BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

November 08, 2025

uploads/trade_daily/digest_photo_sun__1762584190.jpg
The Daily Sun
The Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) has undertaken a significant initiative to encourage its members, officials, employees, and their families to avail quality healthcare and diagnostic services within the country, thereby reducing dependency on treatment abroad. The MoU signing ceremony was held at the BGMEA Complex in Uttara, Dhaka, presided over by BGMEA President Mahmud Hasan Khan. Also present were First Vice President Salim Rehman, Senior Vice-President Inamul Haq Khan, Vice-President Md Rezwan Selim, Vice-President (Finance) Mijanur Rahman, and Directors Shah Rayeed Chowdhury, Faisal Samad, Md Hasib Uddin, Nafis-Ud-Doula, and Enamul Aziz Chowdhury, along with representatives from the respective healthcare organizations. The event was coordinated by BGMEA Director Shah Rayeed Chowdhury.
uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2025-11-08_at_11.43.14_AM__1762584190.jpeg

প্রথম আলো
কানাডায় তৈরি পোশাকের রপ্তানি বাড়াতে সহায়তা দেবে বিবিসিসি, বিজিএমইএর সঙ্গে সমঝোতা চুক্তি সই কানাডায় তৈরি পোশাকের রপ্তানি বাড়াতে সহায়তা দেবে বাংলাদেশ বিজনেস চেম্বার অব কানাডার (বিবিসিসি)। পাশপাশি বাংলাদেশ ও কানাডার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা জোরদার করতে বিবিসিসি সঙ্গে একটি সমঝোতা চুক্তি সই করেছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে সমঝোতা চুক্তিতে সই করেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান ও বিবিসিসির সভাপতি আলমগীর এম রহমান। এ সময় উপস্থিত ছিলেন বিজিএমইএর প্রথম সহসভাপতি সেলিম রহমান, জ্যেষ্ঠ সহসভাপতি ইনামুল হক খান, সহসভাপতি মো. রেজোয়ান সেলিম, সহসভাপতি (অর্থ) মিজানুর রহমান, পরিচালক ফয়সাল সামাদ প্রমুখ।

uploads/trade_daily/digest_photo_bonik_health__1762584190.jpg

বণিক বার্তা
বিজিএমইএ সদস্যদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা : ১০টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গে সমঝোতা স্মারক সই বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) তার সদস্য, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারদের চিকিৎসার জন্য বিদেশে না গিয়ে দেশে উন্নত স্বাস্থ্যসেবা ও ডায়াগনস্টিক সুবিধা গ্রহণে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এ লক্ষ্য নিয়ে বিজিএমইএ গতকাল নয়টি স্বনামধন্য হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টারসহ মোট ১০টি শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম সহসভাপতি সেলিম রহমান, সিনিয়র সহসভাপতি ইনামুল হক খান, সহসভাপতি মো. রেজোয়ান সেলিম, সহসভাপতি (অর্থ) মিজানুর রহমান, পরিচালক শাহ রাঈদ চৌধুরী, পরিচালক ফয়সাল সামাদ, পরিচালক মো. হাসিব উদ্দিন, পরিচালক নাফিস-উদ-দৌলা, পরিচালক এনামুল আজিজ চৌধুরী এবং উল্লেখিত প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা।

uploads/trade_daily/digest_photo_fe_bgm__1762584190.jpg

The Financial Express
BGMEA secures special healthcare benefits for members The Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) has taken a significant step to encourage its members, officials, staff, and their families to seek quality health and diagnostic services domestically instead of traveling abroad for treatment. To this end, the BGMEA on Thursday signed Memoranda of Understanding (MoUs) with 10 top-tier healthcare providers, comprising nine renowned hospitals and one diagnostic center.The signing ceremony, presided over by BGMEA President Mahmud Hasan Khan, was held at the BGMEA Complex in Uttara. Attendees at the event included Senior Vice President Inamul Haq Khan, First Vice President Selim Rahman, Vice President Md. Rezwan Selim Vice President (Finance) Mizanur Rahman, Directors Shah Rayeed Chowdhury (who coordinated the event), Faisal Samad, Md. Hasib Uddin, Nafis-Ud-Doula, and Enamul Aziz Chowdhury.

uploads/trade_daily/digest_photo_bss__1762584190.jpg

BSS
BGMEA signs MoU with BBCC to strengthen Canada-Bangladesh trade The Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) and the Bangladesh Business Chamber of Canada (BBCC) have signed a significant Memorandum of Understanding (MoU) aimed at fostering cooperation, strengthening business ties, and creating new opportunities for mutual trade and investment growth. The signing ceremony took place today at the BGMEA Complex in Uttara. BGMEA President Mahmud Hasan Khan signed the MoU on behalf of BGMEA, while BBCC President Alamgir M. Rahman signed on behalf of the chamber.BGMEA First Vice-President Selim Rahman, Senior Vice-President Enamul Haque Khan, Vice-President Md. Rezoan Selim, Vice-President (Finance) Mizanur Rahman, Director Faisal Samad, Director Nafis-Ud-Daula, and former Director Iqbal Hamid Quraishi Adnan were present among others.

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2025-11-08_at_10.58.11_AM__1762584601.jpeg

সমকাল
কানাডায় রপ্তানি বাড়াতে সহায়তা দেবে বিবিসিসি বাংলাদেশের তৈরি পোশাকের প্রচলিত বাজার কানাডা। ২০০৩ সালের জানুয়ারি থেকে কানাডায় পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা ভোগ করছে বাংলাদেশ। এই দুই সুবিধা সত্ত্বেও দেশটিতে রপ্তানি সম্ভাবনার তুলনায় অনেক কম। রপ্তানির পরিমাণ আরও বাড়ানোর সুযোগ রয়েছে। রপ্তানি বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশে বিজনেস চেম্বার অব কানাডার (বিবিসিসি) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে তৈরি পোশাক রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ। বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে এক অনুষ্ঠানে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান এবং বিবিসিসির সভাপতি আলমগীর এম রহমান। এ সময় উপস্থিত ছিলেন বিজিএমইএর প্রথম সহসভাপতি সেলিম রহমান, সিনিয়র সহসভাপতি ইনামুল হক খান, সহসভাপতি মো. রেজোয়ান সেলিম, মিজানুর রহমান, পরিচালক ফয়সাল সামাদ, নাফিস-উ-দৌলা প্রমুখ।

uploads/trade_daily/digest_photo_s_b__1762584601.jpg

সারা বাংলা
দেশের শীর্ষ ১০ হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গে বিজিএমই‘র চুক্তি বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) তার সদস্য, কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে দেশের শীর্ষ ৯টি হাসপাতাল ও ১ টি ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে এ চুক্তি সই হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম সহ-সভাপতি সেলিম রহমান, সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান, সহ-সভাপতি মো. রেজোয়ান সেলিম, সহ-সভাপতি (অর্থ)মিজানুর রহমান, পরিচালক শাহ রাঈদ চৌধুরী, পরিচালক ফয়সাল সামাদ, পরিচালক মো. হাসিব উদ্দিন, পরিচালক নাফিস- উদ- দৌলা, পরিচালক এনামুল আজিজ চৌধুরী এবং প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিজিএমইএ এর পরিচালক শাহ রাঈদ চৌধুরী।

uploads/trade_daily/digest_photo_tbs__1762584601.jpg

The Business Standard
Bangladesh, US join hands to boost collaboration on American cotton use in apparel exports Bangladesh's apparel industry and a high-level delegation of US cotton exporters have agreed to enhance cooperation to leverage a new American executive order that offers proportional tariff concessions for garments made with US raw materials. The Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) and Cotton USA delegation agreed on the issue during a meeting held at BGMEA Complex in Uttara today (November 4).The meeting focused on utilising the newly announced US tariff facility to expand bilateral trade and significantly increase the use of American cotton in Bangladesh's textile sector. BGMEA President Mahmud Hasan Khan welcomed the opportunity, stating, "This new tariff concession creates enormous opportunities for our industry, as it will make our products more competitive in the global market."

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2025-11-08_at_12.14.36_PM__1762584601.jpeg

দৈনিক আমাদের সময়
বিপদ জেঁকে বসেছে পোশাক খাতে রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী আমাদের সময়কে বলেন, বর্তমান পরিস্থিতি থেকে উত্তোরণের জন্য সরকারের হস্তক্ষেপ প্রয়োজন। শিল্প মালিকদের নীতি সহায়তার পাশাপাশি ব্যাংক খাতের নৈরাজ্য বন্ধ করা প্রয়োজন। বিশেষ করে এক্সিম ব্যাংক ও এসআইবিএলÑ এই দুই ব্যাংকে কোনো টাকা নেই। তাঁরা কোনো টাকা দিতে পারছে না। এমনকি এফডিআর ভেঙে যে শ্রমিকদের বেতন দেব, তাও করা যাচ্ছে না। বিজিএমইএ সভাপতি বলেন, বিগত এক বছরে ২৫৮টি কারখানা তাদের উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়েছে। অনেকে ক্ষুদ্র বা মাঝারি পরিসরে টিকে থাকার চেষ্টা করছে; কিন্তু ক্রমবর্ধমান ব্যয়, বিদ্যুৎসংকট, মজুরি সমন্বয় এবং আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তার কারণে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। তবে একই সময়ে নতুন ১৬৬টি কারখানা চালু হয়েছে। ফলে সামগ্রিকভাবে কর্মসংস্থান ও রপ্তানি সক্ষমতা উভয় ক্ষেত্রেই স্থিতিশীলতা নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2025-11-08_at_10.56.08_AM__1762584601.jpeg

প্রথম আলো
ছোট রপ্তানিকারকদের পণ্য রপ্তানি যেভাবে সহজ করল কেন্দ্রীয় ব্যাংক ক্ষুদ্র ও ই-কমার্সকেন্দ্রিক উদ্যোক্তাদের জন্য বিদেশে পণ্য রপ্তানি এবং পণ্য রপ্তানির অর্থ দেশে আনার প্রক্রিয়া সহজ করেছে সরকার। এখন থেকে ইএক্সপি ফরম পূরণ করা ছাড়াই এক হাজার মার্কিন ডলার বা এর সমপরিমাণ বৈদেশিক মুদ্রার পণ্য রপ্তানি করতে পারবেন ক্ষুদ্র ও ই-কমার্সকেন্দ্রিক উদ্যোক্তারা। পণ্য রপ্তানির অর্থ বাংলাদেশ ব্যাংকের লাইসেন্সপ্রাপ্ত মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান (এমএফএস) এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের (পিএসপি) মাধ্যমে দেশে আনা যাবে। বাংলাদেশ ব্যাংক গত সপ্তাহে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করে এই নির্দেশনা দিয়েছে।

uploads/trade_daily/digest_photo_n_agr__1762584601.jpg

The New Age
Experts emphasise value-added RMG production Experts and industry insiders laid emphasis on production of value-added readymade garment items for long-term competitiveness and responsible supply chain management. To achieve this, they called for bridging the gap between business, creativity, academia and sustainability, providing actionable insights for a responsible and resilient fashion ecosystem.They were speaking at the opening episode of a virtual talk show series Inside Fashion on Thursday evening, titled ‘Value Over Volume – A New Vision for Bangladesh RMG’ organised by Fashion Business Journal in association with the BGMEA University of Fashion, Technology and Green Stitch and Textile and Garments Merchandising Blog.Sheikh HM Mustafiz, director of the Bangladesh Garment Manufacturers and Exporters Association, said that sustainability could align with profitability in the apparel industry through investing in solar energy, water recycling, and waste reduction.

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2025-11-08_at_11.14.16_AM_(1)__1762584601.jpeg

বাংলাদেশ প্রতিদিন
ঝুঁকিতে ৭ কোটি পোশাকশ্রমিক ক্রমবর্ধমান তাপমাত্রার কারণে বিশ্বব্যাপী পোশাক কারখানাগুলোর শ্রমিকদের স্বাস্থ্য, নিরাপত্তা ও জীবিকার ওপর গুরুতর ঝুঁকি তৈরি হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় এখনই পদক্ষেপ নিতে ফ্যাশন ব্র্যান্ড, সরবরাহকারী এবং সরকারগুলোর প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ক্লিন ক্লোথস ক্যাম্পেইন (সিসিসি)। হিট অ্যান্ড গার্মেন্ট ওয়ার্কার্স রাইটস ফ্যাশনিং এ জাস্ট ট্রানজিশন শীর্ষক প্রতিবেদনে সংগঠনটি বলেছে, জলবায়ু পরিবর্তনের কারণে বৈশ্বিক তাপমাত্রা বাড়তে থাকায় ঝুঁকিতে পড়েছে বিশ্বের ৭ কোটি ২০ লাখ শ্রমিক। যার বেশির ভাগই নারী, অভিবাসী ও গৃহভিত্তিক কর্মী, বর্তমানে রোগ, হয়রানি ও মজুরি বঞ্চনার মতো নানান ঝুঁকির সম্মুখীন হচ্ছেন।