BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

May 03, 2025

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2025-05-02_at_11.40.36_PM__1746254245.jpeg
প্রথমআলো
জুলাই গণ-অভ্যুত্থানের পর শুধু পোশাক খাতে শ্রমিকদের মজুরি নির্ধারিত হারের চেয়ে কিছুটা বাড়তি হারে বেড়েছে। তা-ও আন্দোলনের পর। অন্য খাতের শ্রমিকেরা বাড়তি কিছু পাননি। সরকার গত জানুয়ারি থেকে পোশাকশ্রমিকদের বার্ষিক মজুরি বৃদ্ধি (ইনক্রিমেন্ট) বাড়ায়। তাঁদের মজুরি বাড়ত ৫ শতাংশ হারে। আন্দোলনের পর ৪ শতাংশ বাড়িয়ে ৯ শতাংশ করা হয়, যা কার্যকর হয়েছে জানুয়ারি থেকে। যদিও এই হার মূল্যস্ফীতির চেয়ে কম।
uploads/trade_daily/digest_photo_s_b__1746254245.jpg

সারা বাংলা
পোশাক খাতে করপোরেট কর বাড়ছে, শঙ্কায় উদ্যোক্তারা দেশের পোশাক খাতে করের বোঝা আরও বাড়ছে। খাতটিতে করপোরেট কর ৮ শতাংশ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। তৈরি পোশাক খাতে বর্তমানে করপোরেট কর ১০ ও ১২ শতাংশ থাকলেও ১৮ থেকে ২০ শতাংশ করার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে এমন প্রস্তাব থাকতে পারে। আর খাতটিতে করপোরেট কর বাড়লে দেশের পোশাক খাতে উৎপাদন খরচ বাড়বে। এতে ক্ষতিগ্রস্ত হবেন পোশাক খাতের উদ্যোক্তারা। রফতানি আয়েও নেতিবাচক প্রভাব পড়তে পারে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে।

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2025-05-03_at_12.07.55_AM__1746254245.jpeg

বাংলাদেশ প্রতিদিন
রপ্তানি বৃদ্ধিতে পোশাক শিল্পকে আরও প্রতিযোগিতামূলক ও সাশ্রয়ী হতে হবে' বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং বিজিএমইএ-এর সাবেক সভাপতি ফারুক হাসান বলেছেন, রপ্তানি বৃদ্ধি এবং এলডিসি-পরবর্তী চ্যালেঞ্জগুলো মোকাবিলায় দেশের পোশাক শিল্পকে আরও প্রতিযোগিতামূলক ও সাশ্রয়ী হতে হবে। ওয়াশিং টেকনোলজিস্টরা সাশ্রয়ী মূল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আমাদের রপ্তানি এবং দেশের অর্থনীতিকে চাঙা করার জন্য আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। বৃহস্পতিবার ঢাকার অদূরে বিরুলিয়ায় কৃষিবিদ সিটির কেজি ইকো রিসোর্ট এবং পিকনিক স্পটে বাংলাদেশ গার্মেন্টস ওয়াশিং টেকনোলজিস্ট ফাউন্ডেশনের (বিজিডব্লিউটিএফ) ১৪তম বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

uploads/trade_daily/digest_photo_jugant__1746254245.jpg

যুগান্তর
শিল্পের গ্যাস দিয়ে চলছে বিদ্যুৎ ও সার উৎপাদন, দিশেহারা কারখানা মালিকরা শিল্প খাতের জন্য বরাদ্দকৃত গ্যাস সরবরাহ কমিয়ে বিদ্যুৎ ও সার উৎপাদনের জন্য দেওয়া হচ্ছে। এতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে শিল্প কল-কারখানায়। গ্যাস না থাকায় কারখানাগুলোর উৎপাদনে ধস নেমেছে। গার্মেন্টস ও টেক্সটাইল মিলগুলোর উৎপাদন ৭০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত কমে গেছে। অনেক কারখানা বন্ধ হওয়ার পথে। দেশের একটি বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান পেট্রোবাংলা চেয়ারম্যানকে চিঠি দিয়ে এই উদ্বেগের কথা জানিয়েছেন। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও গ্যাস সংকটের বিষয়ে পেট্রোবাংলার চেয়ারম্যানকে চিঠি দেওয়া হয়েছে। গ্যাসের অভাবে গত কয়েক দিনে প্রায় ৪০০ গ্যাসনির্ভর কারখানা, পূর্ণক্ষমতায় উৎপাদন করতে পারছে না। বিশেষজ্ঞদের মতে, শিল্পের গ্যাস বিদ্যুৎ উৎপাদনে সরবরাহ দেশের অর্থনীতির জন্য ভয়ংকর দুসংবাদ।

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2025-05-03_at_12.01.32_AM__1746254245.jpeg

সমকাল
করপােরেট কর হার কমানাে সম্ভব নয়: এনবিআর চেয়ারম্যান কীভাবে সহজে ব্যবসা করার পরিবেশ তৈরি করা যায়– আগামী বাজেটে সেদিকেই বেশি ফোকাস থাকবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান। বুধবার রাজধানীতে আগামী অর্থবছরের বাজেট বিষয়ে এনবিআরের পরামর্শক কমিটির সভায় সভাপতির বক্তব্যে এ কথা জানান তিনি। এনবিআর চেয়ারম্যান বলেন, সব দাবিদাওয়া মানা সম্ভব নয়। তবে করহার যৌক্তিকীকরণ হবে। যারা নিয়মিত কর দেন তাদের বিষয়ে ইতিবাচক পদক্ষেপ থাকবে।

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2025-05-02_at_11.49.42_PM__1746254245.jpeg

The Daily Star
Future of garment industry hinges on worker welfare : Md Mohiuddin Rubel, Former director of the Bangladesh Garment Manufacturers and Exporters Association Worker welfare and industry growth are not competing interests, but deeply intertwined concepts. Achieving Bangladesh's ambitious manufacturing goals depends on whether all stakeholders are willing to make that synergistic connection and implement it. A future where Bangladesh leads in global manufacturing is more than just about exports or profit margins. It's about shared prosperity, where progress is measured not only by numbers, but by the dignity and well-being of those who make it possible.

uploads/trade_daily/digest_photo_tbs_in__1746254245.jpeg

The Business Standard
India-Bangladesh trade restrictions rattle businesses Businesses in South Asia are on edge as India and Bangladesh engage in tit-for-tat trade restrictions following months of rising tensions, reports BBC. In a recent move, Bangladesh blocked land imports of Indian cotton yarn, aiming to protect its domestic textile sector from cheaper Indian alternatives. This followed India's abrupt suspension of a key transhipment facility that had allowed Bangladesh to export garments to global markets via Indian ports and airports—officially citing "congestion."

uploads/trade_daily/digest_photo_n_age__1746254245.jpg

The New Age
RMG washing technologists for cordination The leaders of Bangladesh Garments Washing Technologists Foundation have underscored the need for a collective effort for sustainable development in the washing sector, which plays a significant role in value addition. They also said that they are working to build a washing institute in Ashulia to boost the country›s RMG exports. They revealed it at their 14th Annual Get-together on Thursday in Savar. At his speech as chief guest, Faruque Hassan, former president of the Bangladesh Garment Manufacturers and Exporters Association, said that the country›s RMG industry needs to be more competitive and cost-effective to boost exports and overcome the challenges in the post-LDC period.‘Washing technologists can play a significant role in cost effectiveness,’ he added.