BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

July 10, 2024

uploads/trade_daily/digest_photo_4ee58c9963f09d9373b456b61e556a1c-65e9e194edb92__1720593323.jpg
দৈনিক ইত্তেফাক
দেশের শিল্প খাতের সংকট গভীর হচ্ছে। একদিকে নিরবচ্ছিন্ন জ্বালানি মিলছে না, অন্যদিকে ডলারের দাম দফায় দফায় বৃদ্ধি পাওয়ায় খরচের হিসাব মিলছে না। প্রতিনিয়ত খরচ বেড়ে যাওয়ায় কারখানা সচল রাখা নিয়ে হিসাব করতে হচ্ছে। এই সংকট যে অর্থনীতিতে পড়েছে, সেটি সরকারি পরিসংখ্যানেও উঠে এসেছে। শিল্প খাতে প্রবৃদ্ধি কমে গেছে। বেসরকারি বিনিয়োগেও স্থবিরতা লক্ষ করা গেছে। ডলারের দাম বাড়ছে অস্বাভাবিক হারে। আগের হিসাবে বিনিয়োগ করে এখন ক্ষতির হিসাব গুনছেন উদ্যোক্তারা। ব্যাংকঋণের সুদহার বেড়ে ১৪ শতাংশ ছাড়িয়েছে। এর ফলে ভালো উদ্যোক্তারাও এখন খেলাপি হয়ে পড়ছেন।
uploads/trade_daily/digest_photo_prothomalo-bangla_2024-05_2a01d526-2402-4fed-9037-71f4501792f1_dollar__1720593323.jpg

প্রথম আলো
রপ্তানির তথ্য সংশোধনের জেরে জিডিপির আকার কমতে পারে ৯০০ কোটি ডলার বিদায়ী অর্থবছরের প্রথম ১০ মাসের রপ্তানির হিসাবের ‘অসামঞ্জস্য’ দূর করার পদক্ষেপ দেশের অর্থনৈতিক পরিসংখ্যান ওলট–পালট করতে চলেছে। কেবল ১০ মাসের সংশোধিত তথ্যেই প্রায় ১৪ বিলিয়ন ডলারের রপ্তানি ‘আয়’ উধাও হয়ে গেছে। দুই বছরের হিসাবে উধাও হওয়া অর্থের পরিমাণ প্রায় ২৩ বিলিয়ন ডলার। ফলে রপ্তানি আয়ের এই চুপসে যাওয়া পরিসংখ্যান বিবেচনায় নিলে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকার কমে যেতে পারে। প্রাথমিকভাবে হিসাব করে দেখা গেছে, রপ্তানি আয়ের সংশোধনের ফলে বাংলাদেশের জিডিপির আকার কমবেশি ২ শতাংশ কমতে পারে। পরিমাণের দিক থেকে তা প্রায় ৯ বিলিয়ন বা ৯০০ কোটি ডলার।

uploads/trade_daily/digest_photo_maersk_sea_container__1720593741.jpg

The Daily Star
Rising shipping costs hit global trade hard The significance of the Red Sea shipping route for global trade is enormous. But for over six months now, Houthi militias from Yemen have been attacking ships in the region for their owners' or operators' ties to Israel. The attacks come as Israel executes its war against the militant group Hamas in Gaza following its massacre of Israeli citizens on October 7 of last year.On June 20, for instance, the Houthis, who say they are fighting for the Palestinian cause, sank a coal ship with a drone strike. In response to the Houthi attacks, US and British military vessels have repeatedly targeted militia positions in Yemen over the past several months. Additionally, warships from two international coalitions are operating in the region to secure maritime traffic along the Yemeni coast. The German Navy, for one, is part of the EU naval mission Aspides.

uploads/trade_daily/digest_photo_bangladesh-bank-20240702202733-20240709015828__1720593741.jpg

জাগো নিউজ ২৪
ব্যাংকখাতে খেলাপি ঋণ কমাতে ‘এক্সিট সুবিধা’ এবার ব্যাংকখাতের খেলাপি ঋণ কমাতে ‘এক্সিট সুবিধা’ দিয়ে নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন এ নীতিমালার ফলে অনাদায়ী ঋণ আদায় বা সমন্বয়ে ঋণস্থিতির ন্যূনতম ১০ শতাংশ ডাউন পেমেন্ট নগদে পরিশোধপূর্বক এক্সিট সুবিধা পাবেন খেলাপিরা। সোমবার (৮ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এসব সুবিধা দিয়ে একটি নীতিমালা জারি করেছে।

uploads/trade_daily/digest_photo_rmg_tram_group_nidle_3_0__1720593741.webp

The Business Standard
10 power cuts in 28 hours! Textile industries desperate for a break Daily power cuts have become so common that one almost does not think twice about them. But how many power cuts can one take in a day? Once, twice, four times? How about 10 times in 28 hours?

uploads/trade_daily/digest_photo_59592059202b67571912d026fa8825b6-668e011a1f671__1720593741.jpg

দৈনিক ইত্তেফাক
মোংলা বন্দরে বাড়ল আমদানি-রপ্তানি, সক্ষমতা বাড়াতে নতুন প্রকল্প মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে বন্দর কর্তৃপক্ষের নানাবিধ প্রকল্প/পরিকল্পনা চলমান রয়েছে। যার মধ্যে রয়েছে, বন্দরের আধুনিক বর্জ্য ও নিসৃত তেল অপসারণ ব্যবস্থাপনা প্রকল্প। প্রকল্পটি বাস্তবায়িত হলে ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য প্রিভেনশন অফ পোলিউশান ফ্রম শিপস (গঅজচঙখ) এর আন্তর্জাতিক বাধ্যবাধকতা পালন, জাহাজের বর্জ্য সমুদ্রে এবং নদীতে নিক্ষেপ রোধ, সামদ্রিক পরিবেশকে দূষণ থেকে রক্ষা করা যাবে। বন্দরে আগত সমদ্রগামী জাহাজের বর্জ্য দূষণ থেকে সুন্দরবনকে রক্ষা করা। সেইসঙ্গে পশুর চ্যানেল ও মোংলা বন্দরের আশেপাশের নদ নদীসমূহ নিসৃত তেল থেকে দূষণ মুক্ত রাখা সম্ভব হবে।

uploads/trade_daily/digest_photo_untitled-11-1720549502__1720593741.webp

সমকাল
রপ্তানির ২৯ গুণ আমদানি গত বছর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে পরিমাণের দিক থেকে চীন ও ভিয়েতনামকে ছাড়িয়ে শীর্ষে উঠে আসে বাংলাদেশ। তবে এই বিপুল পরিমাণ পোশাক উৎপাদনে প্রয়োজনীয় কাঁচামালের বড় অংশই আমদানি করতে হয়। আমদানির উৎস হিসেবে চীনের অবস্থান নিরঙ্কুশ। মোট কাঁচামালের প্রায় অর্ধেক আসে দেশটি থেকে। বাকিটা আমদানি হয় অন্যান্য দেশ থেকে। বিশেষ করে ওভেন পোশাকের সুতা-কাপড়ের ক্ষেত্রে চীনের চেয়ে ভালো কোনো বিকল্প এখনও তৈরি হয়নি। ওভেনের সুতা-কাপড়ের ৭০ শতাংশই আমদানি করতে হয়। গত ২০২২-২৩ অর্থবছরে চীন থেকে ১ হাজার ৯৮১ কোটি ডলারের পণ্য আমদানি হয়েছে। দেশটিতে বাংলাদেশের রপ্তানি ছিল ৬৮ কোটি ডলারের কম। সে হিসাবে, বাণিজ্য ঘাটতি ১ হাজার ৯০০ কোটি ডলারের বেশি। বাংলাদেশ চীনে যে পরিমাণ রপ্তানি করে তার প্রায় ২৯ গুণ বেশি আমদানি করে দেশটি থেকে।

uploads/trade_daily/digest_photo_498e9cea51d56dcfb17db8d4377d1e46-668d86ccebb42__1720594056.jpg

দেশ রুপান্তর
গ্যাস-বিদ্যুতের সংকটেও শিল্পে ভর করে বাড়ল প্রবৃদ্ধি দীর্ঘদিন ধরে দেশের ব্যবসায়ীরা অভিযোগ করে আসছেন গ্যাস ও বিদ্যুৎ না পাওয়ায় উৎপাদন সক্ষমতা কাজে লাগাতে পারছেন না। অনেক প্রতিষ্ঠানের উৎপাদন অর্ধেকের বেশি কমে গেছে। কোনো কোনো শিল্প বন্ধও হয়ে গেছে। দেশে গ্যাস-বিদ্যুতের এ নাজুক অবস্থার সত্যতা মেলে বিবিএসের হিসাবেও। কিন্তু এমন বিরূপ পরিস্থিতিতেও শিল্প খাত প্রবৃদ্ধিতে এগিয়ে আছে বলে দাবি করেছে বিবিএস।

uploads/trade_daily/digest_photo_BB-79a8af127778794c6c5ca17a8fb6eb43__1720594056.webp

The Dhaka Tribune
Bangladesh Bank introduces exit policy for defaulting borrowers In a move aimed at stabilizing the banking sector, the Bangladesh Bank has rolled out a new exit policy allowing defaulted borrowers up to three years for loan repayment with a 10% down payment. This initiative seeks to maintain liquidity flow and reduce toxic loans in the banking system. This new exit facility is distinct from debt rescheduling or restructuring. Borrowers taking advantage of this policy will be ineligible for new credit until their existing loans are fully repaid. Banks will have the flexibility to determine the repayment schedule, allowing borrowers to clear their dues through multiple installments within the three-year period.

uploads/trade_daily/digest_photo_6056JqVGazv62OfUWNFV__1720594056.jpeg

The Textile Today
Aptech Group’s two concerns get LEED Platinum certificates USGBC honors factories based on several criteria such as transformation performance, energy, water, and waste management. The best performers are rated with platinum, followed by gold and silver. Bigg Boss Corporation Ltd. and Aptech Cashwar Ltd. achieved these certificates based on the score of water saving, electricity-saving, proper waste management, increase in renewable energy, water conservation and use, green plants etc.