BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

July 13, 2025

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2025-07-12_at_11.37.17_PM__1752389713.jpeg
The Daily Star
Bangladesh should shift its focus from volume-driven garment exports to value-added products to retain more export earnings at home, said Mahmud Hasan Khan, the newly elected president of the Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA). He said that expanding export volumes without increasing value addition weakens long-term sustainability."At the end of the day, Bangladesh, as a manufacturing and supplying country, needs more value addition and value retention. These are the ultimate goals in the global value chain," he said during an interview with The Daily Star last week.
uploads/trade_daily/digest_photo_fe_us__1752389713.jpg

The Financial Express
US seeks 40pc value addition requirement, say apparel leaders The US representatives, during negotiations with the Bangladeshi trade delegation, proposed a 40 per cent local value addition threshold. However, the Bangladeshi delegation is negotiating for a relaxation of this requirement, seeking a lower threshold considering the 'Rules of Origin'. Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) President Mahmud Hasan Khan (Babu) said this during a meeting with the Dhaka Reporters’ Unity (DRU) Executive Committee on Saturday afternoon at the BGMEA office in Uttara.

uploads/trade_daily/digest_photo_a_desh__1752389713.jpg

আমার দেশ
তৈরি পোশাকের কোনো রপ্তানি আদেশ বাতিল বা স্থগিত হয়নি : বিজিএমইএ মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক শুল্ক ইস্যুকে কেন্দ্র করে বিশ্ববিখ্যাত পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান এবং বাংলাদেশের বড় পোশাক ক্রেতা ওয়ালমার্ট পোশাক কেনা কমিয়ে দিয়েছে এবং কিছু অর্ডার বাতিল করেছে বলে যে সংবাদ বিভিন্ন মিডিয়ায় ছাপা হয়েছে, তার পুরোটাই গুজব বলে জানিয়েছেন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান। তিনি বলেছেন, এটি পুরোটাই মিথ্যা প্রচারণা। কেউ এর সঠিক প্রমাণ দেখাতে পারেনি। যেসব মিডিয়ায় এ সংবাদ ছাপা হচ্ছে, সেগুলোর সাংবাদিকতার নীতি নিয়েও প্রশ্ন তুলেছেন বিজিএমইএ সভাপতি।

uploads/trade_daily/digest_photo_tbs_us__1752389713.jpg

The Business Standard
Dhaka, Washington yet to agree on 20% of US tariff conditions: BGMEA Bangladesh and the United States have reached an agreement on 80% of the conditions proposed by Washington, while no consensus has been reached on the remaining 20% during the second round of tariff negotiation between the two sides, said BGMEA President Mahmud Hasan Khan Babu.Mentioning that the government informed them on the progress, he told TBS that on the third and final day of the three-day talks on the imposition of a 35% US tariff on Bangladeshi exports, held on 11 July night in Washington DC, some inputs were taken from Bangladeshi business owners. He further said the government had not communicated to them any topics on which the two parties have either reached an agreement or have not.

uploads/trade_daily/digest_photo_inqui__1752389713.jpg

ইনকিলাব
মার্কিন যুক্তরাষ্ট্রের ৪০% মূল্য সংযোজন চাহিদা বাংলাদেশী ব্যবসায়ীদের জন্য চ্যালেঞ্জ: বিজিএমইএ সভাপতি বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান (বাবু) বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি বাংলাদেশি বাণিজ্য প্রতিনিধিদলের সাথে আলোচনায় ৪০% স্থানীয় মূল্য সংযোজনের শর্ত প্রস্তাব করেছেন, যা বাংলাদেশের ব্যবসায়ী সমাজের জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে পারে।শনিবার (১২ জুলাই) বিকেলে উত্তরা অবস্থিত বিজিএমইএ কার্যালয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) নির্বাহী কমিটির সাথে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল আলোচনায় অংশ নেন, এবং আরও উপস্থিত ছিলেন ডিআরইউ-এর সহ-সভাপতি গাযী আনোয়ার, সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন, কল্যাণ সম্পাদক রফিক মৃধা এবং নারী সম্পাদক রোজিনা রোজী।

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2025-07-13_at_12.13.50_AM__1752389713.jpeg

দৈনিক ইত্তেফাক
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কে অস্থিরতা: স্থগিত হচ্ছে পোশাক রপ্তানির অর্ডার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ৩৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপের প্রেক্ষাপটে বাংলাদেশের তৈরি পোশাক খাত এক অনিশ্চিত পরিস্থিতির মুখে পড়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্র্যান্ড ইতোমধ্যে বাংলাদেশ থেকে পোশাকের অর্ডার স্থগিত করতে শুরু করেছে। এতে রপ্তানিকারক মহলে সৃষ্টি হয়েছে চরম উদ্বেগ। শনিবার বিকেলে উত্তরা বিজিএমইএ ভবনে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতাদের সঙ্গে আলোচনায় বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান (বাবু) বলেন, “প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের চেষ্টা করেও সফল হইনি। পরে চারজন উপদেষ্টার সঙ্গে বৈঠক হয়।” তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “সরকারের এক প্রতিনিধি সময়মতো আলোচনা করতে ব্যর্থ হওয়ায় দুই মাস সময় নষ্ট হয়েছে। এরপর আরেকজন প্রতিনিধি যুক্ত হন, কিন্তু ব্যবসায়ীদের উপেক্ষা করা হয়েছে। এমন গুরুত্বপূর্ণ আলোচনায় ব্যবসায়ীদের সম্পৃক্ত করা উচিত ছিল।” বিজিএমইএ সভাপতির বক্তব্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বাণিজ্য উপদেষ্টা প্রস্তাব দিয়েছেন, যদি ৪০ শতাংশ স্থানীয় মূল্য সংযোজন নিশ্চিত করা যায়, তাহলে ব্যবসা চালানো যাবে কিনা—এটি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে।

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2025-07-12_at_10.59.53_PM__1752389713.jpeg

প্রথমআলো
ট্রাম্পের পাল্টা শুল্কের প্রভাব স্থগিত হচ্ছে যুক্তরাষ্ট্রের ক্রয়াদেশ চট্টগ্রামের ইনডিপেনডেন্ট অ্যাপারেলস যুক্তরাষ্ট্রের এক ক্রেতাপ্রতিষ্ঠানের কাছে ১৫ লাখ ডলারের স্পোর্টসওয়্যার রপ্তানির প্রস্তুতি নিচ্ছিল। তবে আগামী ১ আগস্ট থেকে বাংলাদেশের পণ্যে ৩৫ শতাংশ পাল্টা শুল্ক কার্যকরের ট্রাম্পের ঘোষণার পর সেই ক্রয়াদেশ স্থগিতের কথা জানায় মার্কিন ক্রেতাপ্রতিষ্ঠানটি। সার্বিক বিষয়ে জানতে চাইলে তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান প্রথম আলোকে বলেন, ‘শুল্কহার নিয়ে দুই দেশের মধ্যকার আলোচনা শেষ হয়েছে। আমরা শুনেছি, ৮৫ শতাংশ বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে। এখন আমরা ফলাফলের অপেক্ষায়। যদি ঘোষিত পাল্টা শুল্ক হার না কমে, তবে ক্রয়াদেশ স্থগিত ও বাতিলের মতো ঘটনা আরও বাড়বে। এরই মধ্যে এ রকম কিছু ঘটনা আমাদের নজরে এসেছে।’

uploads/trade_daily/digest_photo_kk__1752389713.jpg

কালের কন্ঠ
মহাচ্যালেঞ্জে পোশাক খাত ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ৮.৪ বিলিয়ন ডলারের রপ্তানি বাজার, বিশেষ করে তৈরি পোশাক খাত বড় ধরনের ক্ষতির মুখে পড়বে। এ কারণে নতুন শুল্ক নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা তাঁদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান কালের কণ্ঠকে বলেন, ‘যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া শুল্ক দেশের পোশাক খাতের জন্য একটি অশুভ বার্তা হলেও আমাদের বিশ্বাস বাংলাদেশের পক্ষ থেকে যে আলোচনা হয়েছে এর মধ্যে একটি ইতিবাচক ফল আসবে। অনন্ত গার্মেন্টস লিমিটেডের মোট রপ্তানির ২০ শতাংশের বেশি যায় যুক্তরাষ্ট্রের বাজারে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ইনামুল হক খান বাবলু গণমাধ্যমকে জানিয়েছেন, ‘যুক্তরাষ্ট্রের একটি ক্রেতা প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের সভা হয়েছে। তারা পাইপলাইনে থাকা অর্ডারে ট্যারিফের কারণে বাড়তি টাকার একটি অংশ বহন করার জন্য আমাদের বলছে।’ তিনি বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের বাজারের জন্য পাইপলাইনে থাকা মোট ক্রয়াদেশের পরিমাণ দুই বিলিয়ন ডলারের মতো হতে পারে।

uploads/trade_daily/digest_photo_n_agr__1752389713.jpg

The New Age
FY25: Apparel exports to key destinations rise Speaking to New Age, Inamul Haq Khan, senior vice-president of the Bangladesh Garment Manufacturers and Exporters Association, said that in the past few months, Bangladesh had witnessed a rise in purchase orders.New Age products. ‘Moreover, a considerable number of orders started to shift from China to Bangladesh due to US tariff, even some Chinese manufacturers shifted their offices and facilities to the country and hired factories,’ he added.Inamul Haq Khan also said that buyers consistently trusted Bangladesh due to its ethical production practices. Regarding the US tariff issue, he said that although the tariff talks concluded with a scope for further discussion, they remain hopeful that a positive outcome may still be achieved. Mohiuddin Rubel, former BGMEA director, told New Age that the besides conventional markets, nontraditional market size was about $150 in 2024, where Bangladesh had only 6 per cent share.‘There is significant potential for expansion in the markets like Japan, Australia and other markets,’ he added.

uploads/trade_daily/digest_photo_tbs_raki__1752389713.jpg

The Business Standard
35% US tariff: Bangladesh’s $10b garment trade teeters on edge : Rakibul Alam Chowdhury, Former vice-president of BGMEA. Bangladesh's export-dependent economy, driven primarily by its readymade garments (RMG) industry, is facing an unprecedented wave of uncertainty. The recent reimposition of a 35% retaliatory tariff by the United States on Bangladeshi goods has placed the country's $10 billion bilateral trade with the US in serious jeopardy. Although government-level discussions between the two nations are ongoing, a number of American buyers have already suspended their orders, with several actively exploring alternative sourcing destinations.

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2025-07-12_at_11.02.55_PM__1752389713.jpeg

প্রথমআলো
পাল্টা শুল্কের শঙ্কায় বাংলাদেশ থেকে পোশাকের ক্রয়াদেশ পিছিয়েছে ওয়ালমার্ট বিশ্বখ্যাত ওয়ালমার্ট বাংলাদেশের পোশাকের কিছু ক্রয়াদেশ পিছিয়ে দিয়েছে, কিছু ক্রয়াদেশ স্থগিত করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের পণ্যে, বিশেষ করে তৈরি পোশাকে ৩৫ শতাংশ শুল্ক আরোপ করার ঘোষণা দেওয়ায় এমন ঘটনা ঘটল। খবর রয়টার্সের / ডেনিম এক্সপার্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, যদি ৩৫ শতাংশ শুল্ক বহাল থাকে, তাহলে সত্যিই টিকে থাকা কঠিন হবে। বর্তমানে যে পরিমাণ ক্রয়াদেশ পাওয়া যাচ্ছে, তা আর থাকবে না। তিনি জানান, তাঁর গ্রাহককে কিছু শুল্ক বহনের অনুরোধ করা হবে, সে অবস্থাও নেই। কারণ, ইতিমধ্যে তাঁরা আগের শুল্ক ভারের কিছুটা বহন করছেন। তিনি বলেন, বড় বড় কোম্পানিই কিছুটা টিকে থাকতে পারবে, কিন্তু ছোট ও মাঝারি কোম্পানিগুলো পারবে না।

uploads/trade_daily/digest_photo_fe_us__denim__1752389713.jpg

The Financial Express
US value addition criteria for knitwear, denim achievable Bangladesh is capable of meeting, to a large extent, the 40 per cent value addition requirement tagged by the USA as far as the garment items like denim and knitwear are concerned. However, some woven products might face a setback. The US wants a minimum 40 per cent local value addition for ready-made garments (RMG) to qualify for the "Made in Bangladesh" label alongside a 35 per cent tariff on Bangladeshi exports, according to sources.Talking to the FE, Shovon Islam, managing director of Sparrow Group, also echoed the views of Mr Hoque, saying the requirement might prove to be 'very problem' for woven garments as some woven items like twill pant, shirt, casual shirt and pant are produced using imported raw materials.

uploads/trade_daily/digest_photo_jnews__1752389713.jpg

জাগো নিউজ২৪
RMG exports surge in non-traditional markets According to the Export Promotion Bureau (EPB), RMG exports to non-traditional markets reached $6.44 billion in 2024–25, up from $6.09 billion the previous year, accounting for 16.36 per cent of total exports. Amid global market competition and stagnant growth in traditional markets, this growth signals new potential for Bangladesh’s RMG sector. Mohiuddin Rubel, former BGMEA director and managing director of Bangladesh Apparel Exchange, told Jago News, “The future of Bangladesh’s RMG exports lies in penetrating new markets and meeting their demands. Strategic planning, government support, and entrepreneurial innovation are essential to sustain growth in non-traditional markets.”

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2025-07-13_at_12.08.18_AM__1752389713.jpeg

The Daily Star
US tariff threat: Walmart puts on hold some orders from Bangladesh "If the 35% tariff remains for Bangladesh, that will be very tough to sustain, honestly speaking, and there will not be as many orders as we have now," said Mohiuddin Rubel, managing director at jeans manufacturer Denim Expert Ltd in Dhaka. Rubel, whose company produces jeans for H&M HMb.ST and other retailers, said he expects clients will ask him to absorb part of the tariff, but added this would not be possible financially. Manufacturers have already absorbed part of the blanket 10% tariff imposed by the US on April 2."Only probably the big, big companies can a little bit sustain (tariffs), but not the small and medium companies," he said.