BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

August 19, 2025

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2025-08-18_at_11.22.01_PM__1755586034.jpeg
বাংলাদেশ প্রতিদিন
ব্যবসায়ীরা মনে করেন, জিএসপি প্লাস বা সমজাতীয় সুবিধা না পেলে রপ্তানি আয় ৬ থেকে ১৪ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। এতে ক্ষতিগ্রস্ত হবে বেসরকারি খাত। এজন্য এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে ব্যবসায়ীদের আতঙ্ক কাটছেই না। এলডিসি গ্র্যাজুয়েশন পিছিয়ে দেওয়ারও দাবি ব্যবসায়ীদের। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বলেন, ‘এলডিসি গ্র্যাজুয়েশন হয়ে গেলে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা কমে যাবে। ইউরোপ, কানাডা ও যুক্তরাজ্যে শুল্কমুক্তের সুবিধা থাকবে না। যার ফলে আমাদের প্রতিযোগী সক্ষমতা কমে যাবে। আমাদের প্রস্তুতির জন্য আরও দুই-তিন বছর সময় দরকার।’
uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2025-08-18_at_11.18.21_PM__1755586034.jpeg

মানবজমিন
তৈরি পোশাক খাত : অর্ডার বাড়ছে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত দুই সপ্তাহে মার্কিন ক্রেতাদের কাছ থেকে আসতে শুরু করেছে বাড়তি ক্রয়াদেশ। এ ছাড়া, বাতিল হওয়া অর্ডারও ফিরছে এখন। তারা বলছেন, আগামী কয়েক মাসে ক্রয়াদেশ বাড়তে পারে ৮ থেকে ১০ শতাংশ। আর গ্রীষ্মে ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত। শুধু তাই নয়, মার্কিন ক্রয়াদেশ ধরে রাখার কৌশল হিসেবে ভারতীয় প্রতিষ্ঠানগুলোও বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করছে। এ ছাড়া চীনা বিনিয়োগকারীরা বাংলাদেশ তৈরি পোশাক কারখানা স্থাপনে আগ্রহ দেখাচ্ছেন। আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ বলেন, এখন পর্যন্ত আশা রাখতে পারি সরকার ইন্ডাস্ট্রিকে প্রায়োরিটি দিবে এবং গ্যাসের সরবরাহ ঠিক রাখবে। কিন্তু এক্সপানশনের ক্ষেত্রে যারা নতুন তারা কেউই কিন্তু কানেকশন পাচ্ছে না।’ বিজিএমইএ’র সভাপতি মাহমুদ হাসান খান বলেন, ভোক্তারা যদি শুল্কের বিষয়টি ভালোভাবে মানিয়ে নিতে পারে, তাহলে ক্রয়াদেশ বাড়বে। যেসব মার্কিন ক্রেতা ভারতে কাজ করে, তবে বাংলাদেশে করে না, সেসব ক্রেতার ক্রয়াদেশ নেয়ার চেষ্টা করতে হবে।

uploads/trade_daily/digest_photo_fe_narr__1755586034.jpg

The Financial Express
Narrow product range risks RMG sector’s sustainability Five traditional items from the country's main export sector- trousers, T-shirt, shirt, sweater, and underwear - contributed about 80.82 per cent of the total readymade garment (RMG)-export earnings in the past financial year (FY25), according to BGMEA data. Inamul Haq Khan, senior vice-president of the BGMEA, says 70 per cent of the global demand is for MMF-based garments, while Bangladesh produces 70-75 per cent of its exportable based on cotton, which runs counter to the global trend of the day. To raise export earnings from RMG products, he says, exporters need to go for MMF-based garments to sustain in the competition and get better prices like Vietnam. His factory's export earnings are growing, though the number of factories or their capacity has not increased, says the leading exporter, adding that it is because they produce high-value-added items.

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2025-08-18_at_11.26.22_PM__1755586034.jpeg

সমকাল
পুরোনো ক্রেতারা ফিরছে, নতুনরাও নিচ্ছে খোঁজ জানতে চাইলে ফ্লোরেন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হোসনে কামার আলম গতকাল সমকালকে বলেন, ‘নতুন করে রপ্তানি আদেশ আসছে। এক বছর ধরে আমার কারখানায় মার্কিন কোনো ক্রেতার কাজ ছিল না। গত এক সপ্তাহে নতুন-পুরোনো অনেক ক্রেতা প্রতিষ্ঠান আলোচনা শুরু করেছে।’ তিনি বলেন, এরই মধ্যে ১০ লাখ পিসের একটি রপ্তানি আদেশ পেয়েছেন একটি ক্রেতা প্রতিষ্ঠান থেকে। উৎপাদন সক্ষমতা থাকলে পরিমাণে আরও রপ্তানি আদেশ দেওয়ার বিষয়ে আগ্রহ দেখিয়েছে ওই ক্রেতা। প্রতিষ্ঠানটি আগে ভারত থেকে পণ্য নিত। যুক্তরাষ্ট্রের ‘পাল্টা’ ৫০ শতাংশ শুল্কের কারণে ভারত থেকে রপ্তানি আদেশ প্রত্যাহার করে আনা হয়েছে বলে ক্রেতার বরাত দিয়ে জানান তিনি। মোহাম্মদ হোসনে কামার আলম বলেন, এ রকম অনেক ক্রেতা প্রতিষ্ঠান খোঁজখবর নিচ্ছে। চীন থেকেও রপ্তানি আদেশ আসছে। ভারত এবং চীনা পণ্যে অতিরিক্ত শুল্কের ফলে এ রকম হওয়াটাই স্বাভাবিক।

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2025-08-18_at_11.36.48_PM__1755586034.jpeg

প্রথমআলো
এইচএসবিসি সেরা রপ্তানিকারক পুরস্কারের আবেদন গ্রহণ শুরু নবমবারের মতো দেশের সেরা রপ্তানিকারকদের স্বীকৃতি দেবে দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) বাংলাদেশ। এই স্বীকৃতি পেতে দেশের সব রপ্তানিকারক প্রতিষ্ঠান আবেদন করতে পারবে। আবেদনকারীদের মধ্য থেকে চার শ্রেণিতে দেওয়া হবে সেরা রপ্তানিকারকের স্বীকৃতি। এ পুরস্কার বা স্বীকৃতির জন্য আবেদন করতে ব্যাংকটির গ্রাহক হতে হবে না। শর্তপূরণ সাপেক্ষে যে কেউ আবেদন করতে পারবে। রাজধানীর সোনারগাঁও হোটেলে আজ সোমবার এক সংবাদ সম্মেলনে ‘এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ শীর্ষক এ আয়োজনের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। এ সময় শিল্পোদ্যোক্তা কুতুবউদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের বিদ্যুৎ আছে, কিন্তু মানসম্মত বিদ্যুৎ নেই। এ জন্য কারখানা সচল রাখতে জেনারেটর কিনতে হয়। ফলে খরচ বেড়ে যায়। এ ছাড়া লজিস্টিক ব্যয়, বন্দর খরচ ও অবকাঠামো সমস্যার সমাধান, নতুন শিল্পে সহায়তা ও ডিজিটাল খাতে বিনিয়োগের ওপর জোর দিতে হবে। সরকার যদি ব্যবসার পরিবেশ আরও সহজ করতে পারে, তাহলে নতুন উদ্যোক্তারা দেশের অর্থনীতি এগিয়ে নিতে পারবেন।’

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2025-08-18_at_11.10.25_PM__1755586034.jpeg

The Daily Star
Powering RMG, securing the future : Mohiuddin Rubel, Former Director, BGMEA and MD, Bangladesh Apparel Exchange The ready-made garment (RMG) industry is the heartbeat of Bangladesh's economy, an engine of prosperity that drives exports, creates millions of jobs and shapes the nation's global identity. This vibrant sector thrives on precision, speed and reliability. Yet it can also be brought to a standstill in an instant by an all-too-familiar challenge: the sudden loss of power.

uploads/trade_daily/digest_photo_ajker__1755586034.jpg

আজকের পত্রিকা
আমদানি মূল্য পরিশোধের সময় বাড়ল ১৮০ দিন পণ্য সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে শিল্পের কাঁচামাল এবং কৃষি উপকরণের আমদানি মূল্য পরিশোধের সময় নতুন করে ১৮০ দিন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়মে শিল্পের কাঁচামাল এবং কৃষি উপকরণের আমদানি মূল্য বৃদ্ধি ৩৬০ দিন করায় ব্যবসায়ীরা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় পাচ্ছেন। সোমবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

uploads/trade_daily/digest_photo_kk__1755586034.jpg

কালের কন্ঠ
বন্দরে কনটেইনার জট কমাতে তিন নির্দেশনা চট্টগ্রাম বন্দরের কনটেইনার জট কমাতে এবং আমদানি-রপ্তানি প্রক্রিয়াকে আরো সহজ করতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সম্প্রতি ১৯টি বেসরকারি অফডকের (ইনল্যান্ড কনটেইনার ডিপো বা আইসিডি) জন্য তিন দফা নতুন নির্দেশনা জারি করেছে। এই নির্দেশনাগুলো অফডক মালিক, আমদানিকারক ও সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে এরই মধ্যে পাঠানো হয়েছে।