BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

March 13, 2025

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2025-03-12_at_10.29.57_PM__1741842757.jpeg
সমকাল
আগামী ২০২৬ সালের ২৪ নভেম্বর স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের কথা রয়েছে বাংলাদেশের। বিষয়টি আরও পিছিয়ে দেওয়া যায় কিনা, সে বিষয়ে চিন্তা করছে অন্তর্বর্তী সরকার। এমনটি জানিয়েছেন প্রধান উপদেষ্টার নবনিযুক্ত বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। গতকাল মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে তাঁর প্রথম কর্মদিবসে এক সংবাদ সম্মেলন করে তিনি এ কথা বলেন। আনিসুজ্জামান চৌধুরী বলেন, ভুয়া তথ্যের ভিত্তিতে এলডিসি তালিকা থেকে উত্তরণে আবেদন করা হয়েছিল। এ বিষয়ে আমাদের কাজ করতে হবে। আমাদের বৈদেশিকনির্ভরতা বেড়ে গেছে ২০১০ সাল থেকে। কমে গেছে অভ্যন্তরীণ আয়ের উৎস। ৭ শতাংশের নিচে নেমে গেছে কর-জিডিপির হার। যদি আরও ঋণ নিতে হয়, আরও চ্যালেঞ্জের মধ্যে পড়তে হবে।
uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2025-03-12_at_10.21.47_PM__1741843071.jpeg

The Daily Star
Bangladesh eyes Pakistan as emerging sourcing destination Bangladesh stands to benefit from enhanced trade ties with Pakistan as local traders are optimistic about getting more competitive prices and a broader range of raw material sources. Currently, trade dynamics favour Pakistan, with Bangladesh importing cotton, yarn, fabrics, and essential commodities from the country.However, these imports are still considerably lower than those from China and India -- Bangladesh's top two trading partners. Historically, the trade relationship between Bangladesh and Pakistan has been lukewarm, preventing Pakistan from becoming a major sourcing hub.

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2025-03-12_at_10.32.28_PM__1741843071.jpeg

খবরের কাগজ
কর দিয়ে কেউ দেওলিয়া হয় না: এনবিআর চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, কর দিয়ে কেউ দেউলিয়া হয় না। সৈয়দ মুজতবা বলেছেন বই কিনে কেউ দেউলিয়া হয় না। আমি বলব, কর দিয়ে দেউলিয়া হয়েছে বলে শুনিনি। কর তো আয়ের ওপর, ব্যয়ের ওপর না। তা হলে দিতে সমস্যা কোথায়। নতুন করে কর অব্যাহতি দেওয়ার কথা বলবেন না। আমরা চাই যতটুকু আছে, তাও কমিয়ে আনা, ধীরে ধীরে কর অব্যাহতি তুলে দিতে। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে প্রাক-বাজেট আলোচনায় তিনি এ কথা বলেন।

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2025-03-12_at_10.10.12_PM__1741843071.jpeg

The Daily Star
A lighthouse to businesses In a war-ravaged country following the independence of Bangladesh, very few braved the risk of leaving a well-paid job to become a businessman. Syed Manzur Elahi, chairman of Apex Footwear Ltd, was one of those visionaries who dedicated their lives to rebuilding the nation with their entrepreneurial skills.Elahi, a man who would go on to find massive success, started his journey as a humble businessman in the leather sector, which was not a very familiar sector at the time. But through his dedication, the tannery, leather and leather goods sectors turned into a multi-billion-dollar sector.Rubana Huq, former president of Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA), said, "The country has lost a stalwart and we have lost a mentor. With unwavering determination, Elahi built an empire that not only contributed to the economy of Bangladesh and provided livelihoods for countless families but also inspired many entrepreneurs to prioritise purpose over profit.

uploads/trade_daily/digest_photo_s_alo__1741843071.jpg

সময়ের আলো
মার্কিন বাজারে সর্বোচ্চ প্রবৃদ্ধি বাংলাদেশের দেশের প্রধান রফতানি খাত তৈরি পোশাক শিল্পে ধারাবাহিকভাবে সফলতা আসছে। মোট রফতানি আয়ে উচ্চ প্রবৃদ্ধি, ইউরোপের বাজারে আয় বৃদ্ধির পর এবার একক দেশ হিসেবে সর্ববৃহৎ বাজার মার্কিন যুক্তরাষ্ট্রেও তৈরি পোশাক রফতানির প্রবৃদ্ধিতে সবার ওপরে রয়েছে বাংলাদেশ। চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ থেকে পোশাক রফতানিতে প্রবৃদ্ধি হয়েছে ৪৫ দশমিক ৯৩ শতাংশ। এর ধারে কাছেও নেই অন্য কোনো দেশ। ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের আওতাধীন অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের (অটেক্সা) হালনাগাদ পরিসংখ্যান থেকে এ তথ্য পাওয়া গেছে।

uploads/trade_daily/digest_photo_ju__1741843071.jpg

যুগান্তর
সম্পাদকীয় : ঋণখেলাপিদের আবারও ছাড় বস্তুত খেলাপি ঋণ বৃদ্ধির কারণগুলো বহুল আলোচিত, এক্ষেত্রে কর্তৃপক্ষের কী করণীয়, এটাও বহুল আলোচিত। অন্তর্বর্তী সরকার বেশকিছু পদক্ষেপ নেওয়ায় ব্যাংক খাত থেকে লুটপাট ও অর্থ পাচার বন্ধ হয়েছে। তবে যেহেতু খেলাপি ঋণ ব্যাংক খাতে দুরারোগ্য ব্যাধির রূপ নিয়েছে, সেহেতু এ খাতে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে হলে যত দ্রুত সম্ভব যথাযথ পদক্ষেপ নিতে হবে। খেলাপি ঋণ আদায়ের পদক্ষেপ নেওয়ার পাশাপাশি ব্যাংক খাতে সুশাসন নিশ্চিত করার পদক্ষেপও নিতে হবে।

uploads/trade_daily/digest_photo_d_post__1741843071.jpg

ঢাকা পোস্ট
বেক্সিমকোর ২৯ হাজার শ্রমিকের বেতন পরিশোধ করা হয়েছে : মন্ত্রণালয় এখন পর্যন্ত বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেডের ২৮ হাজার ৯৮৭ জন শ্রমিকের বেতন পরিশোধ করা হয়েছে। এটি অব্যাহত থাকবে। বুধবার (১২ ফেব্রুয়ারি) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের সহায়তায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক লি: কর্তৃপক্ষ শ্রমিকদের সব পাওনা পরিশোধ অব্যাহত রেখেছে।