July 31, 2025
The Financial Express
BD may face setback as US fashion brands shift focus to emerging rivals
Rising tariff and trade tensions under the Trump administration are driving US fashion companies to look beyond their traditional apparel-sourcing bases-China, Vietnam, and Bangladesh. Instead, countries like Indonesia, India, and Cambodia are emerging as the new front-runners in the shifting global supply chain, according to the 2025 Fashion Industry Benchmarking Study, released on Tuesday. When asked, Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) President Mahmud Hasan Khan said each big buyer has their own country risk analysis and business cannot be shifted from Bangladesh overnight. The competition from Indonesia, India and Cambodia could be a big challenge for Bangladesh if the tariff gaps go higher for Bangladesh than others, he said. He added that existing internal issues, including high cost of doing business and poor infrastructural bottlenecks, are not addressed timely.
বণিক বার্তা
পাল্টা শুল্ক নিয়ে তৃতীয় দফা আলোচনা : আশাবাদী বাংলাদেশ, ভবিষ্যতে ট্রাম্পের বিধিনিষেধের শঙ্কায় যুক্তরাষ্ট্রের ক্রেতারা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী আগামীকাল ১ আগস্ট থেকে বাংলাদেশের পণ্য রফতানিতে ৩৫ শতাংশ পাল্টা শুল্কহার কার্যকর হবে। যদিও ওয়াশিংটনে পাল্টা শুল্ক নিয়ে চলমান তৃতীয় দফা আলোচনার প্রথম দিন শেষে প্রতিনিধিত্ব করা বাংলাদেশের সরকারি কর্তাব্যক্তিরা আলোচনায় শুল্কহার নিয়ে ‘ভালো কিছু’র আশাবাদ ব্যক্ত করেছেন। এদিকে যুক্তরাষ্ট্রের পোশাক ক্রেতাপ্রতিষ্ঠান প্রতিনিধিরা ভবিষ্যতে বাংলাদেশ থেকে ক্রয় বৃদ্ধির ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের বাণিজ্য বিধিনিষেধকে প্রতিবন্ধকতা বলে মনে করছেন। এক সমীক্ষা প্রতিবেদনে তাদের উদ্বেগের তথ্য উঠে এসেছে।
ইনকিলাব
বিজিএমইএ সভাপতির সঙ্গে জেট্রো এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত
জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো) এর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ, কাজুইকি কাটাওকা বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এর সভাপতি মাহমুদ হাসান খানের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন। ৩০ জুলাই উত্তরাস্থ বিজিএমইএ কমপ্লেক্সে অনুষ্ঠিত এক সভায় সাক্ষাত করেন তিনি। এ সময় জেট্টো ঢাকা অফিসের সিনিয়র ডিরেক্টর, শেখ মোহাম্মদ শরিফুল আলমও উপস্থিত ছিলেন। সভায় পোশাকখাতে দ্বি-পাক্ষিক বানিজ্য ও বিনিয়োগে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা হয়।সভায় বিজিএমইএ সভাপতির সঙ্গে আলোচনায় অংশগ্রহন করেন সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান, সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী এবং পরিচালক মোহাম্মদ সোহেল।
আজকের পত্রিকা
এলডিসি থেকে উত্তরণের পর রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে আন্তমন্ত্রণালয় কমিটি
স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পর বাংলাদেশের রপ্তানি খাতের চ্যালেঞ্জ মোকাবিলা এবং সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৬ সালের ২৪ নভেম্বর বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর রপ্তানিনির্ভর নগদ সহায়তা বা সাবসিডি দেওয়া সম্ভব হবে না। এ প্রেক্ষাপটে দেশের উদীয়মান ও প্রতিশ্রুতিশীল চারটি খাত চামড়া ও চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, কৃষি ও প্রক্রিয়াজাত কৃষিপণ্য এবং ফার্মাসিউটিক্যালস খাতের রপ্তানি সক্ষমতা বাড়াতে একটি আন্তমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি এ বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে। সুপারিশগুলো পেশ করার পর সেগুলো বাস্তবায়নের জন্য এই নতুন কমিটি গঠন করা হলো।
জাগো নিউজ২৪
বিজিএমইএ সভাপতি : জাপান বাংলাদেশের জন্য একটি অমিত সম্ভাবনার বাজার
কৌশলগত কারণে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) পোশাক শিল্পের বাজার বৈচিত্র্যকরণের ওপর জোর দিয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান। তিনি বলেন, এক্ষেত্রে জাপান বাংলাদেশের জন্য একটি অমিত সম্ভাবনার বাজার। বুধবার (৩০ জুলাই) রাজধানীর উত্তরায় বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) কান্ট্রি প্রতিনিধি কাজুইকি কাটাওকা। এ সময় এ কথা বলেন বিজিএমইএ সভাপতি। সভায় জেট্রো ঢাকা কার্যালয়ের সিনিয়র ডিরেক্টর শেখ মোহাম্মদ শরিফুল আলমও উপস্থিত ছিলেন। এছাড়া বিজিএমইএ সভাপতির সঙ্গে আলোচনায় অংশ নেন সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান, সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী এবং পরিচালক মোহাম্মদ সোহেল।
দেশ রুপান্তর
জাহাজ কমিয়ে জট ছাড়ানোর উদ্যোগ
জাহাজের সংখ্যা কমিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজজট কমাতে চায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক)। বর্তমানে চট্টগ্রাম বন্দরে ১২৬টি জাহাজ চলাচলের জন্য অনুমোদন থাকলেও তা ১০০-এর মধ্যে নিয়ে আসতে চায়। তবে প্রাথমিকভাবে ১৫টি জাহাজ কম আনার জন্য শিপিং কোম্পানিগুলোর কাছে চিঠি দেওয়া হয়েছে। তবে এ জাহাজ কমিয়ে আনা হলে আন্তর্জাতিক ক্ষেত্রে চট্টগ্রাম বন্দরের সুনাম কমবে এবং কনটেইনারের ভাড়াও বেড়ে যাবে বলে শিপিং কোম্পানিগুলোর অভিমত। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ডেপুটি কনজারভেটর ক্যাপ্টেন মো. জহিরুল ইসলাম স্বাক্ষরিত (গত মঙ্গলবার) একটি চিঠি বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান বরাবর দেওয়া হয়।
সমকাল
যুক্তরাষ্ট্রের তুলায় তৈরি পোশাকে আগের শুল্ক চায় বিটিএমএ
যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তুলায় তৈরি পোশাক দেশটিতে রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা আশা করেন বাংলাদেশি উদ্যোক্তারা। তবে তারা বলছেন, শতভাগ শুল্কমুক্ত সুবিধা যদি সম্ভব নাও হয়, তাহলে অন্তত শুল্ক যেন আর না বাড়ানো হয়। অর্থাৎ ২ এপ্রিলের আগে পণ্যভিত্তিক গড়ে যে ১৬ শতাংশ শুল্ক ছিল সে হারই যেন বহাল রাখা হয়। যুক্তরাষ্ট্রের বেসরকারি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় এমন দাবি তুলে ধরা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল। বুধবার একটি ইংরেজি দৈনিকের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। ওয়াশিংটনে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) সঙ্গে বাংলাদেশ প্রতিনিধি দলের বৈঠক শুরু হয়েছে। সে আলোচনায় সরাসরি বেসরকারি খাতের কোনো প্রতিনিধি নেই। তবে সরাসরি আলোচনায় না থাকলেও পরোক্ষভাবে আলোচনায় রয়েছেন তারা।
The New Age
Country’s largest industrial water reuse project unveiled
The country’s largest Water Reuse and Improved Wastewater Management Demonstration Site were unveiled at Fakir Knitwears Limited in Narayanganj on Wednesday, aiming to promote the sustainability of the country's readymade garment industry. The launching event was co-hosted by Primark, Fakir Knitwears Ltd, and The World Bank’s 2030 Water Resources Group.According to the event details, the project is expected to reduce fresh groundwater extraction by 30 per cent, supporting Bangladesh’s Sustainable Water Roadmap 2030 and the United Nations Sustainable Development Goal 6 (Clean Water and Sanitation).