BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

February 04, 2025

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2025-02-03_at_10.59.51_PM__1738651274.jpeg
The Daily Star
The country's merchandise exports increased by 5.7 percent year-on-year in January, driven by higher shipments of Bangladesh's key export item, readymade garments. The country shipped $4.43 billion worth of goods in January, up from $4.19 billion in the same month a year ago, according to Export Promotion Bureau (EPB) data released yesterday. Faruque Hassan, former president of the Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA), said apparel exports continued to grow, defying "a lot of domestic and international challenges." He said that Donald Trump's second term in the White House may benefit apparel exports to the American market from Bangladesh.
uploads/trade_daily/digest_photo_N_Age__1738651274.jpg

The New Age
Indian envoy for enhanced trade with Bangladesh Indian high commissioner to Bangladesh Pranay Verma has hoped that trade connectivity and economic engagement between Bangladesh and India would continue to bring people and businesses of the two countries closer together. Speaking at an interactive session on Monday, the Indian envoy highlighted the importance of the ready-made garments sector in Bangladesh’s socio-economic development and also in promoting closer supply/value chain linkages between India and Bangladesh.Md Anwar Hossain, administrator of the Bangladesh Garment Manufacturers and Exporters Association and vice-chairman of the Export Promotion Bureau, and Mohammad Hatem, president of the Bangladesh Knitwear Manufacturers and Exporters Association, were the guests of honour for the event. Faruque Hassan, chairman of the Board of Trustees at BGMEA University of Fashion and Technology, and Md Jashim Uddin, chairman of Bengal Commercial Bank and vice chairman of Bengal Group of Industries, were special guests for the event.

uploads/trade_daily/digest_photo_jugan__1738651274.jpg

যুগান্তর
রপ্তানিতে বাংলাদেশের নতুন দুয়ার খোলার সম্ভাবনা কানাডা, মেক্সিকো ও চীনের পণ্যে ট্রাম্প প্রশাসন বাড়তি শুল্ক আরোপ করায় যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানির নতুন সম্ভাবনার দুয়ার খুলবে। এ সিদ্ধান্তের ফলে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়ার সম্ভাবনাও রয়েছে।অবশ্য রপ্তানিমুখী শিল্পে উপযুক্ত নীতিসহায়তা না দেওয়া হলে রপ্তানি সম্ভাবনার পুরোটাই পার্শ্ববর্তী দেশ ভারতের দখলে চলে যেতে পারে। এর কারণ, ভারত সরকার ইতোমধ্যে রাজ্যভেদে বস্ত্র খাতে বড় অঙ্কের কর রেয়াত, নগদ সহায়তাসহ নীতিসহায়তার ঘোষণা দিয়ে রেখেছে। অর্থনীতিবিদ এবং এ খাতের কয়েকজন ব্যবসায়ী যুগান্তরের কাছে এমন মন্তব্য করেছেন।

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2025-02-03_at_11.34.09_PM__1738651274.jpeg

সমকাল
ইতিবাচক ধারাতেই রপ্তানি আয় বছরের প্রথম মাস জানুয়ারিতে ৪৪৪ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। আগের বছরের একই মাসের চেয়ে রপ্তানি বেড়েছে প্রায় ৬ শতাংশ। অন্যদিকে চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম সাত মাস অর্থাৎ জুলাই-জানুয়ারি সময়ে গত অর্থবছরের একই সময়ের চেয়ে বেড়েছে প্রায় ১২ শতাংশ। রপ্তানি হয়েছে মোট ২ হাজার ৮৯৭ কোটি ডলারের পণ্য। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) গতকাল সোমবার হালনাগাদ এ তথ্য প্রকাশ করে। এতে দেখা যায়, প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের রপ্তানিতে বেশ গতি রয়েছে। গত সাত মাসে পণ্যটি থেকে ২ হাজার ৩৫৫ কোটি ডলারের রপ্তানি আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ের তুলনায় যা ১২ শতাংশ বেশি। শুধু জানুয়ারিতে তৈরি পোশাক রপ্তানি হয়েছে ৩৬৬ কোটি ডলারের, যা গত বছরের জানুয়ারির চেয়ে ৫ দশমিক ৫৭ শতাংশ বেশি।

uploads/trade_daily/digest_photo_j_news__1738651274.jpg

জাগো নিউজ২৪
ভারত-বাংলাদেশের বাণিজ্য সংযোগ ও অর্থনৈতিক সম্পৃক্ততা জরুরি ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য সংযোগ ও অর্থনৈতিক সম্পৃক্ততা জরুরি বলে মনে করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। সোমবার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশের টেক্সটাইল খাতের নেতৃস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিদের সঙ্গে ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন আয়োজিত বৈঠকে এমন মন্তব্য করেন প্রণয় ভার্মা। আসন্ন ভারত টেক্স ২০২৫ উপলক্ষে এই বৈঠকের আয়োজন করে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। আগামী ১৪ থেকে ১৭ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে প্রদর্শনীটি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রশাসক এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান জনাব মো. আনোয়ার হোসেন এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি জনাব মোহাম্মদ হাতেম। বিশেষ অতিথি ছিলেন বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জনাব ফারুক হাসান এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান ও বেঙ্গল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান জনাব মো. জসিম উদ্দিন।

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2025-02-03_at_11.15.26_PM__1738651274.jpeg

প্রথমআলো
১৫ শতাংশ শ্রমিক চাইলেই ট্রেড ইউনিয়ন করা যাবে কোনো কারখানার ১৫ শতাংশ শ্রমিক একমত হলেই সেখানে ট্রেড ইউনিয়ন গঠন করা যাবে। এমন বিধান যুক্ত করে শ্রম আইন সংশোধন করা হচ্ছে। বর্তমান আইনে ট্রেড ইউনিয়ন করার ক্ষেত্রে ২০ শতাংশ শ্রমিকের সম্মতির বিধান রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সংশোধিত শ্রম আইনে সংযোজন, বিয়োজন ও নতুন মিলিয়ে শতাধিক ধারায় পরিবর্তন আসছে। এর মধ্যে কিছু ধারা নতুন করে যুক্ত হচ্ছে, কিছু বাদ দেওয়া হচ্ছে। আর কিছু ধারা সংশোধন করা হচ্ছে। এসব বিষয়ে একমত হয়েছে শ্রম আইন সংশোধনে গঠিত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (টিসিসি)।

uploads/trade_daily/digest_photo_B_Tri__1738651274.jpg

বাংলা ট্রিবিউন
একদিকে বন্ধ হচ্ছে পোশাক কারখানা, অন্যদিকে রফতানি বাড়ছে কীভাবে? পরিসংখ্যান বলছে, গত ছয় মাসে বন্ধ হয়েছে তৈরি পোশাক খাতে ১০০টির বেশি কারখানা। এর মধ্যে ৮৩টি কোম্পানি পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আরও অন্তত ১০টি অস্থায়ী ভিত্তিতে বন্ধ হয়েছে। দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর এসব কারখানা বন্ধ হয়েছে বলে জানিয়েছেন এই খাতের উদ্যোক্তারা। অবশ্য রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য বলছে, গত ছয় মাসে বেশ কিছু কারখানা বন্ধ হলেও রফতানি আয় কমেনি, বরং গত কয়েক মাস ধরে পোশাক রফতানি আয়ে ভালো প্রবৃদ্ধি হয়েছে। শুধু তাই নয়, রফতানি বাড়ার সত্যতা নিশ্চিত করেছেন গার্মেন্টস খাতের উদ্যোক্তারাও। তারা বলছেন, শ্রম অসন্তোষে ও ব্যাংকের অসহযোগিতার কারণে বেশ কিছু কারখানা বন্ধ হলেও অবিশ্বাস্যভাবে রফতানি আয় বাড়ছে। যদিও এই পরিস্থিতির মধ্যে টানা ৫ মাসই রফতানি আয়ে ভালো প্রবৃদ্ধি হয়েছে। গার্মেন্ট খাতের এই পরিস্থিতির মধ্যে রফতানি আয়ের উল্লম্ফনে অনেকে প্রশ্ন তুললেও কারখানার মালিকরা বলছেন অন্তত গুরুত্বপূর্ণ ৬টি কারণে রফতানি আয় বাড়ছে।

uploads/trade_daily/digest_photo_tbs_appare__1738651274.jpeg

The Business Standard
Apparel exports grew by 12% in Jul-Jan of FY25 The country's apparel exports grew by 12% year-on-year to $23.55 billion in the first seven months of fiscal 2024-25, according to government data. Overall exports exceeded $4 billion for four consecutive months from October to January. In January, shipments reached $4.44 billion, marking a 5.70% year-on-year growth, according to Export Promotion Bureau (EPB) data released on Monday (3 February).

uploads/trade_daily/digest_photo_FE__1738651274.jpg

The Financial Express
Exports grow 11.68pc in Jul-Jan, FY25 Bangladesh's merchandise-export earnings posted an 11.68-percent growth to US$28.97 billion during the first seven months of the current fiscal year, with a January downturn. However, a leading exporter sees a silver lining over emergent global 'trade wars' following a regime change in the economic superpower-the United States. According to Export Promotion Bureau (EPB) data released on Monday, the country's export earnings were US $25.94 billion during the July-January period of last fiscal year.The single-month export earnings in January 2025 also showed a 5.70 per cent year-on-year rise to US$4.44 billion compared to US$4.2 billion in January 2024, EPB data revealed.

uploads/trade_daily/digest_photo_Bonik__1738651274.jpg

বণিক বার্তা
অর্থবছরের সাত মাসে ২৮.৯ বিলিয়ন ডলারের পণ্য রফতানি চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) বিশ্ববাজারে বাংলাদেশ থেকে পণ্য রফতানি হয়েছে ২ হাজার ৮৯৬ কোটি ৯৫ লাখ ২০ হাজার বা ২৮ দশমিক ৯ বিলিয়ন ডলারের। এর মধ্যে ২ হাজার ৩৫৫ কোটি ২০ লাখ ২০ হাজার ডলারের পোশাক রফতানি হয়েছে। যা মোট রফতানির ৮১ দশমিক ২৯ শতাংশ। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) গতকাল এ পরিসংখ্যান প্রকাশ করেছে।