BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

May 15, 2024

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2024-05-15_at_12.11.00_AM__1715753740.jpeg
দৈনিক ইত্তেফাক
তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি এস এম মান্নান কচি বলেছেন, বিদ্যুৎ, গ্যাস, ডিজেল ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় উৎপাদকদের ওপর চাপ বেড়েছে। শ্রমিকদের মজুরি বেড়ে যাওয়াসহ ব্যাংক সুদের উচ্চহারের কারণে গত পাঁচ বছরে গড়ে উৎপাদন খরচ বেড়েছে ৫০ শতাংশ। এ পরিস্থিতিতে কারখানাগুলো টিকে থাকার জন্য মূল্য ছাড় দিয়ে অর্ডার নিতে বাধ্য হচ্ছে। তিনি বলেন, পোশাক খাতের বর্তমান চ্যালেঞ্জগুলো জরুরি ভিত্তিতে মোকাবিলা করা না গেলে টিকে থাকা কঠিন হবে। তার মতে, কাস্টমস, বন্ড, বন্দর সংক্রান্ত জটিলতা কমানোসহ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা, দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধি ও টেকনোলজি আপগ্রেডের মাধ্যমে ব্যবসার খরচ কমিয়ে আনতে হবে। সর্বোপরি ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলোকে বিশেষ নীতি সহায়তা ও অর্থায়ন সুবিধার আওতায় আনা গেলে বর্তমান সমস্যা কাটিয়ে উঠা সম্ভব। দৈনিক ইত্তেফাকের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন।
uploads/trade_daily/digest_photo_TBS_RMG__1715753740.jpg

The Business Standard
RMG exporters pay up to 644% higher than official fees for essential permits: CPD Bangladeshi apparel exporters often have to pay up to 650% or six times higher than the official fees to secure essential permits and renewal of licences due to "undocumented payments", according to a new study by the Centre for Policy Dialogue (CPD). Citing data collected from a business corporation, the study said the company paid 644% higher than the official rate for a boiler licence. For bond licences, it paid 261% higher, and as for the fire licence, the cost was 114% higher. The additional amount was 36% higher for factory establishment licence, 16% higher for trade licence, and 12% higher for export and import registration certificates, it said.

uploads/trade_daily/digest_photo_FE__1715753740.jpg

The Financial Express
Job injury scheme coverage widens The government has expanded the coverage of the pilot employment injury scheme to include compensation for accidents that may occur when workers commute to and from their work. The eighth meeting of the Employment Injury Scheme (EIS) Pilot governance board on Monday decided to include 'commuting accidents' as industrial accidents and make those eligible for compensation payout, starting from 1st July 2024.The decision was unanimously supported by all members of the board including employers' organisations-Bangladesh Employers Federation (BEF), Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA), Bangladesh Knitwear Manufacturers and Exporters Association (BKMEA), workers' organisations-United Federation of Garments Workers (UFGW), National Coordination Committee for Workers' Education (NCCWE) and government agencies--Central Fund, Department of Labour (DoL, Department of Inspection for Factories and Establishments (DIFE).

uploads/trade_daily/digest_photo_Jugantor__1715753740.jpg

যুগান্তর
ব্যবসার সনদ নবায়নে ৬ গুণের বেশি ঘুস বাংলাদেশে শিল্পকারখানা স্থাপন বা ব্যবসা শুরু করতে ১৭-১৯ ধরনের সনদ (লাইসেন্স) লাগে। এর মধ্যে ট্রেড লাইসেন্স, টিআইএন (করদাতা শনাক্তকরণ নম্বর), বিআইএনসহ (ব্যবসা শনাক্তকরণ নম্বর) ব্যবসাসংক্রান্ত সনদও আছে। এসবের সঙ্গে একাধিক সরকারি দপ্তর যুক্ত থাকায় সব শ্রেণির শিল্পোদ্যোক্তাদের ভোগান্তি পোহাতে হয়। আবার সনদ নবায়নে সরকারি ফির তুলনায় ক্ষেত্রবিশেষে ৬ গুণের বেশি ঘুস দিতে হয়। সনদ গ্রহণ-নবায়ন পদ্ধতি পুরোপুরি অটোমেটেড করতে পারলে সময় ও অর্থ-দুটিই সাশ্রয় হবে। মঙ্গলবার রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই ভবনে আয়োজিত এক সংলাপে এ তথ্য উঠে এসেছে। ‘ব্যবসাসংক্রান্ত বাধা ও সম্ভাব্য সমাধান’ শীর্ষক সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক ড. গোলাম মোয়াজ্জেম। এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। এফবিসিসিআই, জার্মান উন্নয়ন সংস্থা জিআইজেড এবং সিপিডি যৌথভাবে সেমিনারের আয়োজন করে।