BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

April 17, 2025

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2025-04-16_at_11.23.32_PM__1744868644.jpeg
প্রথমআলো
শিল্পমালিকদের গ্যাস-সংযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংযোগ দেওয়ার আগে শিল্পপ্রতিষ্ঠানটি রপ্তানিমুখী কি না, তা বিবেচনা করা হবে। বিবেচনা করা হবে আবেদনের তারিখও। যাদের গ্যাস দেওয়া হবে, তা যেন নিরবচ্ছিন্ন হয়, তা-ও নিশ্চিত করা হবে। বুধবার এ সিদ্ধান্তের কথা জানিয়ে পেট্রোবাংলাকে চিঠি দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
uploads/trade_daily/digest_photo_bonik__1744868644.jpg

বণিক বার্তা
২০২৬ সালে রফতানি ছাড়াতে পারে ৫০ বিলিয়ন ডলার, আছে চ্যালেঞ্জও বাংলাদেশের তৈরি পোশাক রফতানি ২০২৬ সালে ৫০ বিলিয়ন ডলার ছাড়াতে পারে বলে প্রক্ষেপণ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সম্প্রতি সংস্থাটির প্রকাশিত এক প্রতিবেদনে এ প্রক্ষেপণ করা হয়েছে। অবশ্য বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের ফলে এ রফতানি লক্ষ্যমাত্রা অর্জন চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিজিএমইএর সাবেক সভাপতি ড. রুবানা হক বণিক বার্তাকে বলেন, ‘পোশাক রফতানি ৫০ বিলিয়ন ছাড়িয়ে যাবে কিনা, সেটা বলা মুশকিল। কারণ শুল্কযুদ্ধের কারণে আমেরিকায় ভোক্তার সংখ্যা কমবে। ক্রেতাদের চাপ এবং আমাদের নিজেদের কারখানার চাকা চালানোর তাগিদে কমবে তৈরি পোশাকের দাম। একই সঙ্গে প্রতিযোগী দেশগুলো আমাদের ব্যবসার বেশ খানিকটা নিয়ে যাবে। কাজেই বাংলাদেশ আগামীতে কেমন করবে তা নির্ভর করছে বর্তমান সরকারের কূটনৈতিক কৌশলের ওপর। সোজা কথায় আমাদের অত্যন্ত কার্যকর অর্থনৈতিক কূটনীতি প্রয়োজন।’

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2025-04-16_at_11.28.45_PM__1744868644.jpeg

সমকাল
আগামী সপ্তাহেই মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসবে বাংলাদেশের প্রতিনিধি দল বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের ৩৭ শতাংশ বাড়তি শুল্কের বিষয়ে ইতোমধ্যে বেশকিছু উদ্যোগ নিয়েছে সরকার। এসব বিষয়ে নিয়ে আলোচার জন্য আগামী সপ্তাহে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে যাবেন। তারা বিষয়টি নিয়ে দেশটির বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআরইউএসটিআর) সঙ্গে বেঠক করবেন।’ ‘মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৭% শুল্ক আরোপ: চ্যালেঞ্জ, সম্ভাবনা ও সরকারের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। আজ বুধবার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এ মতবিনিময় সভার আয়োজন করে।

uploads/trade_daily/digest_photo_D_Tri_bd__1744868644.jpg

The Dhaka Tribune
Bangladesh gains ground in US apparel market amid China’s decline China’s long-standing dominance in the US apparel import market is seeing a marked decline, with Bangladesh and other developing producers rapidly gaining ground, according to new trade data. Figures from the US Office of Textiles and Apparel (OTEXA) show a significant shift over the past six years. In 2018, Bangladesh exported $5.4 billion worth of garments to the US, while China shipped goods worth $27.4 billion – nearly five times more. In 2024, however, Bangladesh’s exports rose to $7.34 billion, while China’s fell sharply to $16.5 billion, narrowing the gap to just over double.

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2025-04-16_at_11.32.50_PM__1744868644.jpeg

দৈনিক ইত্তেফাক
বৃহস্পতিবারের পরিবর্তে সোমবার হবে এবারের বাজেট ঘোষণা প্রতি অর্থবছরে জুন মাসের কোনো বৃহস্পতিবার বাজেট ঘোষণার রেওয়াজ থাকলেও এবার এর ব্যতিক্রম হচ্ছে। ২০২৫-২৬ অর্থবছরের জন্য বাজেট ঘোষণা করা হবে ২ জুন সোমবার। ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট দেওয়া হতে পারে। সচিবালয়ে মঙ্গলবার (১৫ এপ্রিল) অনুষ্ঠিত আর্থিক, মুদ্রা ও বিনিময় হার-সংক্রান্ত সমন্বয় কাউন্সিল ও সম্পদ ব্যবস্থাপনা কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে। এবারের বাজেট হচ্ছে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বাজেট।

uploads/trade_daily/digest_photo_s_alo__1744868758.jpg

সময়ের আলো
ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল, ওসমানীতে চালু হচ্ছে কার্গো ফ্লাইট বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দিয়েছে ভারত। এতে কিছুটা হলেও বিপাকে পড়েছেন দেশের ব্যবসায়ীরা। এই সংকট কাটিয়ে উঠতে চলতি মাসেই সিলেটের ওসমানী বিমানবন্দর দিয়ে কার্গো রফতানি শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ২৭ এপ্রিল এ বিমানবন্দর দিয়ে রফতানি কার্যক্রম উদ্বোধন করবেন বেসামরিক বিমান চলাচল উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। এদিন সন্ধ্যা সাতটায় ৬০ টন পণ্য নিয়ে সিলেট থেকে স্পেনের জারাগোর উদ্দেশে উড়াল দেবে বিমানের কার্গো ফ্লাইট। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2025-04-16_at_11.20.11_PM_(1)__1744868758.jpeg

প্রথমআলো
ভারত থেকে স্থলপথে সুতা আমদানি বন্ধে বাংলাদেশের লাভ কী ভারত থেকে স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ করেছে বাংলাদেশ। এত দিন বেনাপোল, ভোমরা, সোনামসজিদ, বাংলাবান্ধা, বুড়িমারী স্থলবন্দর দিয়ে সুতা আমদানির সুযোগ ছিল। গত মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) স্থলপথে সুতা আমদানির সুবিধা বন্ধ করে দেয়। বাংলাদেশের রপ্তানি পণ্যের ট্রান্সশিপমেন্ট সুবিধা ভারত বাতিল করার এক সপ্তাহের মধ্যে বাংলাদেশ এমন সিদ্ধান্ত নিল। সুতা আমদানি বন্ধ করায় বাংলাদেশের কী লাভ হলো?