআইপি হচ্ছেন ১৮৪ ব্যবসায়ী রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ১৮৪ ব্যবসায়ীকে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সিআইপি হিসেবে মনোনীত করা হয়েছে। তাদের মধ্যে ১৪০ জনকে সিআইপি (রপ্তানি) এবং ৪৪ ব্যবসায়ী নেতাকে সিআইপি (ট্রেড) সম্মানে ভূষিত করা হবে। ২০২২ সালে রপ্তানিতে অবদানের জন্য তারা এই সম্মাননা পাচ্ছেন। আজ বৃহস্পতিবার হোটেল র‌্যাডিসন ব্লুতে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু দেশের খ্যাতনামা রপ্তানিকারকদের সিআইপি (রপ্তানি ও টেড) কার্ড দেবেন।