August 04, 2025
সমকাল
স্থগিত রপ্তানি আদেশ ফিরতে শুরু করেছে
গত শুক্রবার বাড়তি শুল্ক কমিয়ে ২০ শতাংশ নির্ধারণের পর ক্রেতাদের কেউ কেউ আবার রপ্তানি আদেশ বহাল করেছেন। জানতে চাইলে তৈরি পোশাক রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান সমকালকে বলেন, চুক্তিতে আসলে কী রয়েছে, সে বিষয়ে তারা এখনও সুস্পষ্ট কিছু জানেন না। জানলে ক্রেতাদের সঙ্গে আলোচনা সহজ হতো। নন-ডিসক্লোজার এগ্রিমেন্টের (এনডিএ) কারণে সব কিছু জানানো হবে কিনা, তা নিয়েও কিছুটা সন্দেহের কথা জানান তিনি। গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশে শুল্ক কমে আসার সুবাদে ক্রেতাদের প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, শনি ও রোববার দুই দিন সরকারি ছুটি ছিল যুক্তরাষ্ট্রে। এ কারণে এখনও খুব বেশি সাড়া নেই। অফিস খোলার পর বেশ ভালো পরিমাণে রপ্তানি আদেশ পাওয়া যাবে বলে আশা করা যায়। তবে কিছু কারখানায় ইতোমধ্যে রপ্তানি আদেশ আসতে শুরু করেছে। স্থগিত রপ্তানি আদেশের কাজ আবার শুরু করার কথা জানিয়েছেন ক্রেতারা।
The Daily Star
US retailers lean on suppliers to absorb tariffs
American clothing brands and retailers are pressing their Bangladeshi suppliers to absorb a portion of new tariffs levied by the Trump administration, squeezing the already thin margins of garment exporters. Officially, the industry's main body has yet to register the trend. Mahmud Hasan Khan, president of the Bangladesh Garment Manufacturers and Exporters Association, said that no exporters had formally complained to him about the cost-sharing requests and that he was not otherwise aware of the issue. This suggests that these negotiations are happening on a direct, buyer-to-supplier basis as companies navigate the fallout from the new trade policy.
যুগান্তর
যুগান্তরের গোলটেবিল বৈঠকে বক্তারা : আকাশচুম্বী প্রত্যাশার চাপে সরকার, প্রাপ্তি কম
যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদারের সভাপতিত্বে এ গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখেন অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, সরকারি প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ, সাবেক রাষ্ট্রদূত এম. হুমায়ুন কবির, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবার, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদিব, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী এবং বিএনপির মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগান্তরের প্রধান প্রতিবেদক মাসুদ করিম।মাহমুদ হাসান খান বলেন, গত এক বছরে প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে বিস্তর পার্থক্য দেখেছি। এখন এটা কী প্রত্যাশার সমস্যা, নাকি প্রাপ্তির সমস্যা-সে বিষয়ে আলোচনা করতে হবে। এই সরকারের কাছে আমাদের প্রত্যাশাটা অনেক বেশি ছিল।
বাংলাদেশ প্রতিদিন
মার্কিন শুল্ক কমায় পোশাক খাতে নতুন সম্ভাবনা
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর পাল্টা শুল্ক ৩৫ থেকে কমিয়ে ২০ শতাংশ করায় দেশটির বাজারে প্রতিযোগী অবস্থানে রয়েছে বাংলাদেশ। পোশাক রপ্তানিতে বাংলাদেশের অন্যতম প্রতিযোগী দেশ ভিয়েতনাম ও বাংলাদেশি পণ্যে পাল্টা শুল্ক একই, অর্থাৎ ২০ শতাংশ। এ ছাড়া প্রতিযোগী দেশ ভারতের ওপর আগেই ২৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপ হয়। চীনের সঙ্গে এখনো চুক্তি হয়নি। তবে বর্তমানে চীনের ওপর ৩০ শতাংশ ও মিয়ানমারের ওপর ৪০ শতাংশ শুল্ক হয়েছে। এমন পরিস্থিতিতে প্রতিযোগিতামূলক অবস্থানে থাকায় স্বস্তি ফিরেছে দেশের পোশাক খাতের উদ্যোক্তাদের মধ্যে। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানির প্রায় ৭৫ শতাংশ পোশাক তুলাভিত্তিক। যুক্তরাষ্ট্রের শুল্কসংক্রান্ত সর্বশেষ নির্বাহী আদেশে স্পষ্টভাবে বলা হয়েছে, যদি পণ্যে ন্যূনতম ২০ শতাংশ মার্কিন কাঁচামাল যেমন আমেরিকার তুলা ব্যবহার হয়, তাহলে অতিরিক্ত ২০ শতাংশ শুল্ক প্রযোজ্য হবে না। অর্থাৎ আমেরিকার কাঁচামাল ব্যবহার করলে আমরা বাড়তি শুল্ক থেকে মুক্তি পাব। এতে আমাদের প্রতিযোগিতার সক্ষমতা আরও বাড়বে।’
সমকাল
সাক্ষাৎকার : মোহাম্মদ আবদুস সালাম , চীন থেকে ক্রয়াদেশ বাংলাদেশে স্থানান্তরিত হতে পারে
মোহাম্মদ আবদুস সালাম এশিয়ান-ডাফ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তাঁর প্রতিষ্ঠান ফরচুন অ্যাপারেলস উৎপাদিত পণ্যের শতভাগ যুক্তরাষ্ট্রে রপ্তানি করে। ট্রাম্প প্রশাসনের নতুন শুল্কসহ বিভিন্ন প্রসঙ্গে সমকালের সঙ্গে কথা বলেছেন মোহাম্মদ আবদুস সালাম। সাক্ষাৎকার নিয়েছেন সারোয়ার সুমন
নয়া দিগন্ত
যুক্তরাষ্ট্রে শুল্ক হ্রাসে ফিরছে অর্ডার
বাংলাদেশ তৈরী পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, “শুল্ক কমার ঘোষণার পর মার্কিন ক্রেতারা আবারো আমাদের রফতানিকারকদের সাথে যোগাযোগ শুরু করেছেন। যেসব অর্ডার ট্যারিফ অনিশ্চয়তার কারণে আটকে ছিল, সেগুলো আবার সচল হচ্ছে।” তবে তিনি সতর্ক করে দেন, “শুল্ক কমলেও বন্দর, কাস্টমস ও লজিস্টিক ব্যবস্থায় দক্ষতা না বাড়ালে এই সুযোগ পুরোপুরি কাজে লাগানো যাবে না। বিশেষ করে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানো এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ-গ্যাস সরবরাহ নিশ্চিত করা জরুরি।”স্থগিত অর্ডারে গতি, নতুন আশার আলো : স্প্যারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম জানান, যুক্তরাষ্ট্রের কয়েকজন বায়ার তার প্রতিষ্ঠানের প্রায় ৫০ লাখ ডলারের সমপরিমাণ তিন লাখ পিস পোশাকের অর্ডার স্থগিত করেছিলেন। ট্যারিফ হ্রাসের পর তারা আবারো অর্ডার চালুর কথা জানিয়ে দিয়েছেন।
সময়ের আলো
যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি এ মাসেই
দর কষাকষির পর বাংলাদেশি পণ্যর উপর সম্পূরক শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করার যে সিদ্ধান্ত হয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে তা নিয়ে চলতি মাসের মধ্যেই চুক্তি হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র চুক্তির খসড়া দেওয়ার পর তাতে আপত্তি থাকলে সংযোজন-বিয়োজন শেষে দুই দেশের সম্মতিতে সই করবে বাংলাদেশ। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (প্রেস উইং) গোলাম মোর্তোজা এ তথ্য জানান। তিন বলেন, দুই থেকে তিন সপ্তাহ লাগতে পারে চুক্তি হতে।রোববার (৩ আগস্ট) এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানান।
বণিক বার্তা
আগামীকাল বন্ধ থাকবে সব ব্যাংক বস্ত্র ও পোশাক কারখানা
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামীকাল সব ব্যাংক বন্ধ থাকবে। এক প্রজ্ঞাপনে গতকাল এ সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বন্ধ থাকবে দেশের সব বস্ত্র ও পোশাক কারখানাও। তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন। ব্যাংকগুলো জানায়, জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামীকাল ব্যাংক বন্ধ থাকলেও অনলাইন লেনদেন চালু থাকবে। পাশাপাশি এটিএম ও সিআরএমের মাধ্যমে টাকা উত্তোলন ও জমা দেয়া যাবে। ফলে অনলাইন ব্যবস্থায় ব্যাংকিং সেবা চালু থাকবে।
জাগো নিউজ২৪
রপ্তানির জটিলতা কমাতে বাংলাদেশ ব্যাংকের মাস্টার সার্কুলার
রপ্তানি কার্যক্রম আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে বাংলাদেশ ব্যাংক মাস্টার সার্কুলার জারি করেছে। ২০২৫ সালের ৩১ জুলাই প্রকাশিত এ সার্কুলারে রপ্তানি সংক্রান্ত সব বিদ্যমান নির্দেশনা একত্রে সংকলিত হয়েছে। নির্দেশনা জারির তারিখ থেকে এক বছরের জন্য এটি বলবৎ থাকবে। সার্কুলারে সাধারণ রপ্তানি নির্দেশনার পাশাপাশি রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা, অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্ক থেকে রপ্তানি, রপ্তানি লেনদেনে নিরাপত্তাব্যবস্থা, ওপেন অ্যাকাউন্টে রপ্তানি, তথ্যপ্রযুক্তি সেবা ও অন্যান্য সেবা রপ্তানি, ই-কমার্স ভিত্তিক রপ্তানি, অন্ট্রাপো ট্রেড, মার্চেন্টিং ট্রেড ও কাউন্টার ট্রেডসহ নানান গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।
The Financial Express
BD millers to redouble US cotton import
To reciprocate the steep US reciprocal tariff being cut down to 20 per cent, Bangladeshi textile and spinning millers target to augment American cotton imports under tradeoffs to make the country's apparel trade competitive in the United States. Kutubuddin Ahmed said, "We are already in talks with a US supplier to import 250 tonnes of cotton, considering the tariff issue." The conditions requiring local value addition and the use of US raw materials will help attract investment in Bangladesh's spinning and textile mills, which will create more employment opportunities in the country, hopes Kutubuddin Ahmed, a former president of BGMEA.
প্রথমআলো
দেশের যে ১০ রপ্তানি পণ্যে সর্বোচ্চ শুল্ক দিতে হবে
পাল্টা শুল্ক যুক্ত হলে বাংলাদেশের পণ্যে শুল্কহার বাড়বে। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য কমিশনের তথ্য বিশ্লেষণ করে প্রথম আলো বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া ১০টি পণ্য শনাক্ত করেছে, যেগুলোতে সবচেয়ে বেশি শুল্ক দিতে হবে।
জানতে চাইলে চট্টগ্রামের ইন্ডিপেন্ডেন্ট অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম আবু তৈয়ব প্রথম আলোকে বলেন, পরিমাণে কম হলেও বাংলাদেশ থেকে উচ্চ শুল্কের পণ্য রপ্তানি হচ্ছে। পাল্টা শুল্ক যুক্ত হয়ে খরচ বাড়লেও খুব বেশি প্রভাব পড়বে না। কারণ, বাংলাদেশের প্রতিযোগী দেশগুলোতে বাংলাদেশের কাছাকাছি শুল্কহার রয়েছে।
আজকের পত্রিকা
পণ্য ও বাজার বৈচিত্র্যে ঘাটতি : পাল্টা শুল্ক বাজাল বিপদ ঘণ্টা
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপের হুমকি বাংলাদেশকে এমন এক বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছিল, যা ছিল অর্থনীতির জন্য ভয়াবহ এক সতর্কসংকেত। শেষ পর্যন্ত যদি এই শুল্কহার ১৫ শতাংশ কমিয়ে ২০ শতাংশে নির্ধারণ না করা হতো, বরং তা প্রতিযোগী দেশগুলোর তুলনায় আরও বেশি হতো। তবে এর অভিঘাত হতো বহুমাত্রিক ও ব্যাপক। দেশের রপ্তানিনির্ভর প্রবৃদ্ধি তখন এক ধাক্কায় কেঁপে উঠত। আর এ থেকে আবারও স্পষ্ট হয়েছে, বিশ্ববাজারের মতো অনিশ্চিত মঞ্চে শুধু একটি খাতের ওপর ভরসা করে এগিয়ে চলার ঝুঁকি কতটা ভয়াবহ।